In this part of the world, the garage of the private plane is like a car at home: বাড়ির সামনে গ্যারেজে গাড়ি রাখতে আমরা অনেককেই দেখে থাকি। কিন্তু বাড়ির সামনে যদি দাঁড়িয়ে থাকে আস্ত একটা প্লেন? বিশ্বাস হচ্ছে না তাই তো? কিন্তু এমন ঘটনা বাস্তবে ঘটেছে। শুধু ১ টি বাড়ি নয়, পুরো এলাকা জুড়ে প্রত্যেকটা বাড়িতে রয়েছে ১ টি বা তার বেশি বিমান (Private plane at home)। বাড়ির গ্যারেজ খুললে গাড়ির পাশাপাশি, দেখা যায় বিমানের সারি। কোনটা ছোট, কোনটা মাঝারি, তো কোনটা অনেক বড়। এলাকাবাসীরা প্রত্যেকে এই বিমানগুলি নিজেরাই চালাতে পারেন।
সম্প্রতি এমন একটি আকর্ষণীয় তথ্য সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ফেসবুক পেজে এমনই একটি ভিডিও শেয়ার করেছেন আমেরিকান প্রবাসী মহুয়া। “প্রবাসে ঘরকোনা” নামে একটি ফেসবুক পেজ চালান তিনি। মহুয়া মূলত তার ফেসবুক পেজে ডেইলি ভ্লগিংয়ের ভিডিও পোস্ট করেন। ভিডিওগুলি তার দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। এমন একটি ডেইলি ভ্লগিংয়ের ভিডিওতে তিনি শেয়ার করেছেন প্রাইভেট প্লেন (Private plane at home) যুক্ত এই বাড়িগুলির কথা।
জায়গাটির নাম ক্যান্টন পার্ক। ক্যালিফোর্নিয়াতে অবস্থিত এই এলাকার প্রত্যেকটা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ১ টি বা ২ টি প্লেন। কোনোটা ছোট ১ জন বসার মত, কোনটা মাঝারি সাইজের ২ জন বসার মত, আবার কোনটা অনেক বড় ৬ জন বসার মত প্লেন রয়েছে এই বাড়িগুলিতে (Private plane at home)। এলাকাবাসীরা নিজেরাই নিজেদের প্লেন চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। এখানকার রাস্তাঘাট অনেক চওড়া। প্লেনগুলিতে কোনরকম যান্ত্রিক গোলো যোগ দেখা দিলে নিজেরাই নিজেদের প্লেন সারিয়ে নিতে পারেন এলাকাবাসী।
আরও পড়ুন ? Homemade Thar: গাড়ি কেনার টাকা নেই! শখ পূরণে নিজেই বানিয়ে নিলেন মিনি থার
প্রবাসে ঘরকোন্নার ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, মহুয়া এবং তার পরিবারের সদস্যরা এই এলাকায় ঘুরতে এসেছেন। এবং সেখানকার এক বাসিন্দার সঙ্গে ফ্লাইটগুলি সম্পর্কে কিছু আলোচনা করছেন। সেই ব্যক্তির থেকেই জানা যায়, ১ সিটার, ২ সিটার ফ্লাইট গুলি (Private plane at home) মোটামুটি ১০০ মাইল গতিবেগে ছোটে। অর্থাৎ সাধারণ গাড়ির গতিবেগের সমান। কিন্তু বড়ো ৬ সিটার প্লেনগুলি প্রায় ২৪ হাজার ফিট উঁচুতে উড়তে পারে। গতিবেগ থাকে প্রায় ২০০ মাইলের বেশি। বড় প্লেনগুলিকে সারাই করার জন্য প্রয়োজন হয় লাইসেন্সড মেকানিক।
বাড়ির সামনে তো ব্যক্তিগত প্লেন (Private plane at home) দাঁড়িয়ে রয়েছেই। তাছাড়াও রয়েছে একটি এয়ারপ্লেন পার্ক। সেখানে একাধিক প্লেন দাঁড়িয়ে রয়েছে ভাড়া দেবার উদ্দেশ্যে। যাদের নিজস্ব প্লেন নেই তারা চাইলেই সেখান থেকে ভাড়া নিতে পারেন প্লেনগুলিকে। ঘন্টায় ১ টি প্লেনের ভাড়া পড়বে ২ হাজার থেকে ৩ হাজার ডলার। অর্থাৎ ২ থেকে ৩ লাখ টাকার কাছাকাছি। প্লেনগুলিকে চালানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে ওই এলাকাতে। এক বছরের একটি ট্রেনিং নেবার পর প্লেন চালানোর লাইসেন্স দেওয়া হয় প্লেনের মালিক কে। তারপর তিনি নিজের ইচ্ছামত প্রয়োজনে ব্যবহার করতে পারবেন প্লেন গুলিকে। এলাকার বাড়িঘর, পরিবেশ সবকিছু দেখে আন্দাজ করা যায় এলাকাবাসীরা অত্যন্ত বৈভবের মধ্যে দিয়ে জীবন যাপন করে। তারপরেও নিজেদের কাজ নিজেরা করতেই ভালোবাসেন তারা।