Lalbazar Instructions: চোখরাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল! তড়িঘড়ি ৪ দফা নির্দেশিকা জারি লালবাজারের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি নিম্নচাপ (Depression) তৈরি হওয়ার প্রবণতা দেখা দিয়েছে এবং সেই ঘূর্ণিঝড় (Cyclone) নিম্নচাপে পরিণত হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। যদি ওই ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার নাম হবে রেমাল। আর এই আশঙ্কা থেকেই তড়িঘড়ি ৪ দফা নির্দেশিকা জারি করল লালবাজার (Lalbazar Instructions)।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে যা অনুমান করা হচ্ছে তাতে আগামী ২৪ মে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এখনো পর্যন্ত হাওয়া অফিসের তরফ থেকে ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা নিশ্চিত ভাবে জানানো হয়নি। তবে ঘূর্ণিঝড়ের ভবিষ্যৎ যাই হোক না কেন, প্রকৃতির চোখ রাঙানি দেখে আগাম সর্তকতা অবলম্বন করতে দেখা গেল লালবাজারকে।

Advertisements

১) লালবাজারের তরফ থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে কোথাও কোনো রকম গাছ পড়ে রয়েছে কিনা সেই বিষয়ে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে গাছ পড়ে থাকার কারণে কোথাও যেন কোনরকম সমস্যা তৈরি না হয়।

Advertisements

২) এর পাশাপাশি বিপুল পরিমাণে বৃষ্টি হলে কোন কোন রাস্তা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টিকেও ট্রাফিক গার্ডদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে আগাম ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

৩) এছাড়াও কোন কোন এলাকায় গাছের ডাল কাটার প্রয়োজন রয়েছে সেই বিষয়টি সম্পর্কেও জানাতে বলার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে।

আরও পড়ুন ? Cyclone Latest Update: জোড়া ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! কবে থেকে কাঁপবে দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

৪) প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টির কথা মাথায় রেখে লালবাজারের তরফ থেকে ট্রাফিক গার্ডদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে তারা খোঁজ রাখেন, কোন এলাকায় বাতিস্তম্ভ থেকে বিদ্যুতের তার খোলা অবস্থায় রয়েছে।

লালবাজারে তরফ থেকে মূলত এই সকল নির্দেশ দেওয়ার পরিপ্রেক্ষিতে পুরো এলাকার সম্পর্কে একটি ব্লু প্রিন্ট তৈরি করে নিতে চাইছে। সেই মতো তারা পৌরসভা অথবা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে কোথাও যেন কোন রকম অসুবিধা না হয় তার ব্যবস্থা করা।

Advertisements