New Sonajhuri Haat: রাজ্যেই তৈরি হচ্ছে দ্বিতীয় সোনাঝুড়ি! এবার আনন্দ দ্বিগুণ, বড় উদ্যোগ প্রশাসনের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Along with Shantiniketan, New Sonajhuri Haat is being built in the state: জলপাইগুড়ি জেলা প্রশাসনের নতুন উদ্যোগে পর্যটকদের আকৃষ্ট করার জন্য তৈরি হচ্ছে নয়া সোনাঝুড়ির হাট (New Sonajhuri Haat)। ডুয়ার্সের নেওড়া নদী হতে চলেছে পর্যটকদের জন্য আরেকটি নতুন আকর্ষণ। এবার থেকে পর্যটকদের লিস্টে এই জায়গাটির নামও যুক্ত হতে চলেছে। নদীর তীরে এলাকাগুলোকে সাজিয়ে তোলা হচ্ছে সুন্দর করে এবং মনে করা হচ্ছে এই জায়গার সৌন্দর্য পর্যটকদের বারবার আকর্ষিত করবে।

Advertisements

জলপাইগুড়ি জেলা পরিষদ গরুমারা ফরেস্ট সংলগ্ন লাটাগুড়ির পাশে নেওড়া নদীর পাড় সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরতে চাইছে পর্যটকদের কাছে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে এলাকার সৌন্দর্যায়ন এবং রাস্তাঘাট নির্মাণের কাজ। আশা করা হচ্ছে যে, পুজোর আগেই পর্যটকদের জন্য সাজিয়ে তোলা হবে লাটাগুড়ি লাগোয়া খাগড়িযান এলাকার নেওড়া নদীর তীরবর্তী এলাকা। শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের মত জলপাইগুড়িতেও পর্যটকরা এই হাটের (New Sonajhuri Haat) আনন্দ নিতে পারবে।

Advertisements

জলপাইগুড়ি জেলা পরিষদের পরিবেশ কর্মাধ্যক্ষ এই বিষয়ে জানিয়েছেন যে, প্রথম পর্যায়ের কাজের মধ্যে প্রায় দেড় কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে এবং বসার সেড তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য। ইতিমধ্যেই ব্যয় হয়ে গেছে ৪০ লক্ষ টাকা। এই কাজ শেষ হলে স্থানীয়দের নিয়ে এখানে একটি সোনাঝুরির হাটের মত হাট (New Sonajhuri Haat) তৈরি করার পরিকল্পনাও রয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদের। এই হাটে থাকবে স্থানীয় খাবার এবং অন্যান্য হস্তশিল্পের জিনিস।

Advertisements

আরও পড়ুন ? Ferry Service New Routes: ‘ঠ্যালায় পড়ে’ এবার কাস্টমার টানতে নতুন পরিকল্পনা! হাওড়ায় মেট্রো চালু বিপত্তি ডেকে আনল ফেরি পরিষেবায়

এর আগে অবশ্য পর্যটকদের জন্য জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে প্যাকেজ ব্যবস্থার আয়োজন করা হয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থার বাসের মাধ্যমে এই প্যাকেজ সাজানো হয়েছিল। প্রত্যেক বছর পর্যটকদের জন্য জলপাইগুড়ি জেলা প্রশাসন নতুন ধরনের আকর্ষণ নিয়ে আসে। ভ্রমণকে আকর্ষণীয় করে তুলতে তারা কোনো রকমের কার্পণ্য করে না।

যেসব পর্যটকরা এখনো অবধি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আনন্দ নিতে পারেনি, তারা যদি পুজোর আগে উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে সেখানেই আনন্দ নিতে পারবেন নয়া সোনাঝুরির হাটের (New Sonajhuri Haat)। তাই দেরি না করে পূজোর ছুটিতে বেরিয়ে পড়তে পারেন উত্তরবঙ্গ ভ্রমণে সাথে থাকবে নতুন নতুন আকর্ষণ। আশা করি জলপাইগুড়ি জেলা প্রশাসনের এই নয়া উদ্যোগ পর্যটকদের মন্দ লাগবে না।

Advertisements