নিজস্ব প্রতিবেদন : চলতি বছর লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই মোদি সরকার তৃতীয়বারের জন্য সরকার গঠন করবে তা এক প্রকার নিশ্চিতভাবে বহু রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং ভোটকুশলিরা বলে দিয়েছেন। আর সেই পূর্বাভাসকে সত্যি করেই তৃতীয় বারের জন্য সরকার গঠনের প্রাথমিক ট্রেন্ডে মোদি সরকার (Modi Government)। আর সবকিছু যদি ঠিকঠাক ভাবে চলে তাহলে ৫৪টি শেয়ারে রকেটের গতি উঠবে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
যে সকল শেয়ারের (Stock Market) দাম বাড়তে পারে সেই সকল শেয়ারগুলিকে বলা হচ্ছে মোদী স্টক অর্থাৎ যে সকল স্টকগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতি এবং উদ্যোগ থেকে সরাসরি উপকৃত হয়। বাজার বিশ্লেষকদের তরফ থেকে দাবি করা হচ্ছে তৃতীয়বারের জন্য মোদি সরকার সরকার গঠন করলেই এই সকল স্টকগুলি লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে। বিভিন্ন ব্রোকারেজ ফার্মগুলির বিশ্লেষকরা এই সকল সংস্থা এবং তাদের স্টকগুলিকে চিহ্নিত করেছেন।
যে ৫৪ টি স্টকের কথা বলা হচ্ছে সেগুলি হল প্রতিরক্ষা ও উৎপাদন সেক্টরের হ্যাল, হিন্দুস্তান কপার, ন্যালকো, ভারত ইলেকট্রনিক্স, কামিন্স ইন্ডিয়া, সিমেন্স, এবিবি ইন্ডিয়া, সেইল, ভেল, ভারত ফোর্জ। প্রতিরক্ষা ও উৎপাদন সেক্টর ছাড়াও পরিবহন ও পরিকাঠামো সেক্টরের স্টকগুলি হল সিন্ধু টাওয়ার, জিএমআর বিমানবন্দর, আইআরসিটিসি, কন্টেইনার কর্পোরেশন অব ইন্ডিয়া। টেলিকম বিভাগের যে সকল সংস্থার শেয়ার লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে সেগুলি হল ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং ইন্ডাস টাওয়ারস।
ব্যাঙ্কিং ও ফিন্যান্স সেক্টরের যে সকল শেয়ার লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে বলে আশা করা হচ্ছে সেগুলি হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানারা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা। শক্তি সেক্টরের যে সকল শেয়ারের রকেটের গতি আসতে পারে বলে আশা করা হচ্ছে সেগুলি হল এনটিপিসি, এনএইচপিসি, পিএফসি, আরইসি, টাটা পাওয়ার, এইচপিসিএল, গেইল, জেএসপিএল, পাওয়ার গ্রিড কর্পোরেশন, ওএনজিসি, কোল ইন্ডিয়া, পেট্রোনেট এলএনজি, বিপিসিএল, আইওসিএল।
এছাড়াও তালিকায় রয়েছে আদানি পোর্টস, অম্বুজা সিমেন্টস, এসিসি, ইন্ডিয়ান হোটেলস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এলএন্ডটি, আল্ট্রাটেক সিমেন্ট, শ্রী সিমেন্ট, দ্য ইন্ডিয়া সিমেন্ট, ডালমিয়া ভারত, দ্য রামকো সিমেন্টস। এই ধরনের বিভিন্ন শেয়ারের দাম তৃতীয়বার মোদি সরকার সরকার গঠন করলেই রকেটের গতি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে একাধিক ব্রোকারেজ সংস্থা। আর সেই সকল ব্রোকারেজ সংস্থার মধ্যে রয়েছে ফিলিপ ক্যাপিটালের মতো সংস্থা।