If you visit Darjeeling on 4th June, you will not see these 5 tourist places: এই গরমের ছুটিতে অনেকেই হয়েছেন পাহাড়মুখী। আপনারও পরিকল্পনা রয়েছে নাকি দার্জিলিং যাওয়ার? তাও আবার জুনের প্রথম সপ্তাহে? তাহলে এখনই ক্যানসেল করুন অথবা রিপ্ল্যান করুন। তা না হলে দার্জিলিঙে (Darjeeling) ঘুরতে গিয়ে মিস করবেন এই ৫টি পর্যটন কেন্দ্র। সাম্প্রতিক সেই খবরই বিজ্ঞপ্তিতে জানালেন দার্জিলিং জেলাশাসক। এই পর্যটন কেন্দ্রগুলি বন্ধ রাখার নেপথ্যে কি কারন রয়েছে? এই বিষয়ে ট্যুর ব্যবসায়ীদেরই বা কি মন্তব্য?
প্রসঙ্গত, বেশ কিছুদিন পূর্বে তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে অনেকেই দার্জিলিং মুখী হয়েছেন। উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে দার্জিলিংয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে। এদিকে জুনের প্রথম সপ্তাহের দিকেও অনেকেরই দার্জিলিং (Darjeeling) যাওয়ার প্ল্যান রয়েছে। রয়েছে পর্যটকদের প্রচুর বুকিং। অপরদিকে জুনের এই প্রথম সপ্তাহেই রয়েছে কেন্দ্রীয় ভোট গণনা। সুষ্ঠুভাবে, শান্তিভাবে ভোট গণনা করতে তৎপর প্রশাসন। সেই কারণেই ভোট গণনার সময়ে স্থানীয় লোকসহ পর্যটকরা যাতে সমস্যায় না পড়েন তার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত দার্জিলিংয়ের ৫টি পর্যটন কেন্দ্র।
খবর রয়েছে, আগামী ৪ঠা জুন রয়েছে কেন্দ্রীয় লোকসভা নির্বাচনের ভোট গণনা। সেই ভোট গণনার কারণেই গত শুক্রবার দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্র বন্ধ রাখার বিষয়ে বৈঠক হয়েছে প্রার্থীদের সাথে। আর সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রঙ্গিতভ্যালি রোপওয়ে, বাতাসিয়া লুপ, টাইগার হিল, হিমালয়ের মাউন্টেরিয়ান ইনস্টিটিউট ও নাইডুর জিওলজিক্যাল পার্ক এই ৫টি পর্যটন কেন্দ্র আগামী ৪ তারিখ বন্ধ থাকবে।
আরও পড়ুন ? North Bengal Travel Spots: অনেক হলো দার্জিলিং! এবার গরমের ছুটি পাহাড় ট্যুর হোক এই ৫ স্পটে
তবে প্রশাসনের এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন পর্যটক ও ট্যুর ব্যবসায়ীরা। এই বিষয়ে প্রশাসনকে পুনঃবিবেচনা করার দাবি জানিয়েছেন ইস্টার্ন হিমালয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিস মৈত্র ও আরো অনেক ট্যুর ব্যবসায়ীরা। তা না হলে চরম ভোগান্তিতে পড়তে হবে ট্যুর ব্যবসায়ীদের।
অপরদিকে দার্জিলিং (Darjeeling) প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেছেন হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল। তার উক্তি অবশ্যই কেন্দ্রীয় লোকসভা নির্বাচন ও গণনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে ভোট গণনা হলেও এই সময় টাইগার হিলের মতো জায়গা খোলা রাখলে খুব একটা সমস্যা তৈরি হবে না। তবে প্রশাসন যদি এই সিদ্ধান্তে কোনো বদল না নেন তাহলে বিকল্প কিছু ভাবতে হবে বলে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে সিদ্ধান্ত বদলের খবর পাওয়া যায়নি। আদৌ সিদ্ধান্ত বদল হবে কিনা তা স্পষ্ট নয়।