নিজস্ব প্রতিবেদন : ভাগ্যের জোরে কেউ কেউ রাতারাতি লাখপতি, কেউ কেউ আবার কোটিপতি হয়েছেন। কিন্তু কারো অ্যাকাউন্টে যদি আচমকা ৯৯,৯৯,৯৪,৯৫,৯৯৯.৯৯ টাকা চলে আসে তাহলে বিষয়টি কি হতে পারে বুঝতেই পারছেন। টাকার অঙ্ক দেখে বারবার চোখ কচলেও তা বিশ্বাস না হওয়ার মতোই। এমনকি ঠিক কত টাকা তা গুনতেও রীতিমতো হিমশিম খাওয়ার অবস্থা। ঠিক এইরকমই একটি ঘটনা ঘটলো এক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Farmer Bank Account)।
টাকার অঙ্ক হচ্ছে ৯৯০০ কোটি টাকা। আবার এই বিপুল পরিমাণ টাকা এক কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে সরকারের তরফ থেকে দেওয়া কিসান ক্রেডিট কার্ড লোন অ্যাকাউন্টে। যে কৃষককে চাষের জন্য ব্যাঙ্ক অথবা সরকারের থেকে লোন নিতে হচ্ছে, সেই কৃষকের অ্যাকাউন্টে প্রায় ১০ হাজার কোটি টাকার আগমন তাকে রাতারাতি কোথায় থেকে কোথায় নিয়ে গেল!
এমন ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। সেখানকার ভাদোহি জেলার বাসিন্দা ভানু প্রসাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। কৃষিকাজ করে সংসার চালানো ওই কৃষক মোবাইলে মেসেজ দেখে চলতি সপ্তাহেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করেন। আর ব্যালেন্স চেক করার পরই তিনি এমন অবিশ্বাস্য ঘটনা দেখতে পান। বারবার চোখ কচলেও তিনি এত টাকার বিষয়টি বিশ্বাস করতে পারেননি।
আরও পড়ুন ? RBI Decision about Loan: RBI-এর সিদ্ধান্তে উড়ল রাতের ঘুম! ফাঁপড়ে SBI থেকে শুরু করে সমস্ত ব্যাঙ্ক
এমনকি বিশ্বাস করা তো দূরের কথা, টাকার অংক ঠিক কত সেটিও তিনি বুঝতে পারছিলেন না বা আন্দাজ করতে পারছিলেন না। কেননা এত লম্বা টাকার অংক এর আগে কোনদিন তিনি গুণেননি। যদিও এই বিপুল পরিমাণ টাকা ওই কৃষকের অ্যাকাউন্টে ঢুকলেও তিনি এক টাকাও ভোগ করতে পারেননি। যে কারণে মাত্র কয়েক ঘণ্টার জন্য তিনি হাজার হাজার কোটি টাকার মালিক থাকলেও ফের আগের জায়গাতেই ফিরে আসেন।
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে, প্রযুক্তিগত সমস্যা থাকার কারণেই ওই কৃষকের অ্যাকাউন্টে এইভাবে এত টাকা চলে এসেছিল। কেননা এই ঘটনার পর যখন ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারেন তখন তারা ওই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেন। অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার মূল লক্ষ্য হলো যাতে কোন আর্থিক লেনদেন না হয়। এরপর ওই টাকা উদ্ধার করলে ফের ভানুর অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে।