From this month, new rules will be implemented in the use of SBI credit cards: ICICI ব্যাঙ্কের পর এবার ক্রেডিট কার্ড (SBI Credit Card) ব্যবহারের নিয়মে বদল আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যা গ্রাহকদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। এবার থেকে বেশ কিছু লেনদেনে SBI ক্রেডিট কার্ড ব্যবহারে পাওয়া যাবে না রিওয়ার্ডস পয়েন্ট। ২০২৪ সালের ১লা জুন থেকে কার্যকরী হবে এই নয়া নিয়ম। সম্প্রতি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানালেন SBI কার্ড সংস্থা। কোন কোন লেনদেনে গ্রাহকরা এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারে রিওয়ার্ডস পয়েন্ট পাবেন না? জেনে নিন এই প্রতিবেদনে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই ভারতীয় ব্যাঙ্ক ICICI অ্যামাজন পে-এর ক্রেডিট কার্ড ব্যবহার সম্পর্কিত নয়া নিয়মের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ICICI ব্যাঙ্ক তরফে জানানো হয়েছে জুন মাসের ১৮ তারিখ থেকে অ্যামাজন পে-এর ক্রেডিট কার্ডের লেনদেনে কোনো রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না। এবার সেই নিয়ম (SBI Credit Card) চালু করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে একটু অন্যভাবে।
SBI ক্রেডিট কার্ড তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, কোনো সরকারি ক্ষেত্রে অথবা সরকারি লেনদেনে SBI ক্রেডিট কার্ড ব্যবহার করা হলে সেক্ষেত্রে কোনো রিওয়ার্ডস পয়েন্ট পাওয়ার সুবিধা মিলবে না। বেসরকারি লেনদেনে অর্থাৎ শপিং, হোটেল বুকিং, রেস্টুরেন্টে বিল পেমেন্ট এক্ষেত্রে রিওয়ার্ডস পয়েন্ট পাওয়া যেতে পারে। যার ফলে অনেকটাই অর্থ সঞ্চয় করতে পারবে গ্রাহকরা। কোন কোন এসবিআই ক্রেডিট কার্ডে এই সুবিধা মিলবে না চলুন সেই তালিকা দেখে নেওয়া যাক।
আরও পড়ুন ? BoB Credit Card: মাথায় হাত গ্রাহকদের, এবার এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে বেড়ে গেল সুদের হার
- SBI কার্ড পাল
- SBI কার্ড প্রাইম
- SBI কার্ড এলিট
- SBI কার্ড এলিট অ্যাডভান্টেজ
- SBI কার্ড প্ল্যাটিনাম
- SBI কার্ড প্রাইম অ্যাডভান্টেজ
- DBI কার্ড প্রাইম প্রো
- Simply ক্লিক SBI কার্ড
- Simply সেভ SBI কার্ড
- সিমপ্লি ক্লিক অ্যাডভান্টেজ SBI কার্ড
- SBI কার্ড প্ল্যাটিনাম অ্যাডভান্টেজ
- সিম্পলি সেভ প্রো SBI কার্ড
- কৃষক উন্নতি SBI কার্ড
- সিম্পলি সেভ মার্চেন্ট SBI কার্ড
- সিম্পলি সেভ UPI SBI কার্ড
- SIB SBI প্লাটিনাম কার্ড
- SIB SBI SimplySAVE কার্ড
- KVB SBI প্লাটিনাম কার্ড
- KVB SBI গোল্ড অ্যান্ড মোর কার্ড
- KVB SBI সিগনেচার কার্ড
- কর্ণাটক ব্যাঙ্ক SBI প্লাটিনাম কার্ড
- কর্ণাটক ব্যাঙ্ক SBI SimplySAVE কার্ড
- কর্ণাটক ব্যাঙ্ক SBI কার্ড প্রাইম
- এলাহাবাদ ব্যাঙ্ক SBI কার্ড এলিট
- এলাহাবাদ ব্যাঙ্ক SBI কার্ড প্রাইম
- এলাহাবাদ ব্যাঙ্ক SBI SimplySAVE কার্ড
- সিটি ইউনিয়ন ব্যাঙ্ক SBI কার্ড প্রাইম
- সিটি ইউনিয়ন ব্যাঙ্ক সিম্পলি সেভ SBI কার্ড
- সেন্ট্রাল ব্যাঙ্ক SBI কার্ড এলিট
- কেন্দ্রীয় ব্যাঙ্ক SBI কার্ড প্রাইম
- সেন্ট্রাল ব্যাঙ্ক সিম্পলি সেভ SBI কার্ড
- UCO ব্যাঙ্ক SBI কার্ড প্রাইম
- ইউকো ব্যাঙ্ক সিম্পলি সেভ SBI কার্ড
- ইউকো ব্যাঙ্ক SBI কার্ড এলিট
- পিএসবি SBI কার্ড এলিট
- PSB SBI কার্ড প্রাইম
- PSB SBI সিম্পলি সেভ কার্ড
- সিম্পলি সেভ এমপ্লয়েস SBI কার্ড
- গোল্ড অ্যান্ড মোর টাইটানিয়াম SBI কার্ড
- গোল্ড ডিফেন্স SBI কার্ড
- গোল্ড SBI কার্ড
- গোল্ড অ্যান্ড মোর SBI কার্ড
- গোল্ড ক্লাসিক SBI কার্ড
- গোল্ড অ্যান্ড মোর অ্যাডভান্টেজ SBI কার্ড
- গোল্ড অ্যান্ড মোর এমপ্লয়ি SBI কার্ড
প্রসঙ্গত উল্লেখ্য, ক্রেডিট কার্ড (SBI Credit Card) হলো পরিশোধ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত এক বিশেষ ধরনের কার্ড। শপিংমল, রেস্তোরাঁ অথবা বিভিন্ন অফিসিয়াল লেনদেনের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করলে ব্যবহারকারীরা অনেক টাকা সাশ্রয় করতে পারে। এতে ক্রেডিট কার্ড গ্রাহকদের অনেক সুবিধা হয়। পাওয়া যায় রিওয়ার্ডস পয়েন্ট। চাইলে আপনিও নিয়ম মেনে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। পাবেন একাধিক সুবিধা।