Lok Sabha Result WB: বাংলায় ফাইনাল রেজাল্ট কি হলো! কোন কেন্দ্রে কে কত মার্জিনে জিতলেন? দেখে নিন মেগা লিস্ট

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর যেভাবে এক্সিট পোল সামনে এসেছিল, সেই এক্সিট পোলের ঝড় দেশের পাশাপাশি বাংলাতেও দেখা গেল না। যেখানে অধিকাংশ এক্সিট পোলের ফলাফল এনডিএকে ৩৫০ বা তার বেশি আসনে এগিয়ে রাখছিল, পশ্চিমবঙ্গে যেখানে বেশ কিছু এক্সিট পোল বিজেপিকে এগিয়ে রাখছিল, কিছু কিছু এক্সিট পোল সমানে সমানে তৃণমূলকে টক্কর দেবে বলছিল বিজেপি, কিন্তু সেই জায়গায় ভোটের ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে রীতিমতো ঠোকর খেতে হচ্ছে গেরুয়া শিবিরকে।

Advertisements

পশ্চিমবঙ্গের ফলাফলের (Lok Sabha Result WB) দিকে আসা যায় তাহলে লক্ষ্য করা যাবে সমস্ত এক্সিট পোলকে পিছনে ফেলে প্রথম থেকেই এগিয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। প্রাথমিক ট্রেন্ডেই গত লোকসভা নির্বাচনের তুলনায় তৃণমূল অনেক বেশি আসনে এগিয়ে ছিল, অনেকটাই পিছিয়ে পড়েছিল বিজেপি। আর ফাইনাল রেজাল্ট আসতেই দেখা যায়, ৪২ টি কেন্দ্রের মধ্যে ২৯টিতে জয়যুক্ত হয়েছে তৃণমূল, ১২টিতে জয়যুক্ত হয়েছে বিজেপির এবং ১টিতে কংগ্রেস।

Advertisements

আলিপুরদুয়ারে জয়ী বিজেপির মনোজ টিগ্গা। পরাজিত তৃণমূলের প্রকাশ চিকবরাইক। ৭৫ হাজার ৪৪৭ ভোটে তিনি জিতেছেন।

Advertisements

আরামবাগে তৃণমূলের মিতালী বাগ ৬৩৯৯ ভোটে বিজেপির অরূপকান্তি দিগারকে পরাজিত করেছেন।

আসানসোলে তৃণমূলের শত্রুঘ্ন সিনহা বিজেপির এসএস আলুওয়ালিয়াকে ৫৯ হাজার ৫৬৪ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন।

বহরমপুরে ইউসুফ পাঠান (তৃণমূল কংগ্রেস) জয়ী। পরাজিত অধীর চৌধুরী (কংগ্রেস)। মার্জিন ৮৫ হাজার ২২।

বালুরঘাটে জয়ী সুকান্ত মজুমদার (বিজেপি)। পরাজিত বিপ্লব মিত্র (তৃণমূল কংগ্রেস)। মার্জিন ১০৩৮৬।

বনগাঁতে শান্তনু ঠাকুর (বিজেপি) জয়ী। বিশ্বজিৎ দাস (তৃণমূল) পরাজিত। মার্জিন ৭৩ হাজার ৬৯৩।

বাঁকুড়ায় অরূপ চক্রবর্তী (তৃণমূল) জয়ী। পরাজিত সুভাস সরকার (বিজেপি)। মার্জিন ৩২ হাজার ৭৭৮।

বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার (তৃণমূল কংগ্রেস) জয়ী। পরাজিত স্বপন মজুমদার (বিজেপি)। মার্জিন এক লক্ষ ১৪ হাজার ১৮৯।

বর্ধমান পূর্বে শর্মিলা সরকার (তৃণমূল কংগ্রেস) জয়ী। পরাজিত অসীম সরকার (বিজেপি)। মার্জিন ১ লক্ষ ৬০ হাজার ৫৭২।

বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ (তৃণমূল কংগ্রেস) জয়ী। পরাজিত দিলীপ ঘোষ (বিজেপি)। মার্জিন ১ লক্ষ ৩৭ হাজার ৯৮১।

ব্যারাকপুরে পার্থ ভৌমিক (তৃণমূল কংগ্রেস) জয়ী। পরাজিত অর্জুন সিং (বিজেপি)। মার্জিন ৬৪ হাজার ৪৩৮।

বসিরহাটে সেখ নুরুল ইসলাম (তৃণমূল কংগ্রেস) জয়ী। পরাজিত রেখা পাত্র (বিজেপি)। মার্জিন ৩ লক্ষ ৩৩ হাজার ৫৪৭।

বীরভূমে শতাব্দী রায় (তৃণমূল কংগ্রেস) জয়ী। পরাজিত দেবতনু ভট্টাচার্য (বিজেপি)। মার্জিন ১ লক্ষ ৯৭ হাজার ৬৫০।

বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ (বিজেপি) জয়ী। পরাজিত সুজাতা মণ্ডল (তৃণমূল)। মার্জিন ৫৫৬৭।

বোলপুরে অসিত কুমার মাল (তৃণমূল কংগ্রেস) জয়ী। পরাজিত পিয়া সাহা (বিজেপি)। মার্জিন ৩ লক্ষ ৩৭ হাজার ২৫৩।

কোচবিহারে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া (তৃণমূল কংগ্রেস) জয়ী। পরাজিত নিশীথ প্রামাণিক (বিজেপি)। মার্জিন ৩৯ হাজার ২৫০।

দার্জিলিংয়ে রাজু বিস্তা (বিজেপি) জয়ী। পরাজিত গোপাল লামা (তৃণমূল)। মার্জিন ১ লক্ষ ৭৮ হাজার ৫২৫।

ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল) জয়ী। পরাজিত অভিজিৎ দাস (বিজেপি)। মার্জিন ৭ লক্ষ ১০ হাজার ৯৩০।

দমদমে সৌগত রায় (তৃণমূল) জয়ী। পরাজিত শীলভদ্র দত্ত (বিজেপি)। মার্জিন ৭০ হাজার ৬৬০।

ঘাটালে দীপক অধিকারী দেব (তৃণমূল) জয়ী। পরাজিত বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। মার্জিন এক লক্ষ ৮২ হাজার ৮৬৮।

হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস) জয়ী। পরাজিত লকেট চ্যাটার্জি (বিজেপি)। মার্জিন ৭৬ হাজার ৮৫৩।

হাওড়ায় প্রসুন ব্যানার্জি (তৃণমূল ) জয়ী। পরাজিত বিজেপির রথীন চক্রবর্তী। মার্জিন ১ লক্ষ ৬৯ হাজার ৪৪২।

যাদবপুরে সায়নী ঘোষ (তৃণমূল) জয়ী। পরাজিত অনির্বাণ গাঙ্গুলী (বিজেপি)। মার্জিন ২ লক্ষ ৫৮ হাজার ২০১।

জলপাইগুড়িতে জয়ন্ত কুমার রায় (বিজেপি) জয়ী। পরাজিত নির্মল চন্দ্র রায় (তৃণমূল)। মার্জিন ৮৬ হাজার ৬৯৩।

জঙ্গিপুরে খলিলুর রহমান (তৃণমূল) জয়ী। পরাজিত মুর্তজা হোসেন (কংগ্রেস)। মার্জিন ১ লক্ষ ১৬ হাজার ৬৩৭।

ঝাড়গ্রাম কালীপদ মুর্মু (তৃণমূল) জয়ী। পরাজিত প্রণত টুডু (বিজেপি)। মার্জিন ১ লক্ষ ৭৪ হাজার ৪৮।

জয়নগরে প্রতিমা মণ্ডল (তৃণমূল) জয়ী। পরাজিত অশোক কান্ডারী (বিজেপি)। মার্জিন ৪ লক্ষ ৭০ হাজার ২১৯।

কাঁথিতে সৌমেন্দু অধিকারী (বিজেপি) জয়ী। পরাজিত উত্তম বারিক (তৃণমূল কংগ্রেস)। মার্জিন ৪৭ হাজার ৭৬৪।

কলকাতা দক্ষিণে মালা রায় (তৃণমূল কংগ্রেস) জয়ী। পরাজিত বিজেপির দেবশ্রী চৌধুরী। মার্জিন ১ লক্ষ ৮৭ হাজার ২৩১।

কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল) জয়ী। পরাজিত তাপস রায়(বিজেপি)। মার্জিন ৯২ হাজার ৫৬০।

আরও পড়ুন ? Bed Performance: শিক্ষকদের ‘Bed Performance’-এ ক্ষিপ্ত শিক্ষা দপ্তর! নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা

কৃষ্ণনগরে মহুয়া মৈত্র (তৃণমূল)জয়ী। পরাজিত অমৃতা রায় (বিজেপি)। মার্জিন ৫৬ হাজার ৭০৫।

মালদহ দক্ষিণে ইশা খান চৌধুরী (কংগ্রেস) জয়ী। পরাজিত শ্রীরূপা মিত্র চৌধুরী (বিজেপি)। মার্জিন ১ লক্ষ ২৮ হাজার ৩৬৮।

মালদহ উত্তরে খগেন মুর্মু (বিজেপি) জয়ী। পরাজিত প্রসুন ব্যানার্জি (তৃণমূল)। মার্জিন ৭৭ হাজার ৭০৮।

মথুরাপুরে বাপি হালদার (তৃণমূল) জয়ী। পরাজিত বিজেপির অশোক পুরকাইত। মার্জিন ২ লক্ষ ১ হাজার ৫৭।

মেদিনীপুরে জুন মালিয়া (তৃণমূল) জয়ী। পরাজিত বিজেপির অগ্নিমিত্রা পাল। মার্জিন ২৭ হাজার ১৯১।

মুর্শিদাবাদে আবু তাহের খান (তৃণমূল) জয়ী। পরাজিত মহম্মদ সেলিম (সিপিএম)। মার্জিন ১ লক্ষ ৬৪ হাজার ২১৫।

পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাত (বিজেপি)। পরাজিত শান্তিরাম মাহাত (তৃণমূল)। মার্জিন ১৭ হাজার ৭৯।

রায়গঞ্জ কার্তিক চন্দ্র পাল (বিজেপি) জয়ী। পরাজিত কৃষ্ণ কল্যাণী (তৃণমূল)। মার্জিন ৬৮ হাজার ১৯৭।

রানাঘাটে জগন্নাথ সরকার (বিজেপি) জয়ী। পরাজিত মুকুটমনি অধিকারী (তৃণমূল)। মার্জিন ১ লক্ষ ৮৬ হাজার ৮৯৯।

শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি (তৃণমূল) জয়ী। পরাজিত কবীর শঙ্কর বোস (বিজেপি)। মার্জিন ১ লক্ষ ৭৪ হাজার ৮৩০।

তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (বিজেপি)জয়ী। পরাজিত তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। মার্জিন ৭৭ হাজার ৭৩৩।

উলুবেড়িয়ায় সাজদা আহমেদ (তৃণমূল)জয়ী। পরাজিত অরুণউদয় পালচৌধুরী (বিজেপি)। মার্জিন ২ লক্ষ ১৮ হাজার ৬৭৩।

Advertisements