On the government website ONDC Platform, you can get cheap car parts to groceries: যত দিন যাচ্ছে ততই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে গাড়ি বিক্রির সংখ্যা। বর্তমানে প্রায় প্রতি বাড়িতেই একটা দুটো করে স্কুটি বাইক দেখা যায়। যা দীর্ঘদিন চালালে মাঝে মধ্যে পার্টস পরিবর্তন করতে হয়। আর সেই পার্টস পরিবর্তন করতে গিয়ে সমস্যায় পড়তে হয় বাইকারদের। স্থানীয় দোকানে অরিজিনাল পার্টস পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে সেই চিন্তার দিন শেষ। এসেছে এক অনলাইন প্ল্যাটফর্ম। যেখানে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে গাড়ি-বাইকের অরিজিনাল পার্টস। কি সেই অনলাইন প্ল্যাটফর্ম? কিভাবেই বা বুক করতে হবে? রইল খুঁটিনাটি তথ্য।
সস্তায় মুদি এবং খাবার সামগ্রী সুবিধা দেওয়ার পাশাপাশি বাইক আরোহীদের জন্য দারুন অফার আনলো ওএনডিসি (ONDC Platform)। এই সরকারি মাধ্যমে এবার থেকে উপলব্ধ থাকবে বাইকের পার্টস। তবে ওএনডিসি একা নয়। গ্রাহকদের এই সুবিধা দিতে চলেছে ওএনডিসি ও হিরো মটরর্কপ মিলিতভাবে। যেখানে গ্রাহকরা নিজেরাই নিজেদের বাইকের অরিজিনাল পার্টস অনলাইনে বুক করে পেয়ে যাবেন। কি এই ওএনডিসি? কিভাবেই বা এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয়?
ONDC-র পুরো নাম হলো ওপেন নেটওয়ার্ক ডিজিটাল কমার্স প্ল্যাটফর্ম (ONDC Platform)। যে অনলাইন প্ল্যাটফর্মে খুব সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় বিভিন্ন খাবার সামগ্রী। এবার সেই অনলাইন প্ল্যাটফর্মে গাড়ি আরোহীরা সুবিধা পেতে চলেছেন। বাড়িতে বসেই পেয়ে যাবেন টু হুইলারের বিভিন্ন রকম পার্টস। পাওয়া যাবে অরিজিনাল পার্টসও। বুকিং কিভাবে করবেন?
অনলাইনে ওএনডিসি প্ল্যাটফর্মে (ONDC Platform) পার্টস বুকিং করতে গেলে প্রথমে এই অ্যাপে নাম নথিভুক্ত করাতে হবে। এর জন্য প্রথমে ওএনডিসি ওয়েবসাইট ওপেন করতে হবে। তারপর সেখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করলে একটি নতুন পেজ আসবে। সেই পেজে ব্যক্তির নাম, ইমেইল আইডি, বৈধ নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ক্লিক করতে হবে। তারপরেই ভেরিফাইয়ের জন্য সেই বৈধ নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি দিয়ে সাবমিট করলেই এই অনলাইন প্ল্যাটফর্মে নাম নথিভুক্ত হয়ে যাবে। তারপরেই পার্টস বুকিং করা যাবে। এবার জেনে নেওয়া যাক বুকিংয়ের পদ্ধতি।
পার্টস বুকিংয়ের জন্য প্রথমে ওএনডিসি প্ল্যাটফর্মের (ONDC Platform) ইলেকট্রনিক্স সেকশনে ভিজিট করতে হবে। সেখানে বিভিন্ন অপশনের মধ্যে টু হুইলারের অপশনটি বেছে নিতে হবে। তারপর বিভিন্ন পার্টস তালিকা দেখা যাবে। তার মধ্যে যে পার্টসটি দরকার সেই পার্টস সিলেক্ট করতে হবে। এরপর ঠিকানা সিলেক্ট করে পেমেন্ট করলেই নির্দিষ্ট সময়ে বাড়িতেই চলে আসবে সেই পার্টস। সুতরাং গাড়ির পার্টস কেনার জন্য আর যেতে হবে না বাইরে।