Bangkok is about to sink Thailand is looking for a new capital: থাইল্যান্ড দেশটি পর্যটকদের কাছে বরাবরই একটি আকর্ষণীয় স্থান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এমন একটি জায়গা যেখানে বছরের বেশিরভাগ সময় পর্যটকদের ভিড় জমে থাকে। কিন্তু বর্তমানে সেখানকার জলবায়ু ক্রমশ আশঙ্কায় ফেলছে জলবায়ু বিশেষজ্ঞদের। সেখানকার সমুদ্রের জলস্তর অনেকটাই বেড়ে যাচ্ছে ক্রমশ। কি হতে পারে ভবিষ্যতে থাইল্যান্ডের অবস্থা আসুন জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে।
বর্তমানে থাইল্যান্ড দেশের কপালে ভাঁজ পড়ার মতো অবস্থা। ব্যাংককের এই কঠিন পরিস্থিতির জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বদলে ফেলা হতে পারে থাইল্যান্ডের রাজধানী। পরিস্থিতি কঠিন হলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক (Bangkok) থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথাও চিন্তাভাবনা হচ্ছে। থাইল্যান্ডের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অফিসের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে সংবাদ সংস্থা এএফপিকে। ধারাবাহিকভাবে যে ছবি উঠে আসতে শুরু করেছে, তা যথেষ্ট চিন্তা বাড়িয়েছে থাইল্যান্ডের। বিশেষজ্ঞদের একাংশের অনুমান হয়তো এই শতাব্দী শেষ হওয়ার সাথে সাথেই তলিয়ে যেতে পারে ব্যাংকক শহর যা সত্যিই দুশ্চিন্তার ব্যাপার।
আরেকটি দুশ্চিন্তার ব্যাপার হল ব্যাংককের বেশিরভাগ জায়গা বর্তমানে বন্যা প্লাবিত। এই ঘটনার জন্য জলবায়ুবিদরা আরো বেশি চিন্তিত ব্যাংককের আবহাওয়া নিয়ে। থাইল্যান্ড সরকারের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের ডেপুটি ডিরেক্টর-জেনারেল পাভিচ কেসাভাওং এই কঠিন পরিস্থিতির বিষয়ে সাবধান করে দিয়েছেন। আসলে বর্তমানে সারা বিশ্ব জুড়ে বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারছে না থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক (Bangkok)। সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে যে, ইতিমধ্যে এখানকার তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশিতে আছে।
এই পরিস্থিতিতে অভিযোজনের বিষয়ে ভাবতে হবে থাইল্যান্ড দেশটিকে। এই পরিস্থিতির থেকে যদি মুক্তি না পাওয়া যায় কিংবা কোনো সমাধান না বের করা যায় তাহলে খুব তাড়াতাড়ি তলিয়ে যাবে রাজধানী ব্যাংকক (Bangkok)। এই পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ার জন্য থাইল্যান্ড সরকারও চিন্তা-ভাবনা করছে নেদারল্যান্ডসের মতো ব্যাংকক শহরেও ডাইক নির্মাণের। তবে যে কোন সিদ্ধান্তে যাওয়ার আগে অবশ্যই ভালো করে পরিকল্পনা করে এগানো উচিত। কেননা গোটা বিষয়টি হলো অনুমান ভিত্তিক। তবে এটি একটি ভাল অপশন হতে পারে বলেও মনে করছেন তিনি।
যদি থাইল্যান্ডের বর্তমান পরিস্থিতিকে সামাল দিতে হয় তাহলে পরিবর্তন করতে হবে এর রাজধানী। পাশাপাশি আলাদাভাবে সরিয়ে নিয়ে যেতে হবে এখানকার সরকারি এলাকা ও ব্যবসায়িক ক্ষেত্রকে। পাভিচের মতে, তাহলে হয়তো এই পরিস্থিতিকে কিছুটা হলেও সামাল দেওয়া যেতে পারে।