নিজস্ব প্রতিবেদন : ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) সংক্রান্ত মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট ফের একবার রাজ্য সরকারকে ধাক্কা দিল। এদিন কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে সেই রায় অনুযায়ী প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল (OBC Certificate Cancel) হতে চলেছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং রাজা শেখর মান্থারের ডিভিশন বেঞ্চ এদিন এই রায় দেয় আর তার পরিপ্রেক্ষিতেই প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট অবৈধ বলে ঘোষিত হলো।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এমন রায় দেওয়ার পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট ১৯৯৩ অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে। অনেকেই রয়েছেন যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরির পাশাপাশি বিভিন্ন ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন। এক্ষেত্রে এই তালিকায় যারা রয়েছেন তারা সমস্যায় পড়বেন।
তবে প্রশ্ন হলো, কেন কলকাতা হাইকোর্টের তরফ থেকে হঠাৎ করে এমন রায় দেওয়া হল? এমন রায় দেওয়ার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, যে সকল ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সকল ওবিসি সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে পুরোপুরিভাবে নিয়ম মানা হয়নি। সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ থাকার কারণে এই রায়ের পর প্রশ্ন উঠছে, যারা ওবিসি সার্টিফিকেটের উপর ভিত্তি করে চাকরি পেয়েছেন তাদের কি হবে?
আরও পড়ুন ? Post office new rules: বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসে টাকা জমা-তোলা! নতুন নিয়মে এই জিনিসটি লাগবেই
এই বিষয়ে অবশ্য কলকাতা হাইকোর্ট জানিয়েছে, যারা ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি পেয়েছেন অথবা চাকরির প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে কোন সেই ভাবে প্রভাব পড়বে না। অন্যদিকে নতুন করে যে তালিকা তৈরি করা হবে সেই তালিকা বিধানসভায় পেশ করা হবে সেখান থেকে অনুমোদনের ভিত্তিতে নতুন ওবিসি তালিকা রাজ্য হবে। মূলত ওবিসি সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে পুরোপুরিভাবে নিয়ম না মানার কারণেই আজ এই সমস্যা তৈরি হয়েছে।
এখন প্রশ্ন হল, যেখানে প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় দেওয়া হয়েছে সেই জায়গায় যদি আপনার ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে সেটি বৈধ না অবৈধ হিসাবে বিবেচিত হবে? আপনি কিভাবে বুঝবেন? আলাদা করে বোঝার কিছু নেই, তবে কলকাতা হাইকোর্টের রায়ই পরিষ্কার করে দিয়েছে কাদের কাদের ওবিসি সার্টিফিকেট অবৈধ হিসাবে গণ্য হবে। ২০১০ সালের আগে পর্যন্ত যাদের ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে, তাদের ওবিসি সার্টিফিকেট বৈধ। অন্যদিকে ২০১০ সালের পর থেকে যাদের ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে তাদের ওবিসি সার্টিফিকেট অবৈধ হিসাবে বিবেচিত হবে।