Price Decrease-Increase: জুন মাসে কোন কোন জিনিসের দাম বাড়ল, কোন কোন জিনিসের দাম কমল! জেনে বুঝে খরচ করুন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Prices of some items increased and prices of some items decreased in June: গত কয়েক মাস ধরে চলছিল লোকসভা নির্বাচনের লড়াই। ক্ষমতা দখলে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছিল নিজ নিজ দল। সেই লড়াইয়ের ফল প্রকাশিত হয়েছে গত ৪ই জুন। আর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই চড়া মূল্যবৃদ্ধি হয়েছে বেশ কিছু জিনিসপত্রে। আবার কমেছে বেশ কিছু জিনিসের দাম। তাই মাসিক খরচের আগেই জেনে নিন কোন জিনিসের কেমন দাম (Price Decrease-Increase)। কিভাবেই বা সেইসব জিনিস খরচ করবেন।

Advertisements
দুধের দাম

২০২৪ সালের জুন মাস পড়তে না পড়তেই মূল্যবৃদ্ধি হয়েছে আমূল ব্রান্ডের দুধে (Price Decrease-Increase)। সারা দেশজুড়ে প্রতি লিটার ২ টাকা করে মূল্য বৃদ্ধি হয়েছে GCMMF-এর আমূল ব্রান্ডের দুধে। ২০২৩ সালে ফেব্রুয়ারি থেকে এই ব্যান্ড তাদের কোনো পাউচে মূল্যবৃদ্ধি করেনি। কিন্তু ভোট প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথেই দাম বৃদ্ধির ঘোষণা এই দুধের। পাশাপাশি দিল্লি-এনশিয়ার বাজারে মাডার ডেয়ারি দুধের দাম বৃদ্ধি হয়েছে প্রতি লিটার ২ টাকা করে।

Advertisements
টোল চার্জ

লোকসভা নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই টোলের চার্জ বৃদ্ধির ঘোষণা। যা জানিয়েছে NHAI-এর সিনিয়র অধিকারিক। ঘোষণা অনুযায়ী ৩রা জুন থেকে এক্সপ্রেসওয়ে অতিক্রমকারী মোটর চালকদের গুনতে হবে অতিরিক্ত টোল চার্জ। বাড়ানো হয়েছে প্রায় ৫% টোল চার্জ। অপরদিকে হাইওয়ে ব্যবহারকারী ফি বার্ষিক সংশোধন করে তা ৫% করা হবে বলে জানিয়েছে। উল্লেখ্য ১লা এপ্রিল থেকেই এই মূল্যবৃদ্ধি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রের ভোটের কারণে তা ৩রা জুন থেকে কার্যকর হওয়ার কথা ঘোষণা করেন NHAI-এর সিনিয়র অধিকারিক।

Advertisements
টেলিকম পরিষেবা

দেশের সবচেয়ে ব্যবহারকারী টেলিকম পরিষেবা হিসেবে প্রতিফলিত হয়েছে ভারতী এয়ারটেল। ২০২১ সালের ডিসেম্বর মাসে শেষ শুল্ক বৃদ্ধি করেছিল ২০%। আন্টিক স্টক ব্রোকিং-এর রিপোর্ট অনুযায়ী আবারও ১৫-১৭ পার্সেন্ট শুল্ক বৃদ্ধির পরিকল্পনা চলছে বলে জানা গিয়েছে।

LPG দাম

টানা ত্রৈমাসিক মূল্য হ্রাস হয়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে। ১লা এপ্রিলে এলপিজি সিলিন্ডারের মূল্য হ্রাস করা হয়েছিল ৩০.৫ টাকা। পরবর্তী মাস ১লা মে-তে সিলিন্ডার প্রতি ১৯ টাকা করে কমানো হয়েছিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। এরপর জুন মাসে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৬৯ টাকা। ফলস্বরূপ বর্তমান দাম দাঁড়িয়েছে ১৬৭৬ টাকায়।

আরও পড়ুন ? Tv Channel Subscription Price: দামি হতে চলেছে টিভি দেখার খরচ, কত টাকা বাড়তে পারে, সামনে এলো হিসেব-নিকেশ

অপরদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি খুচরো বাজারে কমেছে এটিএফ মূল্য। রাজধানীতে প্রতি কিলোলিটার এডিয়েশন টার্বাইন ফুয়েলের দাম কমেছে ৬.৫%। ফলস্বরূপ ৬,৬৭৩.৮৭ টাকা থেকে কমে প্রতি কিলোলিটার রেট হয়েছে ৯৪,৯৬৯.০১ টাকা। মুম্বাইতেও হ্রাস পেয়েছে এটিএফ রেট। ৯৫,১৭৩.৭০ টাকা থেকে কমিয়ে ৮৮,৮৩৪.২৭ টাকা করা হয়েছে প্রতি কিলোলিটারে। তবে রাজ্য ভেদে ATF-এর মূল্য হ্রাস-বৃদ্ধি ভিন্ন ভিন্ন হয়।

তবে বাণিজ্যিক LPG বা জ্বালানি ক্ষেত্রে কিছুটা মূল্যের হ্রাস হলেও, নিত্য প্রয়োজনীয় জিনিসে চড়া দাম বৃদ্ধির আশঙ্কা (Price Decrease-Increase) সারাদেশ জুড়ে। যার ফলে এখন থেকেই জিনিসপত্র মজুত করছেন ব্যবসায়ীরা। তবে পকেটে চাপ বাড়তে চলেছে জনসাধারণের।

এছাড়াও টিভি দেখার খরচ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা যা পরিকল্পনা চলছে তাতে হয়তো জুন মাসেই টিভি চ্যানেল এবং ওটিটি প্লাটফর্ম সাবস্ক্রিবশন রেট বাড়িয়ে দেওয়া হতে পারে। এই বিষয়টি নিয়ে গত জানুয়ারি মাস থেকেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Advertisements