Murshidabad Tour: থাকা-খাওয়া একেবারে ফ্রি! হাতে ৩০০ টাকা থাকলেই অনায়াসে ঘুরে আসা যাবে মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহ্যবাহী জায়গা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Just 300 taka to visit different traditional places of Murshidabad Tour: পশ্চিমবঙ্গের ঐতিহাসিক জেলাগুলির মধ্যে অন্যতম মুর্শিদাবাদ। এই জেলা এক সময় বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী হিসেবে পরিচিত ছিল। বছরের বিভিন্ন সময় পর্যটকদের ভীড় লেগে থাকে এখানে। ভ্রমণ পিপাসু পর্যটক হোক বা কোন শিক্ষা কেন্দ্রের শিক্ষামূলক ভ্রমণই হোক। ঐতিহাসিক স্থান হিসেবে বেশিরভাগেরই প্রথম পছন্দ মুর্শিদাবাদ (Murshidabad Tour)। এখানে যাতায়াতের খরচও একেবারেই কম। মাত্র ৩০০ টাকার কিছু বেশি টাকায় ঘুরে আসা যায় মুর্শিদাবাদ। কিভাবে এত কম খরচে মুরশিদাবাদ ঘুরে আসা সম্ভব? সেখানে থাকা খাওয়ার খরচইবা কত? বিস্তারিত জানানো হলো এই প্রতিবেদনে।

Advertisements

ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদের সব থেকে বড় আকর্ষণ হল হাজারদুয়ারি প্যালেস। এছাড়াও আরো অনেক ঐতিহাসিক স্থান রয়েছে এখানে। যেমন নসিপুর রাজবাড়ী, কাঠগোলা বাগান, মতিঝিল, নিমক হারাম দেউরি, খোশবাগ, একাধিক কবরস্থান, রোশন বাগ, ভবানীশ্বর মন্দির আরো কত কি। এই সবকটি জায়গা একবারে ঘুরে আসার জন্য মাত্র দুদিনের ট্যুর (Murshidabad Tour) প্ল্যান করলেই যথেষ্ট। আপনি চাইলে একাও যেতে পারেন অথবা পরিবার বা বন্ধুবান্ধবকে সাথে নিয়েও যেতে পারেন। তার জন্য যে বেশি খরচ হবে তা কিন্তু নয়, খরচ বাড়তে পারে বড়জোর ১০০ থেকে ১৫০ টাকা।

Advertisements

মুর্শিদাবাদ (Murshidabad Tour) যাওয়া খুবই সোজা। শিয়ালদা স্টেশন থেকে লালগোলাগামী যে কোন ট্রেনে উঠলে মুর্শিদাবাদ পৌঁছে যাওয়া যায়। স্টেশনের নাম মুর্শিদাবাদ দেওয়া থাকলেও, পুরো এলাকাটা কিন্তু মূলত লালবাগ নামেই পরিচিত। এছাড়াও চিৎপুর স্টেশন থেকেও ট্রেনে করে মুর্শিদাবাদ স্টেশন অব্দি যাওয়া যায়। লালগোলা প্যাসেঞ্জার, হাজারদুয়ারি এক্সপ্রেস, ভাগীরথী এক্সপ্রেস, ধনধান্যে এক্সপ্রেস যেকোনো একটি ট্রেনে উঠলেই মুর্শিদাবাদ পৌঁছানো যাবে। সাধারণ টিকিট কেটে যাতায়াত করলে খরচ পড়তে পারে মাথাপিছু ৪৫ টাকা থেকে ৮০ টাকার মধ্যে। আর যদি আগে থেকে টিকিট রিজার্ভেশন করে যান তাহলে একটু বেশি খরচ হলেও হতে পারে। আপনি চাইলে মুর্শিদাবাদ স্টেশনে না নেমে বহরমপুর কোর্ট স্টেশনেও নামতে পারেন। সেখান থেকে লালবাগ অব্দি ১০ কিলোমিটার পথ অতিক্রম করার জন্য আপনি অটো ধরতে পারেন। উপরি পাওনা হিসেবে ভগিরথীর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন যাত্রাপথে।

Advertisements

আরও পড়ুন ? Travel Spot: উত্তরবঙ্গ মানেই দার্জিলিং নয়, ভারত-ভুটানের নদীর পাড়ের এই গ্রাম গেলেও মন ছড়িয়ে যায়

মুর্শিদাবাদে থাকার জায়গা নিয়ে কোন সমস্যা নেই। রয়েছে একাধিক হোটেল, এমনকি সরকারি লজও। আপনি যদি হোটেলে থাকতে চান তাহলে পর্যটন কেন্দ্রের মধ্যেই থাকতে পারবেন। তবে সেখানকার খরচ পড়বে এক রাতের জন্য ৮০০ থেকে ১০০০ টাকা। আর সরকারি লজগুলিতে থাকতে গেলে আগে থেকে বুকিং করে যেতে হবে। কিন্তু আপনি যদি খরচ বাঁচাতে চান, তাহলে ফ্রি তে থাকার ব্যবস্থাও রয়েছে। চলে যেতে পারেন ডাহা পারা জগতবন্ধু ধামে। তবে হ্যাঁ পর্যটন কেন্দ্র থেকে এই ধামে পৌঁছানোর জন্য আপনাকে গঙ্গা পেরোতে হবে। সেই ধামে সকলের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এছাড়া আপনি মুর্শিদাবাদের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিকে ঘুরে দেখার জন্য টোটো, অটো, ঘোড়ার গাড়ি ভাড়া করতে পারবেন। ঘোড়ার গাড়ির খরচ একটু বেশি। কিন্তু টোটো বা অটোর খরচ তেমন কিছু নয়। তবে আপনি যদি একেবারে নিঃখরচায় ভ্রমণ করতে চান তাহলে চাইলেই হেঁটে ঘুরতে (Murshidabad Tour) পারবেন প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে।

মাত্র ২ দিনের ছুটিতেই চলে আসতে পারেন মুর্শিদাবাদ (Murshidabad Tour)। বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়লে মুর্শিদাবাদ পৌঁছে সেদিনই ঘুরে আসতে পারবেন হাজারদুয়ারি, নসিপুর রাজবাড়ী, মতিঝিল, কবরস্থান, কাঠগোলা বাগান, খোশবাগ, রোশনবাগ এবং ভবানীশ্বর মন্দির। আর দ্বিতীয় দিনে ঘুরে আসতে পারেন মতিঝিল পার্ক, তার সাথে একই দিনে যেতে পারবেন বহরমপুরের কাশিমবাজার রাজবাড়িতেও। আপনি চাইলে সেখান থেকে সরাসরি বহরমপুর কোর্ট স্টেশন থেকে ট্রেন ধরতে পারেন অথবা লালবাগে ফিরে এসে মুর্শিদাবাদ স্টেশন থেকে শিয়ালদা গামী ট্রেন ধরতে পারেন। আপনার সম্পূর্ণ যাতায়াতে খরচ পড়বে ৩০০ টাকা বা তার সামান্য বেশি।

Advertisements