নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা হলো প্রত্যেক নাগরিকদের কাছে অত্যন্ত জরুরি একটি পরিষেবা। যে কারণেই ভারতীয় রেলের (Indian Railways) উপর কোটি কোটি মানুষ নির্ভরশীল। সস্তায়, স্বাচ্ছন্দে এবং কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রেল পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কারণেই দেশের প্রতিটি নাগরিকরা চান যেন তাদের এলাকাতেও পৌঁছে যায় এমন গুরুত্বপূর্ণ পরিষেবা।
ভারতীয় রেলের তরফ থেকেও এমন গুরুত্বপূর্ণ একটি পরিষেবাকে দেশের কোনায় কোনায় পৌঁছে দেওয়ার কাজ চালানো হচ্ছে। ঠিক সেইরকমই এই পরিষেবার মাধ্যমে জড়িয়ে দেওয়ার কাজ চালানো হচ্ছে তারকেশ্বর ও বিষ্ণুপুরকে (Tarakeswar to Bishnupur Railway Project)। তবে দীর্ঘদিন ধরে কাজ চললেও বিভিন্ন কারণে পরিপূর্ণতা পাচ্ছে না গুরুত্বপূর্ণ এই রুটটি। এবার এই রূপের কাজ কতটা এগোলো তা নিয়েই আপডেট দিল পূর্ব রেল (Eastern Railway)।
তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেলওয়ে প্রজেক্টের অনেকটা কাজ হয়ে গিয়েছে। কিছু কিছু এলাকায় কাজ বাকি রয়েছে। যে সকল জায়গায় কাজ বাকি রয়েছে তার মধ্যে গোঘাট থেকে ময়নাপুর পর্যন্ত লাইন সংযোগ করার কাজ এখন পুরোদমে চলছে। গোঘাট থেকে ময়নাপুর পর্যন্ত ৭.৫২ কিলোমিটার রেল লাইন সম্প্রসারণ করা হবে। রেলের তরফ থেকে দাবি করা হচ্ছে, এই কাজটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং তারপরই পরের পর্যায়ের কাজ হিসেবে গোপীনাথপুর থেকে জয়রামবাটীর মধ্যে কাজ শুরু হবে।
রেল সূত্রে জানা গিয়েছে, বড় গোপীনাথপুর থেকে ময়নাপুর রেল লাইনের কাজ ৯০% হয়ে গিয়েছে। বড় গোপীনাথপুরে স্টেশন বিল্ডিং এবং রেলওয়ে ট্র্যাক স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি যে সকল বড় ও ছোট সেতু রয়েছে সেগুলির কাজও প্রায় শেষের দিকে। মোট ৩৩ টি সেতুর মধ্যে ৩১ টি ছোট সেতু এবং বাকিগুলি বড়। বড়গুলির সাবসট্রাকচার ও গার্ডার তৈরির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। অন্যদিকে কাজ চলছে ট্র্যাকের সঙ্গে সংযোগ স্থাপন ও ব্যালাস্টিং। এছাড়াও সিগন্যালিং কেবল বসানোর কাজ ১-২ দিনের মধ্যে শুরু হয়ে যাবে।
বড় গোপীনাথপুর এবং জয়রামবাটীর মধ্যে ৭.১ কিলোমিটার রেলপথের ট্র্যাকের ভিত্তি স্থাপনের কাজ চলছে। এই রেলপথের মধ্যে ২৬ টি ছোটো সেতু রয়েছে যেগুলির কাজ শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে আটটির মধ্যে পাঁচটি বড় সেতুর প্রাথমিক কাজ শেষ হয়েছে। পাশাপাশি জয়রামবাটি স্টেশনের বিল্ডিং তৈরির কাজ চলছে পুরোদমে। আর এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে যা মনে করা হচ্ছে তাতে খুব তাড়াতাড়ি এই বছরের মধ্যেই বিষ্ণুপুর থেকে তারকেশ্বর বা তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রুটের কাজ শেষ হয়ে যাবে।