Gold Loan New Rules Effect: গোল্ড লোনের নতুন নিয়মে আমজনতার কতটা লাভ বা ক্ষতি! দেখে নিন হিসেব-নিকেশ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্ক লোন, ক্যাশ লোন, পার্সোনাল লোন, হোম লোন, কার লোন ইত্যাদির মতো রয়েছে গোল্ড লোন (Gold Loan)। অনেকেই রয়েছেন যারা অসময়ে বিভিন্ন সংস্থায় সোনা বন্ধক বা জমা রেখে নগদ টাকা পেয়ে থাকেন। যে নগদ টাকা তাদের লোন হিসাবে দেওয়া হয়। এর উপর নির্দিষ্ট সুদের ভিত্তিতে পুনরায় টাকা শোধ করে ওই গ্রাহক সোনা ফেরত পেয়ে থাকেন।

Advertisements

গোল্ড লোনের ক্ষেত্রে নন-ব্যাঙ্কিং ফিনান্স কর্পোরেশন সংস্থাগুলি গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়। কেননা এই সকল সংস্থার শাখায় গিয়ে খুব সহজেই গ্রাহকরা সোনা জমা দিয়ে নগদ টাকা লোন হিসাবে পেয়ে থাকেন। তবে এবার এই ধরনের লোনের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নির্দেশিকা (Gold Loan New Rules) জারি করেছে। যে নির্দেশিকায় গোল্ড লোন দেওয়ার ক্ষেত্রে কিছু উর্ধ্বসীমা মেনে চলার কথা বলা হয়েছে।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নির্দেশিকায় বলা হয়েছে, সোনা জমা রাখার পরিপ্রেক্ষিতে গ্রাহকদের ২০ হাজার টাকার বেশি ঋণ দেওয়া যাবে না। এর পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, এই ধরনের লোন দেওয়ার ক্ষেত্রে সংস্থাগুলিকে আয়কর আইনের ধারা 269SS অনুসরণ করতে হবে। মূলত সংস্থাগুলির তরফ থেকে গোল্ড লোনের ক্ষেত্রে প্রসেসিং ফিয়ের উপর ছাড় দেওয়া হয় আর সেই কারণে গ্রাহকদের কাছে এই ধরনের লোন খুব জনপ্রিয়।

Advertisements

আরও পড়ুন ? Home loan: ৩০ লক্ষ টাকা হোম লোন নিলে ১৫ বছরে কত করে EMI নেবে ICICI! রইল হিসেব-নিকেশ

তবে এমন লোন জনপ্রিয় হলেও এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সেই নিয়ম অনুযায়ী ২০ হাজার টাকার বেশি লোন দেওয়া যাবে না। গোল্ড লোন নিয়ে একাধিক ত্রুটির কারণে গত কয়েক সপ্তাহ ধরেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আশঙ্কায় ছিল। আর সেই সকল আশঙ্কা থেকেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শেষমেষ এমন নির্দেশিকা জারি করেছে নন ব্যাংকিং ফিনান্স কর্পোরেশন সংস্থাগুলির উপর।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা এই নির্দেশিকার ফলে গোল্ড লোনের প্রক্রিয়ায় অনেক স্বচ্ছতা আসবে, তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে এই ধরনের লোন প্রদানকারী সংস্থার পাশাপাশি বিশেষজ্ঞদের বড় অংশ মনে করছেন, সমস্যায় পড়বেন গ্রামীণ মানুষেরা। কারণ তারা এবার এই নিয়ম অনুযায়ী ২০ হাজার টাকার বেশি লোন পাবেন না।

Advertisements