Indian Railways Duplicate Ticket: সহজ হল ছিঁড়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ট্রেনের টিকিট পাওয়ার নিয়ম, তবে লাগবে খরচ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনই আমরা ভারতীয় রেলের (Indian Railways) উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গার যাতায়াত করে থাকি। দেখতে দেখতে ট্রেনে যাতায়াতকারীদের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে আগে যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করত, এখন সেই জায়গায় প্রতিদিন কোটি কোটি যাত্রী যাতায়াত করেন। আগামী দিনে এই সংখ্যাটা আরও কয়েকগুণ বেড়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

Advertisements

ভারতীয় রেলের যে কোন ট্রেনে চড়ার জন্য যাত্রীদের কাছে বাধ্যতামূলকভাবে একটি বৈধ টিকিট থাকতে হবে। বৈধ টিকিট না থাকলে বিপুল অংকের টাকা জরিমানা হিসাবে যাত্রীদের থেকে নিয়ে থাকেন টিটিই। তবে অনেক সময় যাত্রীরা বৈধ টিকিট করলেও সেই টিকিট কোন কারণবশত ছিঁড়ে যায় অথবা হারিয়ে যায়। টিকিট ছেড়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চিন্তিত হয়ে পড়েন যাত্রীরা।

Advertisements

তবে এই ধরনের ঘটনা ঘটলে চিন্তার কোন কারণ নেই। কেননা এই ধরনের ঘটনায় রেলের তরফ থেকে যাত্রীদের ডুপ্লিকেট টিকিট (Indian Railways Duplicate Ticket) দেওয়া হয়ে থাকে। খুব সহজেই যাত্রীরা এই ধরনের ঘটনায় ডুপ্লিকেট টিকিট পেয়ে থাকেন। তবে ডুপ্লিকেট টিকিট পাওয়ার জন্য যাত্রীদের অবশ্যই টাকা খরচ করতে হয়।

Advertisements

আরও পড়ুন ? Gede to Alipurduar Train: অনেক কম সময়ে নদীয়ার গেদে থেকে যাওয়া যাবে আলিপুরদুয়ার, নতুন ট্রেন রুটের পরিকল্পনা

টিকিট ছিঁড়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়ার মত ঘটনা ঘটলে প্রথমেই যাত্রীদের টিটিই অথবা স্টেশনে থাকা টিকিট কাউন্টারে যোগাযোগ করতে হবে এবং তাদের পুরো বিষয়টি জানাতে হবে। রেলের তরফ থেকে আবেদনের ভিত্তিতে এবং যাত্রীর নথি যাচাই করার পর যাত্রীকে একটি ডুপ্লিকেট টিকিট দেওয়া হয়। এই ডুপ্লিকেট টিকিট আসল টিকিটের মতোই বৈধ এবং দেখতেও অনেকটা একই রকম। তবে আসল টিকিটের থেকে সহজেই তা আলাদা করা যায়।

ডুপ্লিকেট টিকিটের জন্য সেকেন্ড ক্লাস বা স্লিপার ক্লাসের জন্য ৫০ টাকা দিতে হয়। এই দুই ক্লাসের উচ্চ ক্লাসের জন্য দিতে হয় ১০০ টাকা। অন্যদিকে ছিঁড়ে যাওয়ার টিকিটের ক্ষেত্রে ভাড়ার ২৫ শতাংশ দিয়েও টিকিট পাওয়া যায়। তবে মনে রাখতে হবে এই ধরনের ডুপ্লিকেট টিকিট তখনই সম্ভব যদি টিকিট কনফার্ম হয়। কোন ওয়েটিং লিস্টের টিকিটের ক্ষেত্রে এমনটা সম্ভব হয় না।

Advertisements