Darjeeling Meaning: সুযোগ পেলেই টুক করে ছুটে যাচ্ছেন দার্জিলিং! কিন্তু জানেন এই দার্জিলিং শব্দের মানে কি

Antara Nag

Published on:

Advertisements

Do you know the real meaning of the word Darjeeling even if you have gone around many times: দীপুদা অর্থাৎ দীঘা-পুরি-দার্জিলিং ভ্রমণপ্রিয় বাঙালির কাছে অন্যতম স্থান। যেখানে কয়েকটা দিনের ছুটি পেলেই ছুটে যান বাঙালিরা। তবে তিন ভ্রমণ স্থানের মধ্যে দার্জিলিং গোটা বিশ্ব তথা বাঙালি পর্যটকদের কাছে হট ফেভারিট। তীব্র তাপপ্রবাহ হোক বা ঘন বর্ষায় মন করলেই পর্যটকরা ভ্রমণের উদ্দেশ্যে পাড়ি দেন দার্জিলিঙে। তবে দার্জিলিং তো অনেক ঘুরেছেন কিন্তু কখনো কি জানার চেষ্টা করেছেন এই দার্জিলিং শব্দের উৎপত্তি কোথা থেকে? এই দার্জিলিং শব্দের মানে (Darjeeling Meaning) কি? না জানলে অতি অবশ্যই এই প্রতিবেদনে জেনে নিন।

Advertisements

প্রসঙ্গত, চলতি কথায় কুইন অফ হিলস নামে আখ্যায়িত করা হয় পাহাড়ে ঘেরা পর্যটন কেন্দ্র দার্জিলিংকে। যেখানে ১-২ দিনের জন্য গেলে মন পোষায় না। কম করে চার পাঁচ দিন থাকলে তবেই দার্জিলিং ভ্রমণে মানসিক আনন্দ পাওয়া যায়। তবে ভাববেন না উপরে উল্লেখিত এই নামটি দার্জিলিং শব্দের অর্থ। দার্জিলিং শব্দের মানে (Darjeeling Meaning) রয়েছে অন্য। আসুন সেই মানে ও শব্দের উৎপত্তি জেনে নেওয়া যাক।

Advertisements

দার্জিলিঙে ভ্রমনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হলো ঘুম মনেস্ট্রি। যা দার্জিলিংয়ের মঠগুলির মধ্যে প্রাচীনতম মঠ। যেখানে রয়েছে দার্জিলিং সম্পর্কিত ঐতিহাসিক বিভিন্ন তথ্য। আর সেই তথ্য থেকেই জানা গিয়েছে দার্জিলিং শব্দের অর্থ সহ উৎপত্তি।

Advertisements

আরও পড়ুন ? Paushi: দীঘা, দার্জিলিং, পুরি অনেক হল! এবার টুক ঘুরে আসুন হাতের কাছে থাকা এই শান্তির গ্রামে

ভারত যখন ব্রিটিশদের শাসনে পাকাপাকিভাবে চলে যায়নি তখন এই দার্জিলিং জায়গার নাম ছিল দর্জেলিং। যা তিব্বতি শব্দ “দর্জি” থেকে এসেছে। অর্থাৎ দার্জিলিং শব্দের উৎপত্তি “দর্জি” থেকে। যার অর্থ বজ্রপাত এবং লিং শব্দের অর্থ স্থান বা ভূমি। অর্থাৎ পরিষ্কারভাবে যদি বলতে হয় তাহলে বলতে হবে পাহাড়ের কোলে বেড়ে ওঠা পর্যটন কেন্দ্র দার্জিলিং শব্দের অর্থ হলো “বজ্রের দেশ” (Darjeeling Meaning)। তাহলে জানা হয়ে গেল দার্জিলিং শব্দের মানে। আপনারও কাছের কেউ যদি না জেনে থাকে তাদের কেউ জানিয়ে দিন।

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম একটি শহর হল দার্জিলিং। যা হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীতে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৬,৭০০ ফিট। রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান যেমন – দার্জিলিং মল, চা বাগান, ঘুম মনেস্ট্রি, রঙ্গিত ভ্যালি, হিমালয়ের মাউন্টেরিয়ান, শান্তি স্তূপ ইত্যাদি। যা ঘোরার জন্য ১-২ দিনে পোষাবে না লাগবে বেশ কয়েকটা দিন।

Advertisements