PM-WANI project will provide free Wi-Fi in all parts of the country: চলছে লোকসভা নির্বাচন। ৭ দফায় সংগঠিত হবে এই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই চলছে পঞ্চম দফার নির্বাচনী কর্মকান্ড। কোমর বেঁধে দিনরাত এক করে প্রচার পর্ব সারছেন নিজ নিজ দলের প্রার্থী। এই আবহে জনসাধারণকে লাভবান করতে ভারত সরকার তরফে চালু করা হলো এক নয়া প্রকল্প। যে প্রকল্পের নাম প্রধানমন্ত্রী ওয়াই-ফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস (PM-WANI)। যে প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে দেশের যেকোন স্থানে ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন দেশের জনসাধারণ। এই প্রকল্পের সুবিধা কি? কিভাবেই বা এই ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন নাগরিকরা। রইল খুঁটিনাটি তথ্য।
দেশের উন্নয়ন তথা জনসাধারণের সুবিধার্থে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে ভারত সরকার। সর্বসাধারণের কথা মাথায় রেখে ভারত সরকার আনছে একের পর এক প্রকল্প। তার মধ্যেই দেশের নাগরিকদের লাভবান করতে চালু করা হলো প্রধানমন্ত্রী ওয়াই-ফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস (PM-WANI)। যে প্রকল্পের লক্ষ্য হলো ডিজিটাল ইন্ডিয়া মিশনের অগ্রগতি এবং বিনামূল্যে দেশের নাগরিকদের ইন্টারনেট প্রদান করা।
কোথায় কোথায় এই ওয়াই-ফাই নেটওয়ার্কের সুবিধা পাওয়া যাবে? সূত্রের খবর এই প্রকল্প অধীনস্থ বিনামূল্যে ওয়াই-ফাই-এর সুবিধা মিলবে সর্বজনীন স্থানে। যেমন হাসপাতাল, মেট্রো স্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান, বাস স্ট্যান্ড, রেলস্টেশন, সরকারি অফিস, পার্ক ইত্যাদি পাবলিক প্লেসগুলিতে। ফ্রি ওয়াই-ফাই মানে এই নয় যে ইন্টারনেটের স্পিড কম থাকবে। উচ্চগতিতে মিলবে বিনামূল্যে ওয়াই-ফাই নেটওয়ার্কের সুবিধা। ভিডিও স্ট্রিমিং থেকে শুরু করে ওয়েব ব্রাউজিং সমস্ত কাজই দ্রুতগতিতে করা যাবে। পাশাপাশি ডেটাও সুরক্ষিত থাকবে।
কিভাবে ব্যবহার করতে হবে? ফ্রি ওয়াই-ফাই অ্যাক্সেস করতে গেলে প্রথমে স্মার্ট ফোন বা ল্যাপটপের ওয়াই-ফাই সেটিংস ওপেন করতে হবে। তারপর সেখানে গিয়ে ‘PM-WANI’ নামক ওয়াই-ফাই নির্বাচন করতে হবে। নির্বাচন করার সাথে সাথে ফোনে আসা ওটিপি সেই স্থানে লিখে অনুমতি দিলেই স্মার্ট ফোন বা ল্যাপটপে ফ্রি ওয়াই-ফাই চালু হয়ে যাবে। যা আপনি নিজের মতো ব্যবহার করতে পারবেন।
প্রসঙ্গত, সব নেটওয়ার্কের ইন্টারনেট স্পিড সব জায়গায় সমান থাকে না। যার ফলে দেশের নাগরিকদের সেইসব স্থানে নিজেদের ইন্টারনেট দিয়ে কাজ করতে অসুবিধা হয়। সেই অসুবিধা দূর করতেই এই প্রকল্পের (PM-WANI) মাধ্যমে শিক্ষা, কর্মস্থান সমস্ত পাবলিক প্লেসে ফ্রি ওয়াই-ফাই দিয়ে সহায়তা করতে চাইছে কেন্দ্র সরকার। তবে এই ফ্রি ওয়াই-ফাইয়ের প্রকল্প সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে https://pmwani.gov.in/ এই ওয়েবসাইট থেকে জানতে পারেন। অথবা 1800-266-6666 এই নম্বরে কল করেও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।