Ambani is in big trouble with Reliance Capital: অবস্থা শোচনীয় আম্বানির রিলায়েন্স ক্যাপিটালের (Reliance Capital)। সময় নিয়েও বাঁচানোর অবস্থায় নেই কর্জে ডুবে যাওয়া কোম্পানির। গত শুক্রবারই ছিল হিন্দুজা গোষ্ঠীর কাছে এই কোম্পানি হস্তান্তরের শেষ দিন। কিন্তু শেষদিনে সম্পদ হস্তান্তর করতে পারল না অনিল আম্বানি। RBI-এর কাছে অনুরোধ করলেন এই সম্পদ হস্তান্তরের সময়সীমা আরো ১০ দিন বাড়ানোর। কেন এমন পরিস্থিতি আম্বানির এই সংস্থা?
প্রসঙ্গত, ৪০ হাজার টাকার অধিক ঋণগ্রস্থ আম্বানির রিলায়েন্স ক্যাপিটাল (Reliance Capital) সংস্থা। যা কেনার জন্য প্রস্তুত হয়ে রয়েছে হিন্দুজা গোষ্ঠীর এশিয়া এন্টারপ্রাইজ। মূলত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২৩ সালের ১৭ই নভেম্বর এই সংস্থা এশিয়া ইন্টারপ্রাইজের হাতে হস্তান্তরের সময় নির্ধারণ করেছিল। আরবিআই জানিয়েছিল, ৬মাস পর এই ব্যবসা হস্তান্তর করা হবে। সেই অনুযায়ী গত শুক্রবারেই ছিল সেই দিন। কিন্তু সেই সম্পদ হস্তান্তরের পরিবর্তে RCAP-র প্রশাসক অনিল আম্বানি সময়সীমা বাড়ানোর অনুরোধ করলেন RBI-এর কাছে। অনুরোধ করলেন ২৭শে মে পর্যন্ত এই সময়সীমা বাড়ানোর।
সূত্রের খবর, ২০২১ সালে অনিল ধীরুবাঈ আম্বানি গোষ্ঠীর সংস্থার পরিচালনা সংক্রান্ত এবং অর্থ প্রদানের ত্রুটির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। যে কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে রিলায়েন্স ক্যাপিটালের পুরানো বোর্ড খারিজ করা হয়েছিল। পরবর্তীতে এই সংস্থার প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছিল নাগেশ্বর রাওয়াই-কে। কোম্পানির প্রশাসক হওয়ার পর কোম্পানি অধিগ্রহণের জন্য দরপত্রের বিজ্ঞপ্তি দেন নাগেশ্বর রাও। সালটা ছিল ২০২২-এর ফেব্রুয়ারি মাস।
কিন্তু প্রত্যাশাস্বরূপ সেই সংস্থার দর হাঁকা হয়েছিল খুবই কম। ফলেই RBI-এর দ্বারা প্রথম চারজন আবেদনকারীর রেজোলিউশন প্ল্যান প্রত্যাখ্যান করা হয়। তারপরেই শুরু হয় এক চ্যালেঞ্জ প্রক্রিয়া। নিলামে ওঠে কোম্পানি। যে সংস্থা কেনার জন্য এই নিলামে অংশ নেয় দুই সংস্থা একটি ইন্ডাসইন্ড ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেড এবং অপরটি টরেন্ট ইনভেস্টমেন্ট। আর সেই দুই সংস্থার মধ্যে নিলামে রিলায়েন্স ক্যাপিটাল কেনার জন্য সর্বোচ্চ দর হাঁকে হিন্দুজা গোষ্ঠীর আইআইএইচএল।
নিলামে হিন্দুজা গোষ্ঠী বাজিমাত করলে ২০২৪ সালের ২৭শে ফেব্রুয়ারি রিলায়েন্স ক্যাপিটালের (Reliance Capital) জন্য ৯,৬৫০ কোটি টাকা রেজোলিউশন প্ল্যান অফার করে। যা ন্যাশনাল কোম্পানির ট্রাইব্যুনালের মুম্বাই শাখার পক্ষ থেকে হিন্দুজা গোষ্ঠীর IIHL এই অফার করে। শুধু অফার নয়, সেই সময় থেকে ট্রাইব্যুনাল এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৯০ দিনের সময় দেয়। যে সময় শেষ হবে ২৭শে মে।