Pradhan Mantri Ujjwala Yojana: রান্নার গ্যাস নিয়ে চিন্তা নেই। আধার কার্ড থাকলেই মিলবে সস্তায় সিলিন্ডার, শুধু করতে হবে এই একটি কাজ

Antara Nag

Published on:

Advertisements

Under Pradhan Mantri Ujjwala Yojana, cheap cylinders will be available only if you have an Aadhaar card: যত দিন যাচ্ছে ততই কপালে চিন্তার ভাঁজ পড়ছে মধ্যবিত্তদের। হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম। আকাশ ছোঁয়া হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। যার মধ্যে অন্যতম হলো গ্যাস সিলিন্ডার। যা প্রত্যেক বাড়িতেই রয়েছে। যেটা না থাকলে সংসারে রান্নাবান্না করা দুষ্কর হয়ে ওঠে গৃহিণীদের পক্ষে। ফলেই এই এলপিজি সিলিন্ডারের দাম বাড়লে আরো বড় ধরনের বিপদের মুখে পড়বে আমজনতা। তাই সাধারণের জন্যই আজকের এই প্রবন্ধে গ্যাস সিলিন্ডার সম্পর্কে জানানো হলো এক বিশেষ খবর (Pradhan Mantri Ujjwala Yojana)। যা সুবিধা করতে পারবে মধ্যবিত্তদের।

Advertisements

ইতিমধ্যেই গ্যাসের দাম গিয়েছে ১০০০-এর উপরে। যা কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষদের। পূর্বে মানুষ জ্বালানী দিয়ে উনানে রান্না করলেও বর্তমানে প্রায় প্রতি বাড়ি থেকেই উঠে গিয়েছে উনানের ব্যবহার। ফলেই গ্যাস সিলিন্ডার ছাড়া রান্না করা অসম্ভব গৃহিণীদের। আবার এদিকে সিলিন্ডারের দাম চড়া হওয়ায় পকেটে চাপ মধ্যবিত্তদের। তবে সেই মধ্যবিত্তদের কথা ভেবেই এক বিশেষ ঘোষণা করল কেন্দ্র সরকার।

Advertisements

সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষের কথা ভেবে এক বিশেষ প্রকল্প (Pradhan Mantri Ujjwala Yojana) উদ্ভাবন করল কেন্দ্র সরকার। যে প্রকল্পের মাধ্যমে ১০০০ টাকার পরিবর্তে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষেরা। যাতে মূল্যবৃদ্ধির কারণে গ্যাস সিলিন্ডার কিনতে আমজনতা সমস্যায় না পড়েন তার জন্য এই বিশেষ সুবিধা ঘোষণা করল ভারত সরকার। তবে অবশ্যই থাকতে হবে আধার কার্ড। সাথে আর কি কি প্রয়োজন জেনে নিন।

Advertisements

সাধারণ মানুষকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা উদ্ভাবন করল কেন্দ্র সরকার। যে প্রকল্পের অধীনে সাধারণ ঘরের মহিলারা পাবেন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার। অনলাইনে করা যাবে আবেদন। আবেদন গৃহীত হলেই অর্থ ছাড়াই বাড়িতে পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডার। তবে এই সুবিধা পাওয়ার জন্য মহিলাদের থাকতে হবে বিশেষ কিছু জিনিস। চলুন সেই প্রয়োজনীয় নথিগুলি জেনে নেওয়া যাক।

আরও পড়ুন ? LPG Biometric: গ্যাস সিলিন্ডার পাওয়া নিয়ে চিন্তা নেই! বায়োমেট্রিক নিয়ে এবার নয়া সিদ্ধান্ত নিল সংস্থা

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

  • শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন।
  • বয়স হতে হবে ১৮-এর উর্ধ্বে।
  • BPL পরিবারভুক্ত হতে হবে।
  • আধার কার্ড থাকতে হবে।
  • KYC যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
  • মহিলার নামে কোনো গ্যাস কানেকশন থাকবে না।

কিভাবে আবেদন করবেন

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojana) সুবিধা পেতে গেলে প্রথমে www.pmuy.gov.in এই অনলাইন পোর্টালে প্রবেশ করতে হবে। তারপর ওয়েবসাইটে গিয়ে বেছে নিতে হবে LPG অপশন। সেখানে গিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর একটি ফর্ম আসবে। সেই ফর্ম পূরণ করে ডিস্ট্রিবিউটরের কাছে যেতে হবে। তাহলেই আবেদন সম্পন্ন হবে। গৃহীত হলেই প্রথম সিলিন্ডার পেয়ে যাবেন বিনামূল্যে। উল্লেখ্য, এখনো পর্যন্ত দেশের বহু মহিলা এই সুবিধা উপভোগ করছেন। চাইলে আপনিও এই সুবিধা নিতে করতে পারেন।

Advertisements