Brown-Colored Carton: কেন বাদামি রঙের কার্টুন বক্সেই মাল ডেলিভারি দেয় ফ্লিপকার্ট, অ্যামাজন? রয়েছে এই বিশেষ কারণ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Why do e-commerce sites deliver goods in brown-colored carton boxes: কয়েক বছর ধরে অনলাইন শপিংয়ের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। শুরুর সময় এই অনলাইন শপিং ব্যবস্থা ততটা প্রচলিত ছিল না। কিন্তু ২০২০ সালে কোভিডের সময় অনলাইন শপিং এর চাহিদা এক লাফে অনেকটা বেড়ে যায়। মানুষ গৃহবন্দী থাকাকালীন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বেছে নেয় অনলাইন শপিং অ্যাপগুলিকে। তারপর থেকে শপিং করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হিসেবে বেশিরভাগ মানুষই বেছে নিয়েছেন এই পদ্ধতি। বাড়িতে বসে যে কোন জিনিস অর্ডার করুন নির্দিষ্ট অ্যাপে এবং ঘরে বসে বাদামি রঙের কার্টুনে (Brown-Colored Carton) প্রোডাক্ট ডেলিভারি পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।

Advertisements

প্রায় সব বাড়িতে কোনো না কোনো অ্যাপের ডেলিভারির পার্সেল অবশ্যই পাওয়া যাবে। অনলাইন শপিং করার প্রবণতা রয়েছে প্রায় প্রত্যেকের মধ্যে। কেউ কম তো কেউ বেশি, তফাৎ শুধু এটুকুই। বাড়িতে প্রায় প্রতিদিন কিছু না কিছু পার্সেল রিসিভ করে থাকেন অনেকেই। কিন্তু কখনো কি খেয়াল করেছেন বেশিরভাগ পারসেলই আসে বাদামী রং এর কার্টুনে (Brown-Colored Carton) করে বা বাদামি রঙের কোন প্যাকেটে করে। কিন্তু এর কারণ কি? কেন অনলাইন ডেলিভারির ক্ষেত্রে প্রোডাক্টগুলি সব সময় বাদামী রঙের কভারে মোরা থাকে? এর কিন্তু বিশেষ একটি কারণ আছে। অনেকেই হয়তো জানেন না সেই কারণ।

Advertisements

কুরিয়ার করার জন্য যে খাপ বা বাক্স ব্যবহার করা হয় সেগুলি মূলত পিচবোর্ড দিয়ে তৈরি করা হয়। পিচবোর্ড সব সময় সম্পূর্ণ কাগজ থেকেই তৈরি হয়। কাগজ তৈরি হওয়ার সময় সেটা ব্লিচ করা থাকে না। কাগজ তৈরি হওয়ার পর আলাদা ভাবে ব্লিচ করে তাকে সাদা করা হয়। যেহেতু এই পিচবোর্ড জাতীয় জিনিসগুলিকে ব্লিচ করা হয় না তাই এর রং থেকে যায় বাদামী। আর তাই প্যাকিং বাক্সগুলির রং বেশিরভাগ ক্ষেত্রেই বাদামি (Brown-Colored Carton) হয়ে থাকে।

Advertisements

আরও পড়ুন ? National Animal: কোন দেশের জাতীয় পশু গরু! ৯৯ শতাংশ জিনিয়াসরাও উত্তর জানেন না

একটি কাগজ তৈরি করতে এবং তাকে ব্লিচ করে সাদা করতে বেশ কিছুটা অর্থ খরচ হয়। লেখার জন্য ব্যবহৃত কাগজ গুলিকে ব্লিচ করে সাদা করা হয় তাকে লেখার উপযোগী করার জন্য। কিন্তু পিচবোর্ডে সেভাবে কিছু লেখার সম্ভাবনা থাকে না, তাই পিচবোর্ড গুলিকে ব্লিচ করে আর সাদা করা হয় না। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়। অনলাইন অ্যাপ থেকে যে সমস্ত প্রোডাক্ট আমরা অর্ডার করি সেগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই প্যাকিং বাক্সের জন্য কোন আলাদা চার্জ ধার্য করা থাকে না। তাই খুব স্বাভাবিকভাবেই এই সংস্থাগুলি প্যাকিং বাক্সের (Brown-Colored Carton) প্রতি অপ্রয়োজনীয় খরচা করা থেকে বিরত থাকে।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশিরভাগ ই-কমার্স সাইটগুলি প্যাকিং এর বাক্স নিজেরা তৈরি করে না। থার্ড পার্টির মাধ্যমে বাজার থেকে কিনে আনে। তাই ইদানিং বাদামি রঙের এই পিচবোর্ডের কার্টুন (Brown-Colored Carton) তৈরি করাও একটি অন্যতম ব্যবসায় পরিণত হয়েছে। বহু মানুষ ছোট ছোট কারখানা তৈরি করে এই ধরনের কার্টুন তৈরি করেন এবং ই-কমার্স সাইটগুলিকে বিক্রি করেন। এই ব্যবসায় বেশ ভালো টাকা উপার্জন করছেন তারা। বাজারে বিক্রি হওয়া যেকোন পিচবোর্ডের বাক্স সবসময় পুনর্ব্যবহারযোগ্য করেই তৈরি করা হয়। কোন জুসের বাক্স, জামা কাপড়ের বাক্স, জুতোর বাক্স বা অন্য যে কোন পিচবোর্ডের বাক্স ব্যবহার করার পর পুনরায় সেটিকে দিয়ে বাদামী রঙের কার্টুন বানানো সম্ভব।

Advertisements