Railways is taking a big step if you leave your bag and occupy the train seat: ভারতের যাতায়াতের লাইফ লাইন বলা হয় রেল পরিবহনকে। যে পরিবহনের মাধ্যমে খুব সহজেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করা যায়। যে মাধ্যমে যাতায়াত করার খরচ খরচা যেমন কম তেমনি ভ্রমণও করা যায় আরামদায়কভাবে। তবে এবার সেই পরিবহনের মাধ্যমে যাতায়াত নিয়ে এক বিরাট পদক্ষেপ নিতে চলেছে রেল কর্তৃপক্ষ। প্রকাশ্যে এলো তার ইঙ্গিত।
প্রতিদিনই নিয়মিত-অনিয়মিত বহু যাত্রীদের রেল পরিবহনের মাধ্যমে যাতায়াত করতে দেখা যায়। হাওড়া থেকে শিয়ালদা প্রতি স্টেশনের দৃশ্য একইরকম। তবে নিয়মিত যাত্রীদের নিত্যদিন যাতায়াতের ক্ষেত্রে ট্রেনের অন্যান্য প্যাসেঞ্জাররাও বন্ধু হয়ে ওঠে। অনেকেই দল বেঁধে ট্রেনে যাতায়াত করেন। এক একটা বগি যেন তাদের বাড়ি হয়ে ওঠে। মাঝেমধ্যে দেখা যায় নিত্যযাত্রীরা অন্যান্য যাত্রীদেরও আসন ভাগাভাগি করে বসতে দেয়। কিন্তু অপরদিকে এর বিপরীত দৃশ্য ফুটে ওঠে ট্রেনে। সিট থাকা সত্বেও অনিয়মিত যাত্রীকে বসতে দেয় না নিত্যযাত্রীরা। বন্ধু শুভাকাঙ্ক্ষীর জন্য তারা ব্যাগ দিয়ে সিট দখল (Train Seat Occupy) করে রাখেন। আর এই সিট দখল নিয়েই কড়া পদক্ষেপের ইঙ্গিত রেলের-?। কি জানালেন রেল কর্তৃপক্ষ?
কোনো কোনো বগিতে আসন ভাগাভাগি করে অন্যান্য যাত্রীদের বসতে দিয়ে সাহায্য করলেও কোনো কোনো বগিতে আবার ব্যাগ দিয়ে সিট দখল করার অভিযোগ ওঠে। সিট থাকলেও বসতে দেওয়া হয় না অনিয়মিত যাত্রীদের। এই অভিযোগ উঠতেই পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ট্রেনে যাতায়াতের এই সমস্যা দীর্ঘদিনের। তবে এই ধরনের ব্যবহার কখনোই ঠিক নয়। এই অনৈতিক কাজগুলি আটকানোর (Train Seat Occupy) জন্য মাঝেমধ্যেই তারা অভিযান চালায় বলে দাবি করছেন। আরপিএফ-এর দ্বারা তারা এই অভিযান চালায়। তবে এই ধরনের অভিযোগ উঠলে তারা আবারও সেই অভিযান শুরু করবে বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ট্রেন যাতায়াতের ভিডিও। আর সেই ভিডিওকে ঘিরেই উত্তেজনা সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ছড়িয়ে পড়তে সিট রাখার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায় নেটজনতা। পাশাপাশি প্রতিক্রিয়া জানায় পূর্ব রেল। এই ধরনের বগিতে আসন রাখার বিষয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দেয় রেল কর্তৃপক্ষ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় এক তরুণী ও তার মায়ের সাথে বাগবিতণ্ডা চলে সেই বগিতে থাকা এক মহিলার। কারণ কি? কারণ নিজের দলের সদস্যের জন্য ব্যাগ দিয়ে সিট রেখে অন্য যাত্রীদের বসতে না দেওয়া। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী ঘটনাটি ঘটে শান্তিপুর লোকালে। মহিলা নিজেই ভিডিওটি নেটদুনিয়া পোস্ট করেন এবং ঝামেলার বিষয়টি জানান। তারা হাবিবপুর থেকে শান্তিপুর লোকাল ধরেন। গন্তব্যস্থান ছিল শিয়ালদা। যেহেতু দীর্ঘ জার্নি সেই কারণেই ট্রেনের পিছনের মহিলা কামরায় উঠে মায়ের জন্য সিট খোঁজেন ওই মহিলা। কিন্তু বেশিরভাগ জায়গাতেই ব্যাগ দিয়ে সিট রাখতে (Train Seat Occupy) দেখা যায়।
পরবর্তীতে এক জায়গার ব্যাগ সরিয়ে (Train Seat Occupy) তার মাকে বসালে পায়রাডাঙ্গা থেকে এক মহিলা উঠে তার মাকে সরিয়ে সেই জায়গায় জোর করে বসে পড়েন। আর তখনই জায়গা দখলে মহিলার সাথে বচসা বাঁধে জোর করে বসে পড়া মহিলার সাথে। তবে তখন সে ভিডিও করতে পারেনি। পরবর্তীতে তিনি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরেন। যা দেখে তৎপর বড় পদক্ষেপের ইঙ্গিত দেয় রেল কর্তৃপক্ষ।