Pronunciation of Cyclone Remal: রিমাল না রেমাল? ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের সঠিক উচ্চারণ কোনটি!

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মোটামুটি ১৭ দিন আগে থেকেই আন্তর্জাতিক একাধিক আবহাওয়া মডিউল জানাচ্ছিল, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গ উপকূলে। হাওয়া অফিসের সেই সকল পূর্বাভাসকে সত্যি করে শনিবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে এগিয়ে এসে ঘূর্ণিঝড় রেমাল বা রিমালে (Cyclone Remal) পরিণত হয়েছে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস সম্পর্কে যা দেওয়া হয়েছে তাতে রবিবার মধ্যরাতে ঘূর্ণিঝড় ভূ-ভাগে আছড়ে পড়বে। তবে এই ঘূর্ণিঝড়ের নাম নিয়ে এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানান জায়গায় নানান ধরনের তর্কবিতর্কের পাশাপাশি শুরু হয়েছে মিমের বন্যা। কেউ কেউ ঠাট্টা করে এই ঘূর্ণিঝড়কে ‘রুমাল’ বলে ডাকতে শুরু করেছেন, কারো কারো আবার এই ঘূর্ণিঝড়ের নাম শুনেই রুমালি রুটির কথা মনে পড়ে যাচ্ছে।

Advertisements

বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের নামের উচ্চারণ রেমাল নাকি রিমাল (Pronunciation of Cyclone Remal) হবে সেই প্রশ্নের উত্তর জানার আগে জেনে নেওয়া দরকার এর নাম কে রাখল? এই ঘূর্ণিঝড়ের নামকরণ হয়েছে মূলত রিজিওনাল স্পেশালাইজড মেটেওরোজিকাল সেন্টারের সিস্টেম মেনে। যে সিস্টেম অনুযায়ী বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে থাকে সংলগ্ন দেশগুলি। মূলত ১২টি দেশের সঙ্গে আলোচনা করেই ঘূর্ণিঝড়গুলির নামকরণ করা হয় এবং সেই সকল নামকরণ একটির পর একটি ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে করা হয়ে থাকে।

Advertisements

আরও পড়ুন ? Cyclone Remal Railway Steps: ভয়ঙ্কর গতিতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল, পরিস্থিতি দেখে ৭ দফা নির্দেশিকা রেলের

রিমাল ঘূর্ণিঝড়ের আগে যে সকল ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর, আরব সাগর অথবা ভারত মহাসাগরে তৈরি হয়েছে সেগুলির প্রত্যেকটির আলাদা আলাদা নাম রাখা হয়েছিল, প্রত্যেকটির নামকরণ করা হয়েছিল আলাদা আলাদা দেশের তরফ থেকে। ঠিক সেই রকমই এবার বঙ্গোপসাগরে জন্ম নেওয়া ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান। Remal হলো একটি আরবি শব্দ এবং এর অর্থ হল বালি।

Remal, আরবি ভাষার শব্দকে বাংলায় অনেকেই বলছেন রেমাল, আবার অনেকেই বলছেন রিমাল। তবে যারা রেমাল অথবা রিমাল বলছেন, তারা কেউই উচ্চারণের দিক দিয়ে ভুল বলছেন না। আরবি ভাষার Remal কে বাংলা উচ্চারণের ক্ষেত্রে রেমাল অথবা রিমাল যাই বলুন না কেন দুটিই ঠিক। তবে যারা যারা ঠাট্টা করে রুমাল বা অন্য কিছু বলছেন তারা মোটেই ঠিক বলছেন না। মূলত এমন নামকরণ করা হয়ে থাকে যাতে করে ঘূর্ণিঝড়ের বিষয়ে ওই সকল সমুদ্র তীরবর্তী এলাকায় থাকা মানুষেরা টের পান, নামের ক্ষেত্রে বিভ্রান্তি হয়ে কোনরকম বিপর্যয়ের মুখোমুখি যাতে না হয়।

Advertisements