Paytm Lite Wallet: Paytm গ্রাহকদের সুখবর, এবার ওয়ালেট পরিষেবা নিয়ে বড় বদল আনল সংস্থা, বাড়বে সুবিধা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Paytm brings Lite Wallet service to restore customer confidence: ডিজিটাল ইন্ডিয়া, ক্যাশ লেস ইন্ডিয়া। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে ক্যাশ ট্রানজেকশনের চেয়ে, অনলাইন ট্রানজেকশনকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রায় প্রত্যেকেই বিভিন্ন অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহার করে। প্রতিনিয়ত ছোটখাটো পেমেন্ট থেকে শুরু করে বড় অ্যামাউন্টের পেমেন্ট সবকিছুই চলছে ইউপিআই এর মাধ্যমে। ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে আরও সুবিধা প্রদানের উদ্দেশ্যে পেটিএম এর পক্ষ থেকে চালু করা হলো ইউপিআই লাইট ওয়ালেটে (Paytm Lite Wallet)। ৪ হাজার টাকা অব্দি গচ্ছিত রাখতে পারবেন ইউজাররা। এবং খুব দ্রুত পেমেন্ট করতে পারবেন অন্য ইউজারদেরকে।

Advertisements

চলতি বছরে ফেব্রুয়ারি মাসে পেটিএম পেমেন্ট ব্যাংক এর উপর নিষেধাজ্ঞা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তার জেরে অনেক ইউজার আচমকা সমস্যায় পড়ে যান। অনেক লড়াইয়ের পর পেটিএমের পক্ষ থেকে অন্যান্য ব্যাংকের সাথে অংশীদারিত্ব করে থার্ড পার্টি অ্যাপ হিসেবে পরিষেবা দেওয়ার কথা চিন্তাভাবনা করা হয়। সেই উদ্দেশ্য থেকেই পেটিএম লাইট ওয়ালেট (Paytm Lite Wallet) পরিষেবা চালু করে কর্তৃপক্ষ। গ্রাহক ফেরাতে এমন উদ্যোগ নিয়েছে পেটিএম কর্তৃপক্ষ।

Advertisements

সারাদিনের সমস্ত ছোটখাটো পেমেন্ট যেমন বিল পেমেন্ট করা, বাজার করা ইত্যাদি যারা ইউপিআই এর মাধ্যমে করে থাকেন, তাদের জন্য পেটিএম লাইট ওয়ালেট (Paytm Lite Wallet) খুবই উপকারী। ইউজার পিছু দিনে ৫০০ টাকা করে পাঠানো যাবে এই ওয়ালেট থেকে। এই ওয়ালেট থেকে যত ট্রানজেকশনই হোক না কেন তা ব্যাঙ্কে সিঙ্গেল পেমেন্ট হিসেবেই দেখানো হবে। অর্থাৎ পাসবুকে জায়গা বেশি নষ্ট হবে না। এই ওয়ালেটে দিনে দুবারে মোট ৪ হাজার টাকা অর্থাৎ একেক বারে ২০০০ টাকা করে রাখা যাবে।

Advertisements

আরও পড়ুন ? RBI Decision about Loan: RBI-এর সিদ্ধান্তে উড়ল রাতের ঘুম! ফাঁপড়ে SBI থেকে শুরু করে সমস্ত ব্যাঙ্ক

পেটিএম লাইট ওয়ালেটে (Paytm Lite Wallet) অ্যাকাউন্ট খোলাও খুবই সোজা। পেটিএম অ্যাপে গিয়ে ইউপিআই লাইট এক্টিভেট অপশনে ক্লিক করতে হবে। এই ওয়ালেটের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে চাইছেন সেটিকে শনাক্ত করুন এবং কত টাকা এড করতে চাইছেন লেনদেনের জন্য তা লিখুন। এরপর একটা এমপিন দিতে হবে। পেটিএম লাইট ওয়ালেটে ওয়ান ট্যাপ পেমেন্টের সুবিধা থাকবে।

পেমেন্ট করার সময় কোন কিউআর কোড স্ক্যান করুন অথবা মোবাইল নম্বর চিহ্নিত করুন অথবা কোন ব্যাংক অ্যাকাউন্টকে বেছে নিন। পেটিএম লাইট ওয়ালেটের (Paytm Lite Wallet) সাহায্যে পেমেন্ট করা যাবে সব ক্ষেত্রেই। যেকোনো একটি পদ্ধতি বেছে নিলেই খুব সহজে ওয়ান ট্যাপ সুবিধার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এই ওয়ালেট থেকে। এই থার্ড পার্টি অ্যাপটি কে রান করানোর জন্য পেটিএমের পক্ষ থেকে বেশ কিছু ব্যাংকের সাথে অংশীদারিত্ব করা হয়েছে। পেটিএম অংশীদারিত্ব করেছে এইচডিএফসি, এক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইয়েস ব্যাংকের সাথে।

Advertisements