Bring savings account under fixed deposit easily through Auto Sweep System: নিশ্চিত রিটার্ন পাওয়ার আসায় ব্যাংকের বিভিন্ন প্রকার প্রকল্পে বিনিয়োগ করেন সাধারণ মানুষ। সরকারি বেসরকারি উভয় ব্যাংকে প্রচলিত সেভিংস অ্যাকাউন্টের তুলনায় বেশি সুদ পাওয়া যায় ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে। নিয়ম অনুযায়ী, ব্যাংকের আওতায় যেকোনো প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করতে হলে সবার আগে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হয় বিনিয়োগকারীর নামে। ব্যাংক গুলিতে আরো একটি নিয়ম (Auto Sweep System) প্রচলিত আছে। যেটি ব্যবহার করলে ফিক্স ডিপোজিটের মতন চড়া সুদ পাওয়া যাবে সেভিংস অ্যাকাউন্টে সঞ্চিত অর্থে উপরে।
বর্তমান নিয়ম অনুযায়ী, বেসরকারি বা সরকারি যেকোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের ওপর ২.৫ শতাংশ থেকে ৪ শতাংশ অব্দি সুদ পাওয়া যায়। অথচ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৫ শতাংশ থেকে ৮ শতাংশ সুদ পাওয়া যায়। ব্যাংকের উপর নির্ভর করে এই সুদের পরিমাণে তারতম্য দেখা যায়। কিন্তু কোনো গ্রাহক যদি চান, তাহলে ফিক্স ডিপোজিটের হাই রেটে সেভিংস অ্যাকাউন্টে ও সুদ পেতে পারেন। সামান্য একটি সুযোগ (Auto Sweep System) যুক্ত করে নিলেই এই সুবিধা পেতে পারেন গ্রাহকরা।
এই প্রকল্পটির নাম অটো সুইপ সিস্টেম (Auto Sweep System)। ফিক্স ডিপোজিটের হারে সুদ পেতে হলে সেভিংস অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে হবে এই অটো সুইপ সিস্টেমটিকে। অটো সুইপ সিস্টেমটি আপনার সেভিংস অ্যাকাউন্টকে একটি নির্দিষ্ট মাত্রার পর ফিক্স ডিপোজিটে রূপান্তরিত করবে। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে সঞ্চিত টাকার পরিমাণ নির্দিষ্ট সীমা অতিক্রম করলেই, অ্যাকাউন্টটি ফিক্স ডিপোজিটে রূপান্তরিত হবে। তাহলেই আপনার সুদের হারও সেভিংস অ্যাকাউন্টের পরিবর্তে ফিক্স ডিপোজিটের হারে পরিবর্তিত হয়ে যাবে নিজে থেকেই। আবার যদি নির্দিষ্ট সীমার নিচে নেমে যায় টাকার পরিমান, তাহলে নিজে থেকে আবারও সেভিংস অ্যাকাউন্টে পরিণত হবে অ্যাকাউন্টটি। এইভাবে একটা অ্যাকাউন্টেই সেভিংস এবং এফডি ২ টো সুবিধাই পাওয়া যাবে।
আরও পড়ুন ? BoB Credit Card: মাথায় হাত গ্রাহকদের, এবার এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে বেড়ে গেল সুদের হার
ব্যাঙ্ক গুলিতে ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা থাকে। সেই সময় শেষ হবার পর লগ্নি করা টাকার সাথে অতিরিক্ত সুদ ফেরত পান বিনিয়োগকারী। কেউ যদি সময়ের আগে সেই টাকা তুলে নেন তাহলে তাকে জরিমানা দিতে হয় কিছু টাকা। কিন্তু অটো সুইপ সিস্টেমে (Auto Sweep System) এই সমস্যা ভোগ করতে হয় না। এই পদ্ধতিতে এফডির ক্ষেত্রে কোন লগ ইন পিরিয়ডের ঝামেলা নেই। অর্থাৎ আপনি যখন ইচ্ছা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারেন ।
আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন তাহলে ইউনো অ্যাপ কিংবা অনলাইনের মাধ্যমে অটো সুইপ সিস্টেমের (Auto Sweep System) সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন। ইন্টারনেট ব্যাংকিং করতে চাইলে, প্রথমে লগইন করে এফডি অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে। সেখানে ড্রপডাউন মেনু থেকে অটো সুইপ সিস্টেম টি বেছে নিলেই পদ্ধতিটি চালু হয়ে যাবে। আর আলাদা কিছু করার প্রয়োজন নেই। ইউনো আপের ক্ষেত্রেও একই পদ্ধতিতে অটো সুইপ সিস্টেম চালু করা যায়।