Ration: চাল, গম অতীত! এবার বিনামূল্যে মিলবে ৯টি সামগ্রী, রেশনে খাবারের তালিকায় বড় চমক

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন (Ration) ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা করে দেয়। যে ঘোষণায় কেন্দ্র সরকার জানায়, বিনামূল্যে রেশনে খাদ্য সামগ্রী প্রদান এখনই শেষ হয়ে যাচ্ছে না। দেশের মানুষেরা আরও পাঁচ বছর এই সুবিধা পাবেন। রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার প্রচলন প্রথম শুরু হয় করোনাকালে।

Advertisements

রেশনে বিনামূল্যে যে সকল খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে তার মধ্যে রয়েছে চাল, আটা অথবা গম। বিনামূল্যে এই সকল খাদ্য সামগ্রী নিতে অভ্যস্ত দেশের মানুষেরা। এর থেকে বেশি আর কিছু আশাও করেন না উপভোক্তারা। কিন্তু এবার রেশনে বিনামূল্যে দেওয়া খাদ্য সামগ্রীর নতুন যে তালিকা পাওয়া যাচ্ছে তাতে আশা প্রত্যাশা অনেকটাই বেড়ে যাবে।

Advertisements

কেননা এবার সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থা চাল, আটা অথবা গমের পাশাপাশি দেওয়া হচ্ছে আরও বেশ কিছু সামগ্রী। সব মিলিয়ে সংখ্যাটা ৯। আর এই তালিকা রীতিমত চমকে দেওয়ার। কেননা এই তালিকায় জায়গা পেয়েছে চাল, গম, আটার পাশাপাশি চিনি, তেল, ডাল ইত্যাদির মত অন্ততপক্ষে ৯টি সামগ্রী। তবে দুর্ভাগ্যের বিষয় এই সকল সামগ্রী রেশন ব্যবস্থার মধ্য দিয়ে হাতে পাওয়ার সুযোগ পাবেন না পশ্চিমবঙ্গের মানুষেরা।

Advertisements

আরও পড়ুন ? Jio Recharge: ৪০০ টাকার কমে জিওর ধামাকা প্ল্যান! ৬ জিবি ডেটা ফ্রি, সঙ্গে ১৩ ওটিটি প্ল্যাটফর্ম

শুধু পশ্চিমবঙ্গ নয়, পাশাপাশি অন্যান্য রাজ্যের মানুষেরাও সুযোগ পাচ্ছেন না রেশনে এমন ধরনের সব খাদ্য সামগ্রী পাওয়ার। কেননা সরকারের তরফ থেকে এই সুযোগ দেওয়া হচ্ছে কেবলমাত্র রাজস্থানে। জানা যাচ্ছে, রাজস্থানের সরকার গত কয়েক মাস ধরেই সেখানকার বাসিন্দাদের রেশন ব্যবস্থার মাধ্যমে এই সকল খাদ্য সামগ্রী হাতে তুলে দিচ্ছে। যদিও এই সুবিধা যাওয়া হচ্ছে কেবলমাত্র প্রান্তিক ও একেবারেই গরিব মানুষদের।

চাল, গম বা আটা ইত্যাদির পাশাপাশি এই সকল খাদ্য সামগ্রী পাওয়ার জন্য যে সকল শর্ত রাখা হয়েছে তা হল, উপভোক্তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, উপভোক্তার চাষযোগ্য জমি থাকলে হবেনা। মূলত সরকারের তরফ থেকে সেই সকল মানুষদেরই বেছে নেওয়া হচ্ছে যাদের আর্থিক অবস্থা অনেকটাই খারাপ। সরকারের তরফ থেকে সেই সকল মানুষদেরই বেছে বেছে এমন সব খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে রেশন ব্যবস্থায়।

Advertisements