In the history of IPL, no one else has such a record except Sunil Narine: চলছে আইপিএল টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে রেকর্ড গড়লেন সুনীল নারিন (Sunil Narine IPL Record)। কেকেআর টিমের হয়ে খেলে ২০২৪-এর আইপিএলে দারুন খেল দেখালেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। তৃতীয়বারের মতো ২০২৪-এ কেকেআরের হয়ে দুর্দান্ত খেলে টুর্নামেন্টের সেরা প্লেয়ারের শিরোপা ছিনিয়ে নিলেন এই ক্রিকেটার। পাশাপাশি নয়া রেকর্ড গড়লেন আইপিএলে। পেলেন এক বিশেষ পুরস্কার। যা কেউ পূর্বে অর্জন করতে পারেননি।
গত রবিবার ছিল ক্রিকেটার সুনীল নারিনের জন্মদিন। আর সেই জন্মদিনেই ব্যাট বল হাতে দুর্দান্ত পারফর্মেন্স করে টুর্নামেন্টে সেরা প্লেয়ার হিসেবে নির্বাচিত হলেন সুনীল নারিন। শুধু তাই না, পাশাপাশি এই নিয়ে মোট তিন বার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়ে আইপিএলে ইতিহাস লিখলেন সুনীল (Sunil Narine IPL Record)। এক বিশেষ পুরস্কারের সম্মানিত হলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন।
৩বার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের মধ্যে প্রথম কৃতিত্ব পেয়েছিলেন ২০১২ সালে। আইপিএলে প্রথম কেকেআর টিমের হয়ে ২০১২ সালে পা রাখেন সুনীল নারিন। আর সেই বছরেই গৌতম গম্ভীরের নেতৃত্বে টুর্নামেন্টের সেরা কৃতিত্ব ছিনিয়ে নিয়েছিলেন সুনীল নারিন। ২০১২ সালের আইপিএলে কলকাতা টিমের হয়ে ২৪টি উইকেট নিয়েছিলেন সুনীল নারিন। প্রথমবার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন তিনি।
তারপর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার দ্বিতীয় কৃতিত্ব অর্জন করেন ২০১৮ সালে। সেই বছরেও কেকেআরের হয়েই লড়েছিলেন সুনীল নারিন। তবে প্লেয়ার হিসেবে সম্মানিত হলেও সেই বছর কেকেআরকে জয়ী করতে পারেনি। সানরাইজ হায়দ্রাবাদের কাছে পরাজিত হয়েছিল কেকেআর। তবে ২০১৮ সালে ১৭ টি উইকেট নিয়ে ৩৫৭ রান করে টুর্নামেন্টের সেরা প্লেয়ার কৃতিত্ব অর্জন করেছিল সুনীল নারিন। তারপর ২০১৪ সালে আবারো সেই কৃতিত্ব ছিনিয়ে নিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন।
আরও পড়ুন ? IPL 2024 Champion KKR: মেন্টরশিপ নাকি অধিনায়কত্ব! ১০ বছর পর এই ১০ ম্যাজিকেই KKR-এর ঘরে উঠল কাপ!
চলতি বছরের আইপিএল ম্যাচের শুরুতেই চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখিয়েছেন ক্রিকেটার সুনীল নারিন। এখনো পর্যন্ত ১৮০.৭৪ স্ট্রাইকরেটে ১৫ ম্যাচে ৪৮৮ রান করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। এছাড়াও বল হাতে নিয়েছেন ১৭টি উইকেট। রয়েছে তিনটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি। ফলেই তিন ৩ বার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়ে পুরস্কার জিতে নিলেন সুনীল নারিন। যে পুরস্কার আগে কেউ কখনো অর্জন করতে পারেনি। তিনি এই পুরস্কারের প্রথম ব্যক্তি।
প্রসঙ্গত, বহু বছর ধরেই টিম কেকেআরের সাথে জুড়ে রয়েছে সুনীল নারিনের নাম (Sunil IPL Narine Record)। নিলামের পূর্বে রিটেন করার বিষয়ে তাকে নিয়ে দীর্ঘ সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। বোলিং অ্যাকশন, গত বছরের পারফরম্যান্স নিয়েও হয়েছে চরম বিতর্ক। তবে মুখে নয়, ২২ গজে উত্তর দিয়েছেন সুনীল নারিন।.নিজের পারফরম্যান্স দেখিয়ে বিতর্কীদের মুখে লাগাম দিয়েছেন সুনীল নারিন। শুধু তাই না, আইপিএলে ৪০০-র বেশি রান এবং ১৫টির বেশি উইকেটের তালিকাতেও নাম রয়েছে ক্রিকেটার সুনীল নারিনের।