Do this little thing to keep Safe electronic devices even if lightning strikes: শুরু থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। গোটা এপ্রিল মাস জুড়ে গরমের দাপট একটুও কমেনি। প্রতিটা মানুষ যেন অধীর আগ্রহে দিন গুণ ছিল বৃষ্টির অপেক্ষায়। অবশেষে দেখা মিলেছে বৃষ্টির। খুব স্বাভাবিকভাবেই অনেকটা স্বস্তি পেয়েছেন রাজ্যবাসী। মে মাস থেকে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে তাপমাত্রার প্রকোপ কিছুটা হলেও নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব হয়েছে। কিন্তু সমস্যা হল, এই বৃষ্টির সাথেই এসেছে বজ্রবিদ্যুতও।
বজ্র-বিদ্যুতই হল সমস্যার মূল কারণ। বাজের আওয়াজে আমরা অনেকেই ভয় পাই আচমকা আওয়াজ হয় বলেই যে শুধু ভয় পাই তা কিন্তু নয়, ভয় পাবার যথেষ্ট কারণ রয়েছে। বাজের প্রভাবে একাধিক ক্ষয়ক্ষতি হতে পারে। বিভিন্ন ইলেকট্রনিক গেজেট বাজের প্রভাবে নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া জীবন হানির আশংকা তো রয়েছেই। ক্ষতির হাত থেকে বাঁচতে সকলকে যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেয় আবহাওয়া দপ্তর। কিন্তু বাড়ির ইলেকট্রনিক্স গুলিকে (Electronic Devices) রক্ষা করবেন কিভাবে?
বাড়ির ইলেকট্রনিক্স গেজেটগুলিকে (Electronic Devices) বজ্রবিদ্যুতের হাত থেকে রক্ষা করার জন্য কিছু পন্থা অবলম্বন করা যায়। যেমন সবার প্রথমে বৈদ্যুতিন যন্ত্র গুলিকে বিদ্যুৎ সংযোগ মুক্ত করতে হবে। আমরা সবাই জানি শব্দের চেয়ে আলোর গতিবেগ বেশি। তাই যতক্ষণে আমরা বাজের আওয়াজ শুনবো, তার অনেক আগেই বিদ্যুৎ যা ক্ষতি করার করে ফেলেছে। তাই বাজ পড়ার অপেক্ষা করা যাবে না। আকাশে ঘন কালো মেঘ দেখলেই, সবার আগে প্রত্যেকটি ইলেকট্রনিক্স জিনিসের থেকে বিদ্যুৎ সংযোগটি কেটে দিন। আর্তিন থাকলেও এই সমস্যার মুখোমুখি হতে পারেন আপনারা। তাই বিদ্যুৎ সংযোগ যে বিচ্ছিন্ন করা হয়েছে এই ব্যাপারে নিশ্চিত হওয়াটা প্রয়োজন।
আরও পড়ুন ? Lalbazar Instructions: চোখরাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল! তড়িঘড়ি ৪ দফা নির্দেশিকা জারি লালবাজারের
বজ্রপাতের সময় মোবাইল চার্জে দিতে যাবেন না। মোবাইল এমনিতেই বজ্রবিদ্যুতকে আকর্ষণ করে, ফল মোবাইল চার্জে দিলে আরো বড় বিপদের আশঙ্কা ঘটতে পারে। এছাড়া চার্জার, আয়রন ইত্যাদি বৈদ্যুতিন যন্ত্র গুলিকে যতটা সম্ভব কম ব্যবহার করা যায় ততই ভালো। যদি একান্তই ল্যাপটপ ব্যবহার করার প্রয়োজন পড়ে, তবে তা বিদ্যুৎ সংযোগ থেকে দূরে সরিয়ে ব্যাটারীতে চালাতে হবে। বজ্রপাতের সময় ওয়াইফাই ব্যবহার করা থেকেও বিরত থাকুন। নাহলে আপনার রাউটারটি প্রচন্ড রকম ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইদানিং বাজ পড়ার প্রবণতা এবং তা থেকে হাওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। অল্প বৃষ্টিতেও বাজ পড়ে, অনেক সময় তো শুধু মেঘ করা অবস্থাতেও বাজ পরতে দেখা যায়। তাই নিজের ঘরের ইলেকট্রনিক্স জিনিসগুলিকে (Electronic Devices) সুরক্ষিত রাখতে সচেতনতা অবলম্বন করুন। সচেতনতা অবলম্বন করলে শুধু আপনার বাড়ির ইলেকট্রিক গ্যাজেটসগুলি নয়, সুরক্ষিত থাকবেন আপনি নিজেও।