Cyclone Effect on IPL: IPL ফাইনালে কেকেআরের খেলা দেখা মিস! আশঙ্কায় ৭ জেলার ক্রিকেটপ্রেমীরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত ২২ মার্চ শুরু হওয়া আইপিএল ২০২৪ (IPL 2024 Final) এর ফাইনাল খেলা রয়েছে রবিবার। এদিন ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ফ্রাঞ্চাইজি দল। এই দুই দলের খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দেশের পাশাপাশি বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা।

Advertisements

তবে দেশ-বিদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা আইপিএল ২০২৪ এর ফাইনাল ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকলেও পশ্চিমবঙ্গের ৭ জেলার ক্রিকেটপ্রেমীরা এমন একটি দুর্দান্ত ম্যাচ দেখা থেকে বঞ্চিত হতে পারে। এবার যদি কলকাতা নাইট রাইডার্স ফের একবার চ্যাম্পিয়নও হয় তাহলেও তারা সেই মুহূর্তের সাক্ষী থাকা থেকে বঞ্চিত হতে পারেন। কিন্তু কেন জানেন?

Advertisements

আসলে আইপিএল ২০২৪ ফাইনালের ম্যাচ দেখা থেকে বঞ্চিত হওয়ার পিছনে যা রয়েছে তা হল ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Effect on IPL)। ইতিমধ্যেই শনিবার হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ওই ঘূর্ণিঝড়। এরপর ধীরে ধীরে ওই ঘূর্ণিঝড় ভূ-ভাগের দিকে এগোচ্ছে। রবিবার মধ্যরাতে এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে বাংলাদেশের মোঙ্গলার দক্ষিণ-পশ্চিমে বলেই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে।

Advertisements

এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করার আগে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখান দিয়ে প্রবেশ করবে ভূ-ভাগে। যে সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার, সর্বোচ্চ গতিবেগ পৌঁছে যেতে পারে ঘন্টায় ১৩৫ কিলোমিটার। ইতিমধ্যেই সাগরদ্বীপ এলাকায় সমুদ্রের জলোচ্ছ্বাস শুরু হয়েছে, পাশাপাশি শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি।

আরও পড়ুন ? IPL 2024 Final: ৬ ফ্যাক্টর, আর এই ৬ কারণেই আইপিএলের ট্রফি ফসকে ফেলতে পারে KKR

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রিমালের কারণে রবিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি এবং দমকা হওয়ার পাশাপাশি ঝোড়ো হওয়া শুরু হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মতো ৭ জেলায়। পূর্বাভাস অনুযায়ী এই সকল জেলার অনেক জায়গাতেই রবিবার সকাল থেকে শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগ। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়লেও উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি সংলগ্ন ৭ জেলায় সবচেয়ে বেশি প্রভাব লক্ষ্য করা যাবে। যে কারণে বৈদ্যুতিক সমস্যা থেকে শুরু করে কেবল কানেকশন, ইন্টারনেট সংযোগ (বিশেষ করে ব্রডব্যান্ড) ইত্যাদির ক্ষেত্রেও নানান ধরনের সমস্যা দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এসবের কারণেই রবিবার যে আইপিএলের ফাইনাল ম্যাচ আয়োজিত হতে চলেছে তার অনেকের কপালে দেখার সুযোগ নাও হতে পারে। অনেকেই রয়েছেন যারা স্মার্টফোনেও এই খেলা দেখার আশায় রয়েছেন, কিন্তু যদি বৈদ্যুতিক সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রেও বাধার মুখোমুখি হতে পারেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisements