Spend your summer vacation in these 5 travel spots in North Bengal: চলছে গরমের ছুটি। অনেকেই এই সময় শহরের কোলাহল থেকে মুক্তি পেতে কিছুদিনের জন্য সমুদ্র কিংবা জঙ্গল ভ্রমণে বেরিয়ে পড়েন। এছাড়াও বর্তমানে অনেকেই ছুটে যান দার্জিলিঙে। দেশের ভ্রমণ স্থানগুলির মধ্যে অন্যতম স্থান দার্জিলিং। তবে অপরদিকে অনেকেরই দার্জিলিঙে ঘুরে ঘুরে একঘেয়েমি লেগে গিয়েছে। তাই তাদের সেই একঘেয়েমি দূর করতে নিরিবিলিতে সময় কাটানোর জন্য আজকের এই প্রবন্ধে ৫টি পাহাড়ি জায়গার (North Bengal Travel Spots) বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেখানে গেলে ফিরতে মন চাইবে না। সেখানকার প্রাকৃতিক দৃশ্য মন প্রাণ জুড়িয়ে দেবে। চলুন সেই ৫ জায়গা সম্পর্কে জেনে নেওয়া যাক।
লেপচাজগৎ
অসাধারণ পাহাড়ি জায়গাগুলির মধ্যে অন্যতম হলো লেপচাজগৎ (North Bengal Travel Spots)। যা দার্জিলিংয়ের খুব কাছেই অবস্থিত। এই জায়গাটি থেকে সূর্যোদয় দেখা স্বর্গের সমান। পাশাপাশি প্রাকৃতিক দৃশ্য যেকোনো পর্যটকদের আকর্ষণ করতে ওস্তাদ। কেউ যদি দার্জিলিং ঘুরতে যান তাহলে অবশ্যই সেখান থেকে ঘুম স্টেশন হয়ে লেপচাজগৎ ঘুরে আসতে পারেন।.দার্জিলিং থেকে ১৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেই পৌঁছে যাবেন এই অফবিট গন্তব্যে। যেখান থেকে দার্জিলিংয়ের রাত্রিবেলার দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে।
রামধুরা
পাহাড়ে ঘেরা আর এক অন্যতম ভ্রমণ স্থান রামধুরা। এটি এমন একটি স্থান যেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্গা পর্বতের উচ্চ চূড়া। রয়েছে চারিদিকে সারি সারি পাইনের মেলা। অত্যন্ত নিরিবিলি একটি স্থান এই রামধুরা। কেউ যদি নিউ জলপাইগুড়ি থেকে যেতে চান তাহলে ৮৬ কিলোমিটার অতিক্রম করে পৌঁছে যাবেন রামধুরায়। বাগডোগরা থেকে আবার রামধুরার দূরত্ব ৮৯ কিলোমিটার। তবে কালিম্পংয়ে ঘুরতে গেলে রামধুরা যেতে মিস করবেন না। ওখান থেকে ১৫ কিলোমিটার গেলেই রামধুরার দৃশ্য উপভোগ করে আসতে পারবেন।
সিটং
পাহাড়ের কোলে থাকা অন্যতম একটি ছোট্ট পাহাড় হল সিটং। যা কার্শিয়াং-এর কাছে অবস্থিত। যেখানকার প্রাকৃতিক দৃশ্য দেখলে মনে হবে যেন কোনো চিত্রকর তুলির টান দিয়ে নিখুঁতভাবে সেখানকার দৃশ্য ফুটিয়ে তুলেছেন। রয়েছে ইউক্যালিপটাসের ঘন জঙ্গল। যেখান থেকে উঁকি মারতে দেখা যায় সূর্যের রশ্মি। পাথরের গা বেয়ে বয়ে চলা স্বচ্ছ সাদা ঝরনার আওয়াজ সহ দৃশ্য মুগ্ধ করবে আপনাকে। রয়েছে প্রচুর কমলা লেবুর চাষ।
চটকপুর
সিটং-এর মতোই আরো একটি ছোট্ট পাহাড়ের পাশেই অবস্থিত চটকপুর গ্রাম। যে গ্রামে পৌঁছাতে গেলে যেতে হবে সরু জঙ্গলের পথ দিয়ে। ৭৪০০ ফিট উচ্চতা এই পাহাড়ি গ্রামের। এখানকার প্রাকৃতিক দৃশ্য যেমন মনমুগ্ধকর তেমনি থাকার জায়গা বেশ আরামদায়ক। এখানকার হোম স্টে থেকে বরফাবৃত কাঞ্চনজঙ্ঘার চূড়া এবং মেঘে ঢাকা পর্বতের দৃশ্য অসাধারণ।
জোড়পোখরি
কেউ যদি জঙ্গল ভালোবাসেন তাহলে ঘুরে আসতে পারেন জোড়পোখরি (North Bengal Travel Spots) থেকে। যেখানে গেলে পাহাড়ি দৃশ্য যেমন উপভোগ করতে পারবেন তেমনি মিলবে জঙ্গলের মনোরম দৃশ্য। অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এই জায়গার বিশেষত্ব হলো হ্রদ। অর্থাৎ জোর শব্দের অর্থ দুই এবং পোখরি শব্দের অর্থ হ্রদ। এখানকার দেখার মত জায়গা হল জোর সরোবর। দার্জিলিং-এর কাছাকাছি জায়গাতেই অবস্থিত এই ভ্রমণ স্থান।