Train Ticket Checking: রাতের ট্রেনের টিকিট চেকিং নিয়ে রেলের বড় সিদ্ধান্ত! এবার শান্তি মিলবে যাত্রীদের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Railways has taken a big decision about night train ticket checking to give peace to the passengers: দেশের পরিবহন মাধ্যমগুলির মধ্যে অন্যতম মাধ্যম হলো রেল পরিবহন। যে মাধ্যমের উপর ভরসা করে থাকে দেশের লাখো লাখো যাত্রীরা। কারণ এটি দেশের অন্যতম মাধ্যম। যে মাধ্যমে যাতায়াত করার খরচ মূল্য যেমন কম এবং ভ্রমণও আরামদায়ক। ফলেই যাত্রীদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষ তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সাম্প্রতিক রেল যাত্রীদের সুবিধার্থে এক নয়া খবর ঘোষণা করল রেল কর্তৃপক্ষ। মূলত টিকিট চেকিংয়ে নয়া নিয়ম (Train Ticket Checking) আনল ভারতীয় রেল। কী নিয়ম আনল? এই নিয়মে যাত্রীদের কী সুবিধা রয়েছে?

Advertisements

মূলত টিকিট চেকিং নিয়ে নয়া নিয়ম (Train Ticket Checking) ঘোষণা করল রেল দপ্তর। প্রসঙ্গত প্রতি ট্রেনেই টিটিই দ্বারা যাত্রীদের টিকিট চেকিং করা হয়। এর জন্য রেল দপ্তর তরফে আলাদা কর্মচারী নিয়োগ করা হয়। তারাই ট্রেনের প্রতি বগিতে উঠে যাত্রীদের টিকিট, পরিচয় পত্র সমস্ত কিছু ঠিক আছে কিনা তা চেক করে। আর এই টিকিট পরীক্ষা করা নিয়েই নয়া নিয়ম জানালো রেল।

Advertisements

সম্প্রতি রেল দপ্তর তরফে জানানো হয়েছে, দূরপাল্লার ট্রেনের টিকিট চেকিংয়ের নয়া নিয়ম সম্পর্কে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এবার থেকে দূরপাল্লার ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের রাত ১০টার পরে আর কোনো টিকিট চেকিং হবে না। সকালে ভোর ৬টার পর থেকে টিটিই আবার টিকিট চেকিং করতে আসবে। মূলত যেসব ট্রেনগুলি রাত ১০টার পর যাত্রা শুরু করবে সেই ট্রেনগুলিতেই টিটিই পরের দিন সকালে টিকিট পরীক্ষা করবে।

Advertisements

আরও পড়ুন ? Without Train Ticket Penalty: ৪ ডিভিশনের সেরা হাওড়া, জোর টক্কর আসানসোলের! সামনে এলো পূর্ব রেলের তাক লাগানো খবর

লোকাল ট্রেন হোক বা প্যাসেঞ্জার ট্রেন প্রতি ট্রেনেই ভ্রমণ করার বেশ কিছু নিয়ম ধার্য করা রয়েছে যাত্রীদের জন্য। যে নিয়ম না মানলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। সেই নিয়মের মধ্যে অন্যতম একটি নিয়ম হলো রেলের টিকিট চেকিং। যে টিকিট না থাকলে রেল যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় অথবা বড় অ্যামাউন্টের ফাইন দিতে হয়। যেহেতু রাত ১০টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত রেল যাত্রীদের ঘুমানোর সময় তাই এই সময় যাত্রীদের যাতে বিরক্তিতে না পড়তে হয় তার জন্যই এই নয়া-নিয়ম রেল কর্তৃপক্ষের।

শুধু তাই না, রেল তরফে আরো একাধিক নিয়ম রয়েছে। যা ওই নিয়মের (Train Ticket Checking) পাশাপাশি যাত্রীদের মেনে চলতে হবে। যেমন রাত ১০টা থেকে যেহেতু ঘুমানোর টাইম ওই সময় যাত্রীরা ট্রেনের মিডল বার্থ খুলে রাখতে পারবেন। তবে ভোর ৬টার পর তা খুলে রাখা যাবে না। পাশাপাশি রাত ১০টার পর থেকে উচ্চস্বরে কোনো মিউজিক, গান বাজানো যাবে না।

Advertisements