Multibagger Stock: ১৪৫ টাকার এই স্টক বেড়ে হয়েছে ৩৪০০ টাকা! সময় লেগেছে মাত্র ৪ বছর

Prosun Kanti Das

Published on:

Advertisements

This multibagger stock has gained 321% in just four years: বর্তমানে বিভিন্ন রকম কর্মের পাশাপাশি অনেকেই শেয়ার বাজারে বিজনেস করে। যা সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকে। যেখানে বেশ কিছু দায়বদ্ধ কোম্পানি তাদের স্টক এক্সচেঞ্জ করার জন্য মার্কেটে তালিকাভুক্ত থাকে। বিভিন্ন শেয়ার হোল্ডাররা সেইসব শেয়ার কেনা বেচা করে। তবে এক্ষেত্রে লাভ লোকসান থাকে। তবে সাম্প্রতিক শেয়ার বাজারের একটি স্টক দিচ্ছে দারুন বাম্পার রিটার্ন। যার মাত্র চার বছরে স্টক মূল্য বেড়েছে ৩২১% (Multibagger Stock)। কি সেই স্টকের নাম? কত টাকাই বা বেড়েছে?

Advertisements

প্রকাশ্যে এসেছে ৪ বছর পূর্বের শেয়ার বাজারের লিস্ট। যেখানে ১৪৫ টাকায় একটি স্টকের এক্সচেঞ্জ নিবন্ধিত করা হয়েছিল। নিবন্ধিত হওয়ার পর থেকেই বৃদ্ধি পেয়ে আসছে সেই স্টকের মূল্য। বর্তমানে যার দর দাঁড়িয়েছে ৩,৪০০ টাকায়। যা বিক্রি করলে রিটার্ন মিলবে প্রায় ২,৫০০ শতাংশ। বিশেষজ্ঞদের দাবি আরো বৃদ্ধি পাবে এই স্টকের মূল্য।

Advertisements

শেয়ার বাজারে বাম্পার রিটার্ন প্রদানকারী এই স্টকের নাম হল মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড (Multibagger Stock)। ২০২০ সালের ২৯শে সেপ্টেম্বর আইপিও আনে জাহাজ নির্মাণকারী কোম্পানির এই স্টক। যার সাবস্ক্রিপশন উইন্ডো ওপেন করা ছিল ওই বছরেরই ১লা অক্টোবর পর্যন্ত। পরবর্তীতে ১২ই অক্টোবর বোম্বের স্টক এক্সচেঞ্জে তালিভুক্ত হয় ১৪৫ টাকার প্রাইস ব্যান্ডের এই স্টক। যা লিস্টিংয়ের সময় ২১৬.২৫ টাকা দর উঠেছিল শেয়ার বাজারে।.সেই লিস্টিংয়ের দিনে স্টকের শেষ ট্রেডিং প্রাইস উঠেছিল ১৭৩ টাকায়। তারপর থেকেই ক্রমাগত হারে বৃদ্ধি পেয়েছে এই স্টকের গ্রাফ।

Advertisements

আরও পড়ুন ? RBI Gold Reserve: ব্রিটিশদের থেকে টন টন সোনা ফিরল দেশে! RBI-এর বড় পদক্ষেপে বাড়ল ভারতে সোনা মজুতের পরিমাণ

গত ১ বছরের হিসাব বলছে, ২০২৩ সালে ৩০মে এই স্টক মূল্য দাঁড়িয়েছিল ৮০১.৪৫ টাকায়। তারপরে বাড়তে বাড়তে ২০২৪ সালের ৩০মে মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড স্টকের সর্বোচ্চ দাম উঠেছে ৩,৪০০ টাকায়। যা গত এক বছরে ৩২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ৬ মাসের মধ্যে এই স্টকের মূল্য বৃদ্ধি পেয়েছে ৭৩ শতাংশ। আবার ১ মাসের হিসাব বলছে এই স্টকের মূল্য বৃদ্ধি পেয়েছে ৪৫%। তবে আরো বাড়বে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা।

স্টকের দাম যেমন বৃদ্ধি পেয়েছে তেমন জাহাজ নির্মাণকারী কোম্পানির নিট লাভ হয়েছে দ্বিগুণ। ২০২৩-এর অর্থবর্ষে শেষ ত্রৈমাসিকে এই স্টক কোম্পানির নিট লাভ ছিল ৩২৬ কোটি টাকা। ২০২৪-এর প্রথম ৩ মাসে লাভ করেছে ৬৬৩ কোটি টাকা। অপরদিকে আবার ২৯মে এইডলেস ফিনান্সিয়াল সার্ভিসে শেয়ার বাজার বিক্রি করতে শোরগোল পড়ে যায় স্টক মার্কেটে। কারণ RBI তরফে এই কোম্পানির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় সেই দিন। ফলে এক ঝটকায় স্টক মূল্য নেমে যায় ১৭ শতাংশে। বৃহস্পতিবারে এই কোম্পানির স্টক নেমেছিল প্রায় ৬৪ টাকায়।

Advertisements