Viral Theft Video: চলন্ত ট্রাক থেকে এইভাবে মাল সাফাই! হার মানাবে সিনেমাকেও

Prosun Kanti Das

Published on:

Advertisements

Video of Filmy-style theft of goods from moving truck has gone viral: একদম ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় কাউকে কিছু না বলে তার জিনিস নেওয়া উচিত নয়। একে চুরি বলে। এই কাজ খুবই অন্যায়জনক এবং শাস্তিযোগ্যও বটে। পাশাপাশি আরেকটি প্রবাদ বাক্য আমরা শুনেছি ছোটবেলা থেকেই। “চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা”। এতদিনে হয়তো বিভিন্ন রকম চুরির ঘটনা আপনারা শুনেছেন কোনটা মজাদার তো কোনটা ভয়ানক। সম্প্রতি চুরি করার একটি ভিডিও (Viral Theft Video) সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। ভিডিও দেখে হতবাক নেটিজেনরা।

Advertisements

আপনি যদি সোশ্যাল মিডিয়ার সক্রিয় ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনারও নজরে এসেছে। চলন্ত ট্রাক থেকে ভয়ানক পদ্ধতিতে চুরি করা হচ্ছে কিছু জিনিসপত্র। ঠিক যেন ধুম সিনেমাটির প্রতিচ্ছবি। তবে কল্পনিকভাবে ক্যামেরার কার সাজিতে নয়, বাস্তবে এই ঘটনা ঘটিয়েছেন ৩ ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হওয়া এই ভিডিওটি (Viral Theft Video) নেটিজেনদের এক প্রকার স্তম্ভিত করে দিয়েছে।

Advertisements

হাইওয়ে ধরে মাল বোঝাই একটি ট্রাক এগিয়ে চলেছে নিজের গন্তব্যে। তার পিছনে পিছনে সমানভাবে এগিয়ে চলেছে একটি বাইক। সেই বাইকের সাহায্যে ২ জন ব্যক্তি ট্রাকের উপর উঠে সেখান থেকে মালপত্র চুরি করে, আবার লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন বাইকে। সিনেমার একাধিক স্টান্ট কে হার মানাবে বাস্তবের এই ঘটনা, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে আগ্রা-মুম্বাই হাইওয়েতে। এই চুরির ঘটনার সাথে জড়িত ৩ জন ব্যক্তি। ১ জন বাইকটি চালাচ্ছিলেন। বাকি ২ জন ট্রাকে চড়ে সেখান থেকে মালপত্র চুরি করে নিচে নিয়ে আসেন।

Advertisements

আরও পড়ুন ? Viral Video of Soldier: স্যালুট ভারতীয় সেনাদের! দেশের জন্য পাপড় সেঁকা গরমেও কর্তব্যে অবিচল

দেওয়াস-শাহজাপুরের পথে চুরি করার এই বিপদজনক ভিডিওটি (Viral Theft Video) রেকর্ডিং করা হয়েছে একটি চলন্ত গাড়ির মধ্যে থেকে। ভিডিওটি তে দেখা গেছে, একটি মাল বোঝাই করা ট্রাক হাইওয়ে ধরে এগিয়ে চলেছে, তার ঠিক পিছনে ট্রাকের গা ঘেঁষে এগিয়ে চলেছে একটি বাইক। হঠাৎ করে ট্রাকের উপর থেকে একটি মাল বোঝাই বস্তা রাস্তার উপর ছুড়ে ফেলতে দেখা যায়। তার পরো মুহূর্তেই ২ জন ব্যক্তিকে ট্রাকের উপর থেকে মাল বেঁধে রাখার জন্য ব্যবহৃত দড়ি ধরে নেমে আসতে দেখা যায় ভিডিওতে।

ওই ২ জন ব্যক্তি চলন্ত ট্রাক থেকে দড়ি বেয়ে নেমে চলন্ত বাইকে বসেন। প্রথম ব্যক্তি বসার সময় বাইকটি দুলে উঠলেও, কোন বিপদ ঘটেনি। তারপর নেমে আসেন দ্বিতীয় ব্যক্তিও। ভিডিওটি ভাইরাল (Viral Theft Video) হবার পর মধ্যপ্রদেশের পুলিশ এই চুরির সম্পর্কে জানিয়েছেন, এই ধরনের একটি ঘটনা নথিভুক্ত করা হয়েছে দিওয়াস এবং তারানা থানায়। অন্যদিকে স্থানীয় পুলিশ কর্তা ভীম সিং বলেছেন একেবারেই অন্য কথা। তিনি জানিয়েছেন, এমন কোন অভিযোগ করা হয়নি থানায়। কোন ট্রাক মালিক চুরির কোন ঘটনা অভিযোগ হিসেবে জানায়নি এখনো পর্যন্ত। ভাইরাল হওয়া ভিডিওটি তার কাছে এলে তিনি অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।

Advertisements