নিজস্ব প্রতিবেদন : বিগত বছরগুলির দিকে তাকালে দেখা যাবে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার পর স্ক্রুটিনি এবং রিভিউ (Madhyamik Scrutiny and Review Result) প্রক্রিয়া চলাকালীন ফলাফলের ক্ষেত্রে নানান বদল এসেছে। আর এই সকল অভিজ্ঞতা থেকেই মনে করা হচ্ছে, এবারও এই ধরনের বেশ কিছু বদল হয়তো দেখতে পাবেন রাজ্যের পরীক্ষার্থীরা।
স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফলাফল প্রকাশ করার পর অনেক ক্ষেত্রেই পরীক্ষার্থীদের নম্বর বাড়তে দেখা যায়। এমনকি কোন কোন ক্ষেত্রে নম্বরে এতটাই ফারাক তৈরি হয় যে মেধা তালিকাতেও বদল আসে। যে কারণে যে সকল পরীক্ষার্থীরা স্ক্রুটিনি অথবা রিভিউ করে থাকেন তারা নতুন করে ফলাফলের অপেক্ষায় বসে থাকে। সেই অপেক্ষা এবার শেষ হতে চলেছে।
স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফলাফল প্রকাশ নিয়ে গত ২১ মে মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলতি মাসেই যে সকল পরীক্ষার্থীরা ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন করেছে তারা তাদের ফলাফল জানতে পারবে। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ মে থেকে ৩০ মের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। অনলাইনে প্রকাশ করা হবে ফলাফল।
আরও পড়ুন ? GST On Petroleum Product: আর বেশি দাম নয়, এবার জলের দরে মিলবে পেট্রোল-ডিজেল! সামনে এলো বড় পরিকল্পনা
চলতি বছর ২ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল। মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার ২১ দিনের মাথায় নতুন করে স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল আপলোড করার কাজ শুরু করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের এমন তৎপরতার ফলে আর দীর্ঘদিন মাধ্যমিক পরীক্ষায় স্ক্রুটিনি ও রিভিউ করা পড়ুয়াদের অপেক্ষা করে বসে থাকতে হবে না।
চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর দেখা যায়, ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল। প্রথম ১০ অর্থাৎ মেধা তালিকায় জায়গা করেছিল ৫৭ জন। এবার মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল সামনে আসার পর দেখার বিষয় এই মেধা তালিকায় আর কোন পড়ুয়া প্রবেশ করে কিনা এবং মেধাতালিকায় কোন অদল বদল আসে কি না। কেননা দিন কয়েক আগেই উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে বদল দেখা গিয়েছে।