Sealdah Railway Station: ২১টির মধ্যে বন্ধ থাকবে ৫টি! শিয়ালদা রেল স্টেশন নিয়ে বড় আপডেট দিল পূর্ব রেল

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারত তথা বাংলার যে সকল গুরুত্বপূর্ণ রেল স্টেশন রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো শিয়ালদা রেল স্টেশন (Sealdah Railway Station)। শিয়ালদা রেল স্টেশনে মোট ২১টি প্লাটফর্ম রয়েছে, তবে এবার এই ২১টি প্লাটফর্মের মধ্যে ৫টি প্ল্যাটফর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway)। কোন কোন প্ল্যাটফর্ম বন্ধ থাকবে এবং কতদিন বন্ধ থাকবে সেই বিষয়েই পূর্ব রেলের তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে। পাশাপাশি এই সকল প্লাটফর্ম বন্ধ থাকার ফলে যাত্রীদের কি কি অসুবিধা হতে পারে তা সম্পর্কেও জানানো হয়েছে।

Advertisements

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শিয়ালদা রেল স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। পুনরায় ওই পাঁচটি প্ল্যাটফর্ম চালু করা হবে আগামী রবিবার দুপুর ২ টার পর। মূলত শিয়ালদা ডিভিশনে ১২ কোচের লোকাল ট্রেন চালানোর যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী ১ থেকে ৫ নম্বর প্লাটফর্মের সম্প্রসারণ এবং অন্যান্য কাজের জন্যই এই কয়েকদিন পাঁচটি প্লাটফর্ম বন্ধ রাখা হবে।

Advertisements

নন-ইন্টারলকিং কাজ শুরু করার জন্য রেলের তরফ থেকে ১ থেকে ৫ নম্বর প্লাটফর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাময়িকভাবে। ১ থেকে ৫ নম্বর প্লাটফর্ম বন্ধ থাকলেও বাকি ১৬টি প্লাটফর্ম থেকে পরিষেবা দেওয়া হবে যাত্রীদের বলে জানানো হয়েছে। এর ফলে সাময়িকভাবে কিছু সংখ্যক ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে এবং কিছু কিছু ট্রেনের পরিষেবার ক্ষেত্রে যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। শহরতলীর জন্য যে ৮৯৪ টি ট্রেন চলে তার মধ্যে আগামী রবিবার দুপুর দুটো পর্যন্ত ৮০৬ টি ট্রেন পরিষেবা দেবে, যার মধ্যে আবার ১৪৭ টির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Indian Railways RailMadad Facilities: চলন্ত ট্রেনেই বদলে ফেলা যাবে নিজের সিট! এই একটি অ্যাপেই যাত্রীদের রেল দিচ্ছে একগুচ্ছ সুবিধা

তবে নন ইন্টারলকিংয়ের কাজ চললেও দক্ষিণ শিয়ালদা শাখার DH, NMKA, LKPR, CG, BGB, SPR থেকে নিয়মিতভাবে পরিষেবা প্রদান করা হবে। এই কাজ চলার কারণে চার জোড়া ট্রেন শিয়ালদা-আজমির এসএফ এক্সপ্রেস, শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদা-আসানসোল সুপারফাস্ট এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে এবং সেখানেই পৌঁছাবে।

এর পাশাপাশি শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটিও শিয়ালদা স্টেশনের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে যাতায়াত করবে। বাকি অন্যান্য যে সকল মেল, এক্সপ্রেস, সুপারফাস্ট ট্রেন রয়েছে সেগুলি আগের মতোই শিয়ালদা স্টেশন থেকে যাতায়াত করবে। অন্যদিকে যে সকল ট্রেন শিয়ালদা স্টেশনের পরিবর্তে কলকাতার স্টেশন থেকে যাতায়াত করবে সেগুলির সময়সূচিতে কোন পরিবর্তন আনা হয়নি।

Advertisements