Most of the people do not know that the cow is the National Animal of which country: অজানাকে জানাই জ্ঞান অর্জনের মূলমন্ত্র। এই পৃথিবীর বুকে হাজারটা রহস্যজনক, আকর্ষণীয়, অবাক করা ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। সেগুলি কি জানতে গেলে একমাত্র উপায় সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা লাভ। ছোটবেলায় সাধারণ জ্ঞানের পাঠ্য পুস্তক থেকে যে জ্ঞান অর্জন হওয়া শুরু হয়েছিল, এখন ডিজিটালাইজেশনের যুগে অনলাইনেও সেই জ্ঞান অর্জন প্রক্রিয়া কিন্তু ক্রমাগত হয়েই চলেছে। বহু অজানা তথ্য আমাদের সামনে আসে এই সাধারণ জ্ঞানের মাধ্যমে। আজকে সেরকমই এক তথ্য সম্পর্কে আলোচনা করব এই প্রতিবেদনে। আপনি কি জানেন কোন দেশের জাতীয় পশুর (National Animal) নাম গরু?
সাধারণ জ্ঞানের অনেক প্রশ্নই ধাঁধা বলে মনে হয়। জানা প্রশ্ন এমন ভাবে সাজানো হয় মনে হয় প্রশ্নটা একেবারেই অজানা। কোনদিন হয়তো এই সম্পর্কে কিছু শুনিনি। এই প্রশ্নগুলিকে ভালো করে পড়ে, বুঝে, জেনে নেওয়াটা খুবই প্রয়োজন। যে কোনো কম্পিটিটিভ এক্সামে লিখিত বা মৌখিক পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে। আর সেখানে বিভিন্ন দেশের জাতীয় পশু পাখি সম্পর্কে প্রশ্ন করা হয় অনেক সময়। আমাদের দেশের জাতীয় পশু বা পাখি কোনটি সেগুলি তো আমরা জানি কিন্তু গরু কোন দেশের জাতীয় পশু (National Animal) সেটা হয়তো আমরা অনেকেই জানিনা।
গরু, এই পশুটিকে ভারতবর্ষে মাতৃরূপে পূজা করা হয়। গরু আমাদেরকে যে দুধ দেয় সেই দুধ আমাদের কাছে মাতৃদুগ্ধের সমান। আমরা গরুকে যেভাবে সম্মান দিই, আরো একটি দেশ আছে যারা গরুকে ঠিক ততটাই সম্মান দেয়। একটি দেশের জাতীয় পশু (National Animal) হিসেবে পরিচিত গরু। জানেন কি সেই দেশটার নাম? অনেকেই এই প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিতে পারবেন না। চলুন আজকের প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক কোন দেশের জাতীয় পশুর সম্মান দেওয়া হয়েছে গরুকে?
আরও পড়ুন ? Nelore Cow Price: দুধে সোনা আছে নাকি! এই একটি গরুর দামই ৪০ কোটি টাকা
ভারতবর্ষের জাতীয় পশু যেমন বাঘ। তেমনি গরু একটি দেশের জাতীয় পশু। দেশটি আমাদের প্রতিবেশী দেশ। ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলির মধ্যে প্রায় সব কটিতেই গরুর অস্তিত্ব রয়েছে। তাদের মধ্যেই একটি দেশ একে জাতীয় পশু (National Animal) হিসেবে নির্বাচন করেছে। দেশটির নাম নেপাল। ভারতবর্ষের অত্যন্ত জনপ্রিয় একটি পশু গরু নেপালের জাতীয় পশু হিসেবে পরিচিত। ভারতের প্রতিবেশী দেশ নেপালের সাথে ভারতবর্ষের সুসম্পর্কের কথা আমরা সবাই জানি। অথচ সেই দেশ যে আমাদের দেশের মাতৃসম গরুকে নিজের দেশের জাতীয় পশু হিসেবে নির্বাচন করেছে তা কিন্তু জানতেন না অনেকেই।
ভারতের প্রতিবেশী দেশ নেপাল ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। ভারতের উত্তরে অবস্থিত এই দেশ জাতীয় পশু (National Animal) হিসেবে নির্বাচন করেছে গরুকে। আমরা গরুকে যতটা সম্মান দিই, সেই দেশও ততটাই সম্মান দিয়ে গ্রহণ করেছে এই প্রাণীটিকে। আমাদের দৈনন্দিন জীবনের ছোটখাটো বিষয়গুলিও সাধারণ জ্ঞানের অংশ। সেগুলি জেনে রাখলে এবং সঠিক সময় প্রয়োগ করলে তা আমাদের দৈনন্দিন জীবনযাপনকে অনেক সহজ করে দেয়। বন্ধু দেশ হিসেবে প্রতিবেশী দেশগুলোর খোঁজ খবর রাখা কিন্তু আমাদের জাতীয় কর্তব্যেরই অংশ।