নিজস্ব প্রতিবেদন : ট্রেনে চড়ে কমবেশি দেশের প্রত্যেক নাগরিকরাই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। একসময় ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যা প্রতিদিন কয়েক লক্ষ থাকলেও এখন তা কোটিতে ছাড়িয়েছে। বর্তমানে ভারতীয় রেলের (Indian Railways) উপর ভর করে প্রায় দু’কোটি মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন। ভারতীয় রেলের উপর এই বিপুলসংখ্যক যাত্রীদের নির্ভরশীলতার দিকে তাকিয়ে রেলের তরফ থেকেও প্রতিনিয়ত নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রেলের তরফ থেকে যাত্রীদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর জন্য একদিকে যেমন টিকিট বুকিং থেকে শুরু করে স্টেশনের পরিবেশ আগের তুলনায় অনেক সুন্দর করে তোলা হচ্ছে, ঠিক সেই রকমই এবার ট্রেন যাতে মিস না হয় অথবা স্টেশন মিস হয়ে না চলে যায় তার জন্য রেলের তরফ থেকে নতুন ব্যবস্থা (Indian Railways New System) চালু করা হলো। যেটিকে বলা হচ্ছে রেলের ওয়েকাপ অ্যালার্ম (Wakeup Alarm) অথবা ডেস্টিনেশন অ্যালার্ট Destination Alert)।
অনেকেই রয়েছেন যারা ট্রেনের জন্য অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েন অথবা ট্রেনে যাত্রা করার সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। এক্ষেত্রে এই দুই ব্যবস্থা ওই সকল যাত্রীদের সহযোগিতা করবে এবং তাদের ট্রেন অথবা স্টেশন যাতে মিস না যায় তার ব্যবস্থা করবে। তবে এই ব্যবস্থা নতুন নয়, এই ব্যবস্থা দীর্ঘ কয়েক বছর থেকেই চালু রয়েছে। তবে সম্প্রতি এই ব্যবস্থা সেট করার ক্ষেত্রে IVR-এ কিছু বদল আনা হয়েছে।
আরও পড়ুন ? National Animal: কোন দেশের জাতীয় পশু গরু! ৯৯ শতাংশ জিনিয়াসরাও উত্তর জানেন না
ওয়েকাপ অ্যালার্ম অথবা ডেস্টিনেশন অ্যালার্ট সেট করার জন্য যাত্রীদের প্রথমে নিজেদের মোবাইল থেকে ১৩৯ নম্বরে ফোন করতে হবে। ওই নম্বরে ফোন করার পর প্রথমে দেখে নিতে হবে নিজের ভাষা। এরপর অনুসন্ধানের জন্য যে বটন টিপতে বলা হবে অর্থাৎ ২ এবং তারপর ওয়েকাপ অ্যালার্ম অথবা ডেস্টিনেশন অ্যালার্ট সেট করার জন্য ৫ বটন প্রেস করতে হবে। এরপর দিতে হবে আপনার পিএনআর নম্বর এবং সেই নম্বরকে কনফার্ম করার জন্য ১ প্রেস করতে হবে।
একজন যাত্রী যদি সবকিছু ঠিকঠাক ভাবে সেট করে নেন তাহলে ট্রেনে সফর করার সময় তার গন্তব্যের স্টেশন আসার ২০ মিনিট আগে তাকে ফোন এবং এসএমএস-এর মাধ্যমে সজাগ করে দেওয়া হবে। রেলের এমন ব্যবস্থার ফলে যাত্রীরা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। কখন ট্রেন আসবে অথবা কখন স্টেশন আসবে এই চিন্তায় তাদের বসে থাকতে হবে না।