Number Plate: কোনো গাড়ি কোন জেলার! নম্বর প্লেটের এই কোড দেখেই বুঝে নিন সহজে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Which district number plate on a car will be understood this way: যেকোনো গাড়ির নম্বর প্লেট (Number Plate) হল এমন একটি জিনিস যার দ্বারা আপনি খুব সহজেই বুঝতে পারবেন গাড়িটি কোন জায়গার। বাধ্যতামূলকভাবে প্রত্যেকটি গাড়িরই একটি করে নম্বর প্লেট আবশ্যক। নম্বর প্লেট এর দ্বারা আমরা সাধারনত বুঝতে পারি কোন গাড়িটি কোন রাজ্যের। কিন্তু বাংলার কোন জেলার কোন গাড়ি সেটা বোঝা যায় এই নম্বর প্লেট দেখে। যদি এ বিষয়ে না জানেন আজকের প্রতিবেদনে জানবেন বিস্তারিতভাবে।

Advertisements

তবে আপনাকে এখন থেকে আর কষ্ট করতে হবেনা। খুব সহজেই আপনি গাড়ির নম্বর প্লেট (Number Plate) দেখেই বুঝতে পারবেন গাড়িটি বাংলার কোন জেলার। আপনাকে মনোযোগ সহকারে শুধু দেখতে হবে গাড়ির নম্বরপ্লেটটির দিকে। ভালো করে যদি দু’-একটি জিনিস দেখেন তাহলেই বুঝে যাবেন এটি কোন জেলা থেকে আসছে। পশ্চিমবঙ্গের কোন জেলার কোন গাড়ি এখন আর বোঝা কষ্টকর নয় মানুষের কাছে।

Advertisements

তাহলে বুঝে নিতে হবে গাড়ির নম্বর প্লেট (Number Plate) কতটা গুরুত্বপূর্ণ। বহু অজানা জিনিস আছে যা মানুষের কাছে পৌঁছে যাবে আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে। পশ্চিমবঙ্গের গাড়ির স্টেট কোড হয় WB ও তার পরের দুটি সংখ্যা হল RTO কোড। 01-08 হল কলকাতার RTO কোড। আপনি যদি কোন গাড়িতে WB-এর 01-08 পর্যন্ত লেখা দেখেন তখনই বুঝে যাবেন যে গাড়িটি শহর কলকাতার মধ্যে থাকা কোনও এলাকার।

Advertisements

আরও পড়ুন ? Pollution of Kolkata: দূষণ নিয়ে চিন্তার দিন শেষ! কলকাতা নিয়ে বড় খবর দিলেন ফিরহাদ হাকিম

পাশাপাশি যদি কোন গাড়িতে আপনি দেখেন WB-এর (Number Plate) পরে 11 বা 12 লেখা থাকলে আপনাকে বুঝে নিতে হবে গাড়িটি হলো হাওড়ার। পাশাপাশি 13 বা 14 হলে গাড়িটি উলুবেড়িয়ার এবং 15, 16, 17,18 নম্বর হলো হুগলির RTO কোড। 19, 20 নম্বর থাকলে গাড়িটি আলিপুরের, 23, 24 ব্যারাকপুরের, আর 25, 26 হলো বারাসাতের RTO কোড। যদি গাড়িতে 29, 30 নম্বর দেখেন তাহলে গাড়িটি হবে তমলুকের, আবার 33, 34, 36 হলো মেদিনীপুরের নম্বর, 37, 38, 44 আসানসোলের ও 39, 40 দুর্গাপুরের RTO কোড।

তালিকায় আরও আছে যেমন, গাড়ির নম্বর প্লেটে WB-এর পর 41, 42 লেখা থাকলে গাড়িটি হলো বর্ধমানের। অন্যদিকে যদি 47, 48 লেখা থাকে তা হবে বোলপুরের। গাড়িতে যদি আপনি দেখেন 51, 52 লেখা আছে সেটি হলো নদিয়ার, 43 কালনার, এবং 53, 54 বীরভূমের। 55, 56 পুরুলিয়ার, 59, 60 রায়গঞ্জের, 61, 62 বালুরঘাটের, 63, 64 কোচবিহারের, 65, 66 মালদার, 69, 70 আলিপুদুয়ারের গাড়ি। 71, 72 জলপাইগুড়ির, 73, 74 শিলিগুড়ির, 78, 79 কালিম্পঙের, 76, 77 দার্জিলিঙের, 89, 90 কল্যাণীর, 97, 98 ডায়মন্ড হারবারের, সর্বশেষ 95, 96 বারুইপুরের আর 99 হলো জয়নগরের RTO কোড।

Advertisements