Paytm earned record revenue even after license cancellation: ২০২৩-২৪ অর্থবর্ষে রেকর্ড আয় হয়েছে পেটিএমের। সংস্থার আয় বৃদ্ধি পেয়েছে প্রায় ২৫ শতাংশ। বাইশে মে ওয়ান৯৭ কমিউনিকেশন তাদের আয়ের একটি ফলাফল প্রকাশ করেছে। তাতে দেখা গেছে প্রায় ২৫ শতাংশ আয় বেড়েছে (Paytm Revenue) সংস্থার। চতুর্থ মাসিক ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে পেটিএম এর আয় হয়েছে ৯.৯৭৮ কোটি টাকা। পেটিএম গোটা বছরে ইবিআইটিডিএ রেকর্ড করেছে ৫৫৯ কোটি টাকা। ইনিশিয়াল পাবলিক অফারিং চালু হবার পর এই রেকর্ড করেছে পেটিএম। সংস্থার রাজস্ব বৃদ্ধি হবার পর এখন বীমা এবং ক্রেডিট বিক্রি বাড়ানোর দিকে নজর দিচ্ছে সংস্থাটি।
২০২৩ সালের শেষ হতে না হতেই ২৪ এর শুরু থেকে পেটিএম কোম্পানি ফিনান্সিয়াল সার্ভিস ডিস্ট্রিবিউশন এবং মূল অর্থ প্রদানের ব্যবসার দিকে নজর দিয়েছে। এই ব্যবসা গুলোর গতি যাতে কোন ভাবেই নিম্নগামী না হয় সেদিকে কড়া নজর রাখছে সংস্থা। ইয়ার ওভার ইয়ারে ২০২৩ এর তুলনায় রাজস্ব ২৫ শতাংশ বেড়ে ২০২৪-এ ৯.৯78 কোটি টাকা হয়েছে। পেটিএমের আয় (Paytm Revenue) বৃদ্ধি হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রয়োজনীয় ও উপযুক্ত সরঞ্জামৃদ্ধি, আর্থিক পরিষেবা বৃদ্ধি, গ্রাস মার্চেন্ডাইজ ভ্যালু বৃদ্ধি এই সব কিছুই রাজস্ব বৃদ্ধির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
২০২৪ এর অর্থবর্ষ পেটিএম সংস্থার জন্য ঐতিহাসিক বছর হিসেবে চিহ্নিত হতে পারে। এমপ্লয়িজ স্টক ওনারশিপ এর ক্ষেত্রে ৫৫৯ কোটি টাকা হয়েছে ইবিআইটিডিএ। গত বছরের তুলনায় প্রায় ৭৭৪ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এ বছর। পেটিএম ২৮৮ কোটি টাকা ইউপিআই ইন্সেন্টিভ পেয়েছে ২০২৪ এ। ২০২৩এ এই ইনসেনটিভ এর পরিমাণ ছিল মাত্র ১৮২ কোটি টাকা। ইনসেনটিভ বৃদ্ধি পাবার কারণে ২০২৪ এর শুরুতে যে লোকশান হয়েছিল, তার পরিমাণ অনেকটাই কমে গেছে। বছরের শুরুতেই সংস্থার লোকসান হয়েছিল প্রায় ১,৪২৩ কোটি টাকা। ইন্সেন্টিভ বৃদ্ধির (Paytm Revenue) ফলে যা কমে দাঁড়িয়েছে ৩৫৪ কোটি টাকায়।
আরও পড়ুন ? RBI Penalty: Paytm অতীত! এবার RBI-এর কোপে দুটি জনপ্রিয় ব্যাঙ্ক, দিতে হবে কোটি কোটি টাকা
বেড়েছে পেটিএমের নেট পেমেন্ট মার্জিনও (Paytm Revenue)। লভ্যাংশ ৪২ শতাংশ বেড়ে ৫৫৩৮ কোটি টাকা হয়েছে। এ বছর ৬২৩৫ কোটি টাকা আয় হয়েছে সংস্থার অর্থ প্রদান পরিষেবা থেকে। লভ্যাংশ বেড়েছে ২৬ শতাংশ। ২০২৪ এ সংস্থার পক্ষ থেকে দেওয়া মোট লোনের পরিমাণ ৪৮ শতাংশ বেড়ে ৫২৩৯০ কোটি টাকা হয়েছে। এক বছরে ৩৯ শতাংশ বেড়ে ১৮.৩ লক্ষ কোটি টাকা হয়েছে পেটিএমের জিএমভি অর্থ প্রদান নবিকরণের উপর ভিত্তি করে দেখা গেছে ১.০৭ কোটি টাকা বেড়েছে সংস্থার সাবস্ক্রিপশন আয়।
সম্প্রতি সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা চতুর্থ ত্রৈমাসিক ফলের পর বর্তমানে অনেকটাই রাজস্ব বৃদ্ধি (Paytm Revenue) পেয়েছে সংস্থার। এখন সংস্থার মূল লক্ষ্য বীমা এবং ক্রেডিট বৃদ্ধি করার দিকে। এই দুঃখ পূরণের জন্য সংস্থা এখন নির্দিষ্ট কিছু বিষয়ের উপরই সবথেকে বেশি নজর দিচ্ছে। টোটাল এড্রেসেবল মার্কেট, ডিস্ট্রিবিউশন মডেল, সহজে ঋণের মাধ্যমে সুদ বৃদ্ধি, নন ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সুদ বৃদ্ধি ইত্যাদি প্রকল্পের উপরেই নজর দিচ্ছে সংস্থা। ২০২৪ এই পরিমাণ সাফল্য অর্জন করার পর ২০২৫ এর লক্ষ্য ইতিমধ্যে স্থির করে ফেলেছে সংস্থা। পেটিএমের পক্ষ থেকে একটি বিশেষ স্বাস্থ্য বীমা চালু করা হতে চলেছে এমবেডেড ইন্সুরেন্সের উপর ভিত্তি করে। ওপিডি, স্বাস্থ্যসেবা, বিনামূল্যে হাসপাতালে ভর্তি ইত্যাদি সুযোগ-সুবিধা পাওয়া যাবে এই বীমার মাধ্যমে।