PAN Aadhaar Link: ছোট্ট একটি কাজ না করলেই ডবল শাস্তি! নতুন আপডেট দিল আয়কর বিভাগ

Prosun Kanti Das

Published on:

Advertisements

The income tax department gave a new update about the PAN Aadhaar Link: গতবছর অর্থাৎ ২০২৩ থেকেই বারংবার ঘোষণা করা হচ্ছিল যে প্রত্যেক ভারতীয় নাগরিকের তাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক করা বাধ্যতামূলক। প্রথম ধাক্কায় বেশ কিছু সচেতন নাগরিক এই গুরুত্বপূর্ণ কাজ সেরে নিলেও, এমন বহু মানুষ আছেন যারা আজও প্যান কার্ডের সাথে তাদের আধার কার্ডের লিংক (PAN Aadhaar Link) করাতে সক্ষম হননি। সরকার থেকে দফায় দফায় সতর্কতা জারি করা হলেও কানে নেননি বহু মানুষ। এবার তাই আয়কর দপ্তর সোচ্চার তুলেছেন এই ব্যাপারে।

Advertisements

প্রথমে ২০২৪ এর ৩১ শে মার্চ পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক (PAN Aadhaar Link) করার। এর মধ্যেও বহু মানুষ বাকি থেকে যাওয়ায় সেই সময়সীমা বর্ধিত করে ৩১শে মে পর্যন্ত করা হয়েছিল। আর এই বিষয়ে জোর দেওয়ার জন্যই এবার উঠে পড়ে লেগেছে আয়কর দপ্তর। প্রতিবেদনটি এগোনোর আগে চলুন জেনে নেওয়া যাক আপনি কিভাবে বুঝবেন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা!

Advertisements
  1. আয়কর দপ্তরের যে ই-ফাইলিং পোর্টাল আছে, সর্বপ্রথম সেই পোর্টালে প্রবেশ করতে হবে। পোর্টালটি হলো www.incometax.gov.in
  2. হোমপেজে প্রবেশ করার পর ‘কুইক লিংক’ নামক একটি অপশন আপনার চোখে পড়বে। এই লিংকের ওপর ক্লিক করুন।
  3. এরপর ‘আধার স্ট্যাটাস’ নামক অপশনে ক্লিক করলে আপনার সামনে স্ক্রিনে একটি নতুন পেজ আসবে, যেখানে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড দুটোরই নম্বর দিতে হবে।
  4. নমর দুটি বসানোর পরে আপনাকে একটি মেসেজ দেওয়া হবে। যদি লিংক করা হয়ে থাকে তবে আসবে – ‘আপনার প্যান কার্ডটি ইতিমধ্যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে’।
  5. আর যদি কার দুটি লিংক করা না হয়ে থাকে তবে জানাবে যে -‘প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিংক করা নেই’।

হঠাৎই আয়কর দপ্তর এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিয়ে বলেন যে, ৩১ শে মে এর মধ্যে আয়করদাতারা প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক (PAN Aadhaar Link) না করে থাকলে এরপর একটি বড় অংকের টিডিএস কাটা হবে। এই ঘোষণায় আয়কর দাতাদের মাথায় পড়ল হাত। পূর্বে দশ শতাংশ কাঁটা আহত টিডিএস হিসেবে কিন্তু যদি তারা প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক না করে তবে ১০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ টিডিএস কাটা হবে।

Advertisements

প্রত্যেক ব্যক্তিকে একটি স্থায়ী PAN অ্যাকাউন্ট নম্বর বরাদ্দ করা হয়েছে। তাদের অবশ্যই আয়কর আইন ১৯৬১-এর ধারা ১৩৯ AA-এর বিধান অনুসারে আধারের সাথে তাদের PAN লিঙ্ক করতে হবে।

লিংক করা না থাকলে যে সমস্ত অসুবিধা পড়তে হতে পারে সেগুলি হল:
  • টিডিএস/টিসিএস কাট/সংগৃহীত হবে নন প্যান হারে
  • ফর্ম 15G/H গ্রহণযোগ্য হবে না বা PAN নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত বিদ্যমান ফর্ম 15 G/H অকার্যকর হয়ে যায়।
  • NSDL/CDSL নির্দেশিকা অনুসারে, ডিম্যাট অ্যাকাউন্ট খোলা এবং লেনদেন প্রক্রিয়াকরণ সীমাবদ্ধ থাকবে।
  • বর্তমান RBI নির্দেশিকা অনুসারে RBI বন্ডে বিনিয়োগ নিষ্ক্রিয় PAN-এর জন্য অনুমোদিত নয়।
  • বর্তমান RBI নির্দেশিকা অনুসারে সার্বভৌম গোল্ড বন্ডে বিনিয়োগ নিষ্ক্রিয় PAN-এর জন্য অনুমোদিত নয়।
  • আরও পড়ুন ? India China Trading: আমেরিকাকে ল্যাঙ! তলে তলে ভালোই জুড়েছে ভারত-চীন, পাত্তা পাচ্ছে না আমেরিকা

  • SEBI নির্দেশিকা অনুসারে, ISA অ্যাকাউন্ট খোলা এবং লেনদেন প্রক্রিয়াকরণ নিষ্ক্রিয় PAN-এর জন্য সীমাবদ্ধ থাকবে।
আধারের সাথে প্যান লিঙ্ক করতে, এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:
  • প্রথমে eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar দেখুন।
  • ‘PAN’ এবং ‘Aadhaar’ লিখুন এবং ‘Validate’ অপশনে ক্লিক করুন।
  • ‘Continue’-এ ক্লিক করুন, আধার এবং আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বর অনুযায়ী নাম লিখুন।
  • আধার কার্ডে শুধুমাত্র জন্মের বছর থাকলে “আমার আধার কার্ডে জন্মের বছর আছে”-এই অপশনে ক্লিক করুন এবং
  • তারপরে “আমি আমার আধার বিবরণ যাচাই করতে সম্মত” এবং “লিঙ্ক আধার”-এ ক্লিক করুন।
  • আপনার মোবাইল নম্বরে পাঠানো OTP-টি লিখুন এবং সর্বশেষে ‘Validate’-এ ক্লিক করুন।
Advertisements