Luggage Rule of Indian Railway: রাতের ট্রেনে লাগেজ নিয়ে চিন্তার দিন শেষ! রেলের এই নিয়ম জানলে নিশ্চিন্তে ঘুমাবেন

Antara Nag

Published on:

Advertisements

If you know this rule of Indian Railway, you can sleep safely with luggage on the night train: দেশের পরিবহন মাধ্যমগুলির মধ্যে অত্যন্ত আরামদায়ক এবং সাশ্রয়ী মূল্যের পরিবহন হলো রেল পরিবহন। কিন্তু এই রেল পরিবহন আরামদায়ক হলেও রাতের ট্রেন সফরে কিছু যাত্রীদের কাছে তা আরামদায়ক হয় না। কারণ তাদের মাথায় চিন্তা থাকে লাগেজ চুরি যাওয়ার। ফলেই ট্রেনে ঘুমোতে পারে না যাত্রীরা। কিন্তু সেই লাগেজ চুরি যাওয়ার চিন্তার দিন শেষ। রেল তরফে লাগেজ (Luggage Rule of Indian Railway) পাহারা দেওয়ার জন্য রয়েছে বিশেষ কিছু নিয়ম। যার জন্য নিযুক্ত রয়েছে রেল কর্মী। কি সেই নিয়ম? রেল কর্মী নিয়ম না মানলেই বা কি করবেন আপনি? জেনে নিন….

Advertisements

প্রসঙ্গত, ভারতবর্ষে নিত্যদিন ছুটে চলেছে সবমিলিয়ে মোট ১০ হাজারের বেশি ট্রেন। যার মধ্যে ২,১২২টি ট্রেন রয়েছে প্রিমিয়াম এবং এক্সপ্রেস। ফলে প্রিমিয়াম এবং এসি ক্লাসের ট্রেনগুলিতে রাতে ভ্রমণ করলে লাগেজ নিয়ে চিন্তা করতে হয় না। কারণ এই ক্লাসের কোচগুলিতে যেহেতু যাত্রী ওঠানামা কম হয় কোচগুলির দরজা খুব একটা খোলা-বন্ধ হয় না। কিন্তু অপরদিকে চিন্তা করতে হয় স্লিপার ক্লাসে সফরের সময়। কারণ ওই ক্লাসেই যাত্রী সংখ্যার ওঠা-নামা বেশি। ফলে গেট সব সময় খোলা ও বন্ধ হয়। তাই যাত্রীরা ভয়ে থাকেন যদি কোনো বাইরের ব্যক্তি কোনো স্টেশন থেকে কোচে উঠে লাগেজ নিয়ে নেমে পড়ে তাহলে তারা সমস্যায় পড়বে। তাই স্লিপার ক্লাসের যাত্রীদের লাগেজ (Luggage Rule of Indian Railway) নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। দরকার নেই দুশ্চিন্তা করার। এর জন্য রয়েছে বিশেষ কিছু নিয়ম। যার ফলে নিশ্চিন্তে ঘুমাতে পারেন রাতে ট্রেন সফর যাত্রীরা। আসুন সেই নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।

Advertisements

মূলত রাতের ট্রেন সফরে যাত্রীদের লাগেজ (Luggage Rule of Indian Railway) পাহারা দেওয়ার জন্য রেল তরফে রাখা হয়েছে চৌকিদার। যার দায়িত্ব পালন করে টিটিই।.রেলের নিয়ম অনুযায়ী স্টেশনে ট্রেন ঢোকার পর কামরার গেট খোলার দায়িত্ব TTE-র। তবে এই গেট খোলার বিষয়ে রয়েছে নিয়ম। কামরার প্রতিটা গেটই খোলা যায় না। স্টেশন যেদিকে থাকে সেই দিকের গেটই খোলার নিয়ম রয়েছে রেলের। অপরদিকের গেট বন্ধ রাখতে হবে। যাতে অপর প্রান্ত থেকে কোনো ব্যক্তি কামরায় উঠে কোনো কিছু চুরি না করে নিয়ে যেতে পারে।

Advertisements

আরও পড়ুন ? Indian Railways Braille Navigation System: বসলো বিরাট প্রযুক্তি, এবার হাওড়া-শিয়ালদা রেল স্টেশনে যাত্রীরা পাবেন বড় সুবিধা

পাশাপাশি স্টেশন থেকে ট্রেন ছাড়লে কামরার গেট বন্ধ করার দায়িত্বও থাকে টিটিইর।.প্রতি কামরার গেট বন্ধ করার সময় TTE-দের লক্ষ্য রাখতে হয় কোনো গেটের সামনে কোনো যাত্রী ঝুলে আছে কিনা বা পাদানিতে বসে আছে কিনা। যদি থাকে তাদের নিজের সিটে পাঠিয়ে গেট বন্ধ করতে হয় টিটিইদের। ফলস্বরূপ এই দায়িত্ব যেহেতু টিটিইদের থাকে তাই যাত্রীরা নিশ্চিন্তে আরামদায়ক ট্রে সফর করতে পারেন। তবে এক্ষেত্রে টিটিইদের যদি ভুল ত্রুটি দেখতে পান তাহলে কি করবেন?

ট্রেন সফর সম্পর্কিত এই নিয়ম যদি TTE না মানেন বা ট্রেন সফর বিষয়ে যদি কোনো তথ্য যাত্রীদের না প্রকাশ করে তাহলে টিটিইদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন যাত্রীরা। তার জন্য ১৩৯-এ অভিযোগ জানানো যেতে পারে। অথবা 9717680982 এই নম্বরে এসএমএসের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। এছাড়াও কেউ অনলাইনে @RailMinIndia ট্রেন সফর পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানিয়ে তা ‘X’ হ্যান্ডেলে শেয়ার করতে পারেন।

Advertisements