নিজস্ব প্রতিবেদন : রাজ্যজুড়ে এখন চলছে স্কুল কলেজে গরমের ছুটি। গরমের ছুটি পড়তেই ভ্রমণপিপাসু বাঙালিরা ঘুরতে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। আবার লক্ষ্য করলে দেখা যাবে, যারা ঘুরতে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তাদের অধিকাংশরাই উত্তরবঙ্গ (North Bengal) যাওয়ার জন্য তাক করে তাকিয়ে রয়েছেন। কেননা গরমের মরশুমে উত্তরবঙ্গের মতো ঘুরতে যাওয়ার বিকল্প আর কোন জায়গা নেই।
যখন অধিকাংশ পর্যটকরাই উত্তরবঙ্গমুখী, সেই সময় সবচেয়ে বড় সমস্যা হলো ট্রেনের টিকিট। পর্যটকদের বড় সংখ্যার মানুষ যেহেতু ট্রেনে চড়েই বিভিন্ন জায়গায় যেতে ভালোবাসেন তাই এখন উত্তরবঙ্গগামী প্রত্যেকটি ট্রেনের টিকিট এই ক্রাইসিস লক্ষ্য করা যাচ্ছে। তবে ট্রেনের টিকিটের ক্রাইসিস থাকলেও চিন্তা নেই, কেননা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (SBSTC) এবার সস্তায় পৌঁছে দিচ্ছে উত্তরবঙ্গ। তাদের তরফ থেকে চালু করা হয়েছে একাধিক বাস পরিষেবা (SBSTC North Bengal Bus)।
উত্তরবঙ্গ যাওয়ার চাহিদা হঠাৎ করে বেড়ে যাওয়া এবং ট্রেনের টিকিটের ক্রাইসিস সামনে আসার পর হঠাৎ করেই বেড়েছে বাসের টিকিটের চাহিদাও। এমন পরিস্থিতিতে যে সকল বেসরকারি ভলভো বাস রয়েছে সেগুলির ভাড়াও এখন তরতড়িয়ে বাড়তে শুরু করেছে। এখন ভলভো বাসের সিটারের ভাড়া ১৫০০ টাকা থেকে ২২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। আবার স্লিপারের টিকিট এখন ২৭০০ টাকা থেকে ৩০০০ টাকাতেও বিক্রি হচ্ছে।
তবে এমন পরিস্থিতিতেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে এসি লাক্সারি বাসে মাত্র ৮১০ টাকায় পৌঁছে দেওয়া হচ্ছে শিলিগুড়ি, আবার নন এসি বাস হলে সেই ভাড়া কমে দাঁড়াচ্ছে মাত্র ৪৫৫ টাকা। ৪৫৫ টাকা ভাড়া একেবারেই ন্যূনতম বলেই মনে করা হচ্ছে, কেননা ট্রেনের নন এসি স্লিপার ক্লাসের ক্ষেত্রেও উত্তরবঙ্গ যাওয়ার জন্য প্রায় একই রকম খরচ হয়ে থাকে পর্যটকদের।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য দুর্গাপুর থেকে যে সকল বাস ছাড়া হচ্ছে তাদের এসি লাক্সারি বাসের ভাড়া ৮১০ টাকা, আর নন এসি সিটারের ভাড়া ৪৫৫ টাকা। একইভাবে কলকাতা থেকেও উত্তরবঙ্গগামী বাস ছাড়া হচ্ছে এবং সেক্ষেত্রে এসি লাক্সারি বাসের টিকিটের জন্য খরচ করতে হচ্ছে মাত্র ১২১০ টাকা এবং নন এসি বাসের টিকিটের ভাড়া অনেকটাই কম। সুতরাং যারা উত্তরবঙ্গ যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন, তারা সস্তায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস পরিষেবায় ভর করে যাতায়াত করতে পারবেন।