Adani UPI: রাতের ঘুম উড়ল গুগল পে, ফোন পের! UPI জগতে মেগা এন্ট্রি নিচ্ছেন আদানি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Adani is going to take mega entry in UPI world too: ভারতের ডিজিটালাইজেশনের প্রথম পদক্ষেপ ক্যাশলেস ট্রানজাকশন। বর্তমানে বেশিরভাগ ট্রানজেকশন হয় ক্যাশলেস। অনলাইন পেমেন্টের রমরমা চলছে সারা ভারত জুড়ে। সামান্য ১০/২০ টাকার ট্রানজেকশন করার জন্যও ইউপিআই প্রসেসকেই বেছে নেন সাধারণ মানুষ। ফলতো বেড়ে চলেছে ইউপিআই সংস্থাগুলির ব্যবসা। ইউপিআই এর মাধ্যমে হওয়া অনলাইন ট্রানজেকশন প্রতিবছর নতুন রেকর্ড গড়ে চলেছে। তাই এবার আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিও এন্ট্রি নিতে চলেছে এই ব্যবসায়। ইউপিআই ট্রানজেকশনের (Adani UPI) ক্ষেত্রে নতুন পরিষেবা চালু করতে চলেছে আদানি গ্রুপ। এছাড়াও যুক্ত হতে পারে নতুন ক্রেডিট কার্ড ব্যবসাও।

Advertisements

আদানি গ্রুপের ই-কমার্স এবং ফাইন্যান্স বিভাগ তাদের ব্যবসা বাড়াতে চাইছে। সেই উদ্দেশ্যে ইতিমধ্যে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের লাইসেন্স পাবার জন্য আবেদন করেছে আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। পাশাপাশি ক্রেডিট কার্ড পরিষেবা চালু করার জন্য বিভিন্ন ব্যাংকের সাথে কথাও বলেছে এই সংস্থা। এই বিষয়ে সংস্থার পক্ষ থেকে সরাসরি কোন মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত। তবে বিশেষজ্ঞরা দাবি করেছেন, এই তথ্য যদি সঠিক হয় তবে গুগলপে, ফোন পে, অ্যামাজন পের মত সংস্থাগুলি আদানি গ্রুপের সামনে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে।

Advertisements

লেনদেন ছাড়াও অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও ব্যবসা বাড়াতে চাইছে আদানি গ্রুপ। ইতিমধ্যে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের মাধ্যমে অনলাইন শপিং এর অফারও করেছে এই সংস্থা। ওএনডিসি হলো একটি সরকারি ই-কমার্স পরিষেবা। এই অ্যাপ থেকে অনলাইন শপিং করতে গেলে অনলাইন পেমেন্টের সুবিধা থাকা বাঞ্ছনীয়। ২০২০ সালের ফ্লাইট বা হোটেল বুকিং এর জন্য আদানি ওয়ান নামক একটি অ্যাপ চালু করা হয়েছিল। মূলত ভ্রমণ সংক্রান্ত পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে। আদানি গ্রুপের বর্তমান পরিকল্পনা সফল হলে সেই অ্যাপের মাধ্যমে চালু করা হবে অনলাইন শপিং এবং পেমেন্টের ব্যবস্থাও।

Advertisements

আরও পড়ুন ? JioFinance App: রাতের ঘুম উড়ল গুগল পে, ফোন পে’র! টেক্কা দিতে নতুন UPI অ্যাপ লঞ্চ করল জিও

আদানি গ্রুপ ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেসের ব্যবসায় (Adani UPI) যুক্ত হতে চাইলেও এই বিভাগটি কিন্তু মোটেও ফাঁকা নেই। একাধিক সংস্থা রীতিমতো গ্রাহক সংগ্রহের লড়াই এ নেমে পড়েছে এই বিভাগের। অনলাইন পেমেন্টের বাজারে সবথেকে বেশি অংশ দখল করে রয়েছে গুগল পে এবং ফোন পে এর মত সংস্থাগুলি। অন্যদিকে পেটিএম, অ্যামাজন পে টাটা ইত্যাদি সংস্থা গুলি মুদি সদায় থেকে জামা কাপড় অনলাইনে যে কোন কেনাকাটায় শিপিং এর সুবিধা দেয়।

তাই হয়তো আদানি গ্রুপ ইউপিআই (Adani UPI) পেমেন্টের পাশাপাশি নিয়ে আসতে চলেছে খুব ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের ব্যবস্থা। বিভিন্ন ক্রেডিট কার্ড সংস্থা নির্দিষ্ট ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করে করলে সেই ক্রেডিট কার্ডগুলিকে বলে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড। এই ধরনের ক্রেডিট কার্ড গুলি থেকে নির্দিষ্ট সেই ব্র্যান্ডের প্রোডাক্ট কিনলে ক্যাশব্যাক থেকে শুরু করে একাধিক ছাড়ের সুযোগ সুবিধা পাওয়া যায় সেখান থেকে। রিওয়ার্ডস পয়েন্ট থেকেও বিভিন্ন প্রোডাক্টে ছাড় পাওয়া যেতে পারে।

Advertisements