Guidelines on DA: সরকারি কর্মচারীদের মাথায় হাত! এই নথি জমা না দিলে মিলবে না বর্ধিত DA, বিজ্ঞপ্তি সরকারের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Government employees have to follow these guidelines to get enhanced DA: চলতি বছরে ১লা জানুয়ারি থেকে DA কার্যকর করা হবে নতুন হাতে। চলছে কেন্দ্রীয় নির্বাচন। এরই মাঝে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পাওয়া নিয়ে এক বিজ্ঞপ্তি (Guidelines on DA) জারি করল সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একটি নথির কথা। যে নথি জমা না দিলে বর্ধিত DA পাবে না সরকারি কর্মচারীরা। পাশাপাশি জানালেন সেই নথি জমা করার নির্দিষ্ট তারিখও।

Advertisements

প্রসঙ্গত, এই কিছুদিনের মধ্যেই এক নির্দেশিকা জারি করে DA বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্যের অর্থ দপ্তরের ‘কোডস ডিভিশন’। এবার এই DA ঘোষণার পাশাপাশি DA পাওয়ার জন্য এক নথি জমা দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে (Guidelines on DA) জানালেন রাজ্য অর্থ দপ্তর। যে নথি জমা না দিলে তারা ডিএ পাওয়া থেকে বঞ্চিত হবেন। কি নথি?

Advertisements

সম্প্রতি অর্থ দপ্তরের দ্বারা প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে বর্ধিত DA কার্যকর করা হবে নতুন হাতে। তবে সেই মহার্ঘ ভাতা সবার জন্য কার্যকর হবে না। সরকার তরফে জানানো হয়েছে, এই DA তারাই পাবৃ যারা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই তিন মাসের ‘সেলফ অ্যাসেসমেন্ট’ রিপোর্ট অর্থাৎ তিন মাসের কাজের খতিয়ানের একটি নথি জমা করবে তারাই এই বর্ধিত DA পাবেন।

Advertisements

এই নথি জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা হয়েছিল ৩১শে মে। তবে চিন্তার কিছু নেই। লোকসভা নির্বাচনের মাঝেই বাড়ানো হলো এই নথি জমা দেওয়ার নির্দিষ্ট তারিখ। নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১শে মে-এর পরিবর্তে আগামী ১৫ই জুনের মধ্যে সরকারি কর্মচারীরা এই রিপোর্ট জমা করতে পারে। এমনটাই খবর এসেছে জম্মু-কাশ্মীর থেকে।

আরও পড়ুন ? Lakshmir Bhandar Latest Announcement: লক্ষ্মীর ভাণ্ডারের বয়স নিয়ে বড় ঘোষণা মমতার! এবার আরও বেশি বেশি মিলবে সুবিধা

সূত্রের খবর, পূর্বে সরকারি কর্মচারীরা বর্ধিত ডিএ পেতেন ৪৬%। তবে লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকার তরফে সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি করেছে, যার অংক প্রায় ৪ শতাংশ। অপরদিকে DA বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। যা মে মাসের মাইনের সাথে প্রতি সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে এই বর্ধিত মহার্ঘ ভাতা (Guidelines on DA)। ফলেই উভয় সরকারের এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে পার্সেন্টেজে রাজ্য কেন্দ্রের মহার্ঘভাতার আর কোনো পার্থক্য থাকছে না।

মূলত সপ্তম পে কমিশনের অধীনে এই ৪ শতাংশ DA বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে যে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত যে বকেয়া মহার্ঘভাতা রয়েছে সেটাও সরকার তরফে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

Advertisements