নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে ভারতীয় রেলের (Indian Railways) উপর। যে কারণে ভারতীয় রেলকে গণপরিবহনের লাইফ লাইন বলা হয়ে থাকে। তবে গণপরিবহনের এই লাইফ লাইনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রযুক্তির উন্নয়ন থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ ইত্যাদির কাজ চালাতে হয়।
প্রযুক্তিগত উন্নয়ন থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ ইত্যাদির জন্য রেলের বিভিন্ন ডিভিশনে বিভিন্ন সময় ট্রাফিক ব্লকের (Indian Railways Traffic Block) সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। ট্রাফিক ব্লক করার মানেই হলো বিভিন্ন ট্রেন বাতিল হওয়া। ঠিক সেই রকমই এবার হাওড়া ডিভিশনে (Howrah Division) এক মাস ধরে ১৫ দিন ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এই ট্রাফিক ব্লকের কারণে স্বাভাবিকভাবেই একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
রেলের তরফ থেকে আজিমগঞ্জ-কাটোয়া সেকশনের খাগড়াঘাট এবং কর্ণসুবর্ণ রেলস্টেশনের মাঝে ডাউন লাইনে স্লিপার এবং ব্যালস্ট প্যাকিং সহ অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজের জন্য পূর্ব রেলের তরফ থেকে এই সেকশনে ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রক্ষণাবেক্ষণের কাজের পর ট্রেনের গতি থেকে শুরু করে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো এবং যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা অনেক সুরক্ষিত হবে।
রেলের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই ট্রাফিক ব্লক শুরু হচ্ছে ২৫ মে অর্থাৎ শনিবার থেকে এবং তা চলবে জুন মাসের ২৬ তারিখ পর্যন্ত। তবে প্রত্যেকদিন ট্রাফিক ব্লক থাকবে না। রেলের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে, ২৫ মে থেকে ২৬ জুন পর্যন্ত বেছে বেছে ১৫ দিন ২৪০ মিনিট ট্রাফিক ব্লক করা হবে। সমস্যা এড়াতে তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন দিন ট্রাফিক ব্লক থাকবে?
রেলের তরফ থেকে যে সকল দিনগুলিতে ট্রাফিক ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে মে মাসের ২৫, ২৭ ও ২৯ তারিখ। অন্যদিকে জুন মাসের ১, ৩, ৫, ৮, ১০, ১২, ১৫, ১৭, ১৯, ২২, ২৪ ও ২৬ তারিখ ট্রাফিক ব্লক নেওয়া হবে। এই ট্রাফিক ব্লকের কারণে যাত্রীদের সাময়িক সমস্যা হবে এবং সেই সাময়িক সমস্যার কথা মাথায় রেখে রেলের তরফ থেকে ইতিমধ্যেই সহযোগিতা করার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি রেলের এই রক্ষণাবেক্ষণের কাজের পর যাত্রীদের অনেকটাই উপকার হবে তা নিয়েও রেলের তরফ থেকে জানানো হয়েছে।