Summer Vacation: অনেক হল গরমের ছুটি! এবার কবে খুলবে স্কুল? এসে গেল শিক্ষা দপ্তরের মেগা আপডেট

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি শিক্ষাবর্ষে রাজ্যের স্কুল পড়ুয়াদের গরমের ছুটির (Summer Vacation) জন্য যে সময় নির্ধারণ করা হয়েছিল, তার থেকেও অনেক বেশি ছুটি দেওয়া হয়েছে। গরমের জন্য এত ছুটি দেওয়ার পিছনে মূল কারণ হলো রাজ্যজুড়ে তীব্র তাপপ্রবাহ। এপ্রিল মাস থেকে যেভাবে রাজ্যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে দেখা গিয়েছিল তাতে তড়িঘড়ি স্কুল ছুটি না দিয়ে থাকতে পারেনি শিক্ষা দপ্তর।

Advertisements

গত এপ্রিল মাসের ১৫ তারিখ থেকেই দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রার পারদ তরতরিয়ে বাড়তে শুরু করেছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে দিন কয়েকের মধ্যে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী পার করেছিল। পরিস্থিতির কথা মাথায় রেখে যাতে পড়ুয়ারা অসুস্থ না হয়ে যায় তার জন্য ২২ এপ্রিল থেকেই শুরু হয়ে গিয়েছিল গরমের ছুটি।

Advertisements

শিক্ষা দপ্তরের তরফ থেকে তীব্র গরমে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ২২ এপ্রিল থেকে গরমের ছুটি দিয়ে দেওয়া হলেও ঠিক কবে পুনরায় স্কুল খুলবে তা জানানো হয়নি। অনির্দিষ্টকালের জন্য ছুটির ঘোষণা করা হয়েছিল শিক্ষা দপ্তরের তরফ থেকে। তবে এবার কিন্তু গরমের ছুটির দিন শেষ হতে চলেছে। আবার পড়ুয়াদের আগের মতই ফিরতে হবে স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তাহলে কবে থেকে পুনরায় স্কুলের দরজা খুলবে?

Advertisements

আরও পড়ুন ? Madhyamik Result: রাতের ঘুম উড়ল মধ্যশিক্ষা পর্ষদের! মাধ্যমিকের ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টের বড় রায়

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী চলতি বছর ৬ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল এবং স্কুল খোলার কথা ছিল ২ জুনের পর। তবে ছুটি ২২ এপ্রিল থেকে বললেও যেহেতু স্কুল খোলার দিন এখনো ঘোষণা করা হয়নি তাই মনে করা হচ্ছে ২ জুনের পর থেকেই খুলবে স্কুল। আবহাওয়ার পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত স্কুল খোলার বিষয়ে শিক্ষা দপ্তর তেমন কোন পদক্ষেপ নেবে না এমনটাই প্রথম থেকে আশা করা হচ্ছিল। তবে এখন আবহাওয়াই অনেকটাই বদল এসেছে।

অন্যদিকে আবহাওয়া বদল এলেও দেশের পাশাপাশি রাজ্যজুড়ে চলছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের কারণে একদিকে যেমন শিক্ষক-শিক্ষিকারা ভোট কর্মী হিসেবে নিযুক্ত রয়েছেন, ঠিক সেই রকমই আবার ভোটের কারণে বিভিন্ন জায়গায় স্কুল সহ অফিস কাছারি বন্ধ। এই সমস্ত ঝামেলা মিটিয়ে ২ জুনের পর পুনরায় স্কুল খুলতে পারে বলে আশা করা হচ্ছে।

Advertisements