New Ferry Route: ৭ কোটি টাকায় বদলে যাচ্ছে রাজ্যের ফেরি সার্ভিস! ব্যাপক সুবিধা পাবেন রাজ্যের বাসিন্দারা

Antara Nag

Published on:

Advertisements

The residents of the state will get a lot of benefits as the New Ferry Route is launched: সাজো সাজো রব রাজ্যের জলপথ পরিবহনে। খুব শীঘ্রই চালু হতে চলেছে রাজ্যের বিশেষ কিছু জায়গায় নতুন ফেরিঘাট। পাশাপাশি চালু করা হবে দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে থাকা ফেরি ঘাটগুলিও। সাথে রাজ্যের ফেরিযাত্রীদের বিশেষ সুবিধা দিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে হুগলি নদীর জলপথ পরিবহন সমিতি। কোথায় কোথায় নয়া ফেরি রুট (New Ferry Route) চালু হবে? এর জন্য সরকার তরফে কত টাকাই বা বরাদ্দ হয়েছে? এই পরিকল্পনার নেপথ্যে কারণ কি?

Advertisements

খবর হয়েছে, নয়া ফেরি রুট চালু হবে বেলুড়-বরাহনগর এবং কাশীপুর-হাওড়া রুটে (New Ferry Route)। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা ফেরিঘাটগুলিও মেরামত করা হবে। তার মধ্যে যে ফেরিঘাটগুলিতে আবার পুনরায় পরিষেবা চালু করা হবে সেগুলি হল বাঁধাঘাট-আর্মেনিয়াম, শিবপুর-বাবুঘাট এবং নতুন মন্দির-ফেয়ারলি প্লেস ফেরিঘাট। চালু করার পাশাপাশি নতুন-বন্ধ সব মিলিয়ে ১৯টি ফেরি মেরামত করে চালু করার কথাও জানিয়েছে পরিবহন দপ্তর। অপরদিকে চালু ফেরিঘাটগুলিতেও ফেরি সংখ্যা বাড়ানোর কথা শোনা যাচ্ছে।

Advertisements

এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ কি? সূত্রের খবর জলপথ পরিবহনের আয় বৃদ্ধি এবং মেট্রোর ধাক্কা সামাল দেওয়ার উদ্দেশ্যেই এই নয়া পরিকল্পনা হুগলি নদীর জলপথ পরিবহন সমিতির। কারণ বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে হাওড়া থেকে ধর্মতলার মেট্রো পরিষেবা। যার ফলে হাওড়া ফেরি রুটের প্রায় ৭ শতাংশ যাত্রী সংখ্যা কমেছে। আবার হাওড়া রুটের মেট্রো শিয়ালদহ, সল্টলেক পর্যন্ত বিস্তৃত হলে ফেরিঘাটের যাত্রী সংখ্যা আরো কমবে বলে আশঙ্কা হুগলি নদী জলপথ পরিবহন সমিতির। তাই উপরে উল্লেখিত ফেরিঘাটগুলির চালু করলে অফিস টাইমে সব পরিবহন মিলিয়ে যাত্রী সামাল দেওয়া যাবে বলে আশঙ্কা করছে পরিবহন কর্মকর্তারা।

Advertisements

আরও পড়ুন ? Tarapith: হাতে সময় নেই! একদিনের জন্য ঘুরে আসুন বাংলার এই জায়গায়, ঘোরা আর পুণ্য দুটোই হবে

নতুন এবং বন্ধ ফেরিঘাট চালুর জন্য কত টাকা বরাদ্দ হয়েছে? এই প্রসঙ্গে হুগলি নদী জলপথ পরিবহন সমিতির নির্দেশক অজয় দেব বলেছেন, রাজ্য সরকারের তরফে জলপথ পরিবহন সমিতি ৭ কোটি টাকা পাচ্ছে। ফলে সেই টাকা দিয়ে নতুন ফেরি রুট পরিষেবা দেওয়া হবে পাশাপাশি যাত্রীদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে। কি পদক্ষেপ?

ফেরিঘাটগুলিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যতা বাড়াতে যাত্রীদের আকর্ষণ করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে হুগলি নদীর জলপথ পরিবহন সমিতি। যাত্রীদের কথা মাথায় রেখে নতুনভাবে সাজানোর পরিকল্পনা (New Ferry Route) জলপথ পরিবহন কর্মকর্তাদের। পাশাপাশি রেস্তোরাঁ, ক্যাফে ইত্যাদি পরিষেবা চালু করা হবে বলেও জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, ফেরি পরিষেবা প্রতিদিন চালু হয় সকাল ৭টা থেকে এবং পরিষেবা বন্ধ হয় রাত ৮টায়। মূলত ৩০ মিনিট অন্তর অন্তর ফেরি চলাচল করে। তবে অফিস টাইমের সময় তা ১০ মিনিট অন্তর অন্তর চলাচল করে।

Advertisements