LPG Price Reduced: ধপাস করে অনেকটাই পড়ল রান্নার গ্যাসের দাম, নতুন দাম কার্যকর ১ জুন থেকেই

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস এখন দেশের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে অত্যন্ত প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। এখন অধিকাংশ গৃহস্থালিরা রান্নার গ্যাস (LPG) ব্যবহার করে থাকেন, এছাড়াও হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ সব জায়গাতেই মোটামুটি ভাবে রান্নার গ্যাসই ব্যবহার হয়। কাঠ কয়লা পরিবেশ দূষণের জন্য এতটাই দায়ী হয়ে উঠেছে যে মানুষ এখন নিজেদের কাজকে সহজ করতে এবং পরিবেশ বাঁচাতে রান্নার গ্যাস ব্যবহার করার উপর জোর দিচ্ছেন।

Advertisements

পরিবেশ দূষণ কমাতে এবং গৃহস্থালিদের ও রান্নার কাজে নিযুক্তদের কষ্ট কমাতে সরকারের তরফ থেকেও রান্নার গ্যাস কানেকশন দেওয়ার জন্য অতি তৎপর মনোভাব নিয়ে কাজ চালানো হচ্ছে। তবে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করার ক্ষেত্রে বারবার যে অভিযোগ আসে তা হল এর দাম। বিভিন্ন সময় এর দাম এমন জায়গায় পৌঁছে যায় যে নিম্নবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যদের গ্যাস সিলিন্ডারে হাত দিতে গিয়ে ছ্যাঁকা লাগে।

Advertisements

যদিও রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে গত কয়েক মাস ধরেই সুখবর পাচ্ছেন দেশের মানুষেরা। সে সাধারণ গৃহস্থালিদের জন্য ব্যবহৃত ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার হোক অথবা বাণিজ্যিকভাবে ব্যবহৃত ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার। গত কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডারের দামে লাগাম পড়ছে, কমছে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম (LPG Price Reduced)।

Advertisements

আরও পড়ুন ? LPG Biometric: গ্যাস সিলিন্ডার পাওয়া নিয়ে চিন্তা নেই! বায়োমেট্রিক নিয়ে এবার নয়া সিদ্ধান্ত নিল সংস্থা

শনিবার ১ জুন, অন্যান্য মাসের মত চলতি মাসের শুরুতেও রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে। শেষ দফা ভোটগ্রহণের দিন এবার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের উপর বিপুল পরিমাণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। শুধু সিদ্ধান্ত নয়, এবার ১ জুন থেকে নতুন যে দাম কার্যকর হলো তাতে দেখা যাচ্ছে, দাম কমেছে ৭০ টাকার বেশি।

কলকাতায় ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৭২ টাকা কমে ১৮৫৯ টাকা থেকে দাঁড়িয়েছে ১৭৮৭ টাকা। দিল্লিতে ৬৯.৫০ টাকা কমে ১৭৪৫.৫০ টাকা থেকে হল ১৬৭৬ টাকা। মুম্বাইয়েও দিল্লির মতোই একই পরিমাণ দাম কমেছে এবং ১৬৯৮.৫০ টাকা থেকে কমে দাম দাঁড়াল ১৬২৯ টাকা। চেন্নাইয়ে গত মাসে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছিল ১৯১১ টাকা, জুন মাসে ৭০.৫০ টাকা কমে দাম দাঁড়াল ১৮৪০.৫০ টাকা। তবে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম জুন মাসে অপরিবর্তিত রেখেছে সংস্থাগুলি।

Advertisements