নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup) শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক টুর্নামেন্টের মতোই আইসিসির টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বিপুল পরিমাণ অর্থ (T20 World Cup Prize Money) জয়ী, রানার্স আপ দলের হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও অন্যান্য টুর্নামেন্টের মতোই বিভিন্ন ধরনের পুরস্কার রয়েছে এই টুর্নামেন্টেও।
এই বছর টি-টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের খেলা শুরু হয় ২ জুন অর্থাৎ রবিবার। ইতিমধ্যেই সাতটি ম্যাচ হয়ে গিয়েছে। এবার ভারত এই টুর্নামেন্টে ৫ জুন অর্থাৎ বুধবার প্রথম মাঠে নামতে চলেছে। বুধবার টিম ইন্ডিয়ার প্রথম খেলা রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেই টিম ইন্ডিয়া এবার তাদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সফর শুরু করতে চলেছে।
এবার টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই আইসিসির তরফ থেকে একটি ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণায় বলা হয়েছে, তারা এবার চ্যাম্পিয়ন দল থেকে শুরু করে রানার্স আপ ও অন্যান্য ট্রফি জয়ীদের হাতে কত টাকা তুলে দেবে। এক্ষেত্রে যে পরিমাণ টাকার ঘোষণা করা হয়েছে তা টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে আইসিসি কোনদিন কোন চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেয়নি।
আরও পড়ুন ? ICC New Rule: ফিল্ডারদের রাতের ঘুম উড়াল ICC, ৬০ সেকেন্ডের ওলটপালটেই শাস্তি, আসছে নতুন নিয়ম
আইসিসির বিবৃতি থেকে জানা গিয়েছে, ২০২৪ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য মোট ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩.৭ কোটি টাকা খরচ করা হচ্ছে। এই টুর্নামেন্টে যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ২.৪৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০.৪ কোটি টাকা। বিজয়ী দলের পাশাপাশি রানার্সআপ দল কেউ যে খুব একটা কম পুরস্কার দেওয়া হচ্ছে তা নয়। তারা পাবে ১.২৮ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০.৬ কোটি টাকা।
এছাড়াও যে সকল দল সেমিফাইনাল পর্যন্ত নিজেদের যাত্রা করতে পারবে তারা পাবে ভারতীয় মুদ্রায় প্রায় ৬.৫ টাকা করে আর্থিক পুরস্কার। এছাড়াও সুপার এইট রাউন্ড পর্যন্ত যে সকল দল সফর করতে পারবে তারা প্রত্যেকে ৩ লক্ষ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার করে আর্থিক পুরস্কার পাবে। এছাড়াও লিগ পর্যায়ে যে সকল দলগুলি ৯ থেকে ১২ নম্বর স্থানে থাকবে তারা প্রত্যেকে ২ লক্ষ ৪৭ হাজার ৫০০ মার্কিন ডলার আর্থিক পুরস্কার পাবে। আর যে সকল দল ১৩ থেকে ২০ নম্বরের মধ্যে লিগ টেবিলে থাকবে তারা প্রত্যেকে ২ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার আর্থিক পুরস্কার পাবে। এছাড়াও প্রত্যেকটি ম্যাচ যে সকল টিম জয় করবে তারা ৩১ হাজার ১৫৪ মার্কিন ডলার করে আর্থিক পুরস্কার পাবে।