Rainfall South Bengal: দেড় ঘন্টার মধ্যে প্যাচপ্যাচে গরম থেকে মিলবে মুক্তি! বৃষ্টি ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের এই ৪ জেলায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : উত্তরবঙ্গে বর্ষার আগমন হয়ে গিয়েছে, কিন্তু বর্ষা অধরা দক্ষিণবঙ্গের (South Bengal)। দক্ষিণবঙ্গে এখনো বর্ষা পৌঁছাতে না পারার কারণে দিন দিন বেড়েই চলেছে অস্বস্তিকর পরিস্থিতি। এখন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই উষ্ণ এবং আর্দ্র পরিস্থিতি থাকার কারণে চরম অস্বস্তির মধ্যে কাটছে বাসিন্দাদের। তবে এই প্যাচপ্যাচে গরম থেকে দেড় ঘন্টার মধ্যেই মুক্তি পাবেন দক্ষিণবঙ্গের ৪ জেলার বাসিন্দারা। কেননা ওই ৪ জেলায় ধেয়ে আসছে বৃষ্টি (Rainfall South Bengal)।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে স্বস্তি নেই। আগামী দেড় ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের চার জেলা বৃষ্টিতে ভিজলেও, প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি পেলেও তা অবশ্য দীর্ঘস্থায়ী হবে না। কেননা বৃষ্টির পর আবার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি হবে অস্বস্তিকর পরিবেশ।

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়। অন্যদিকে চলতি সপ্তাহের শেষ লগ্নে এসেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গরম ও চরম অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Monsoon Entered in WB: ১৫ বছর পর ঘটল এমন ঘটনা! বাংলায় বর্ষার এন্ট্রি নিয়ে আবহাওয়ার মেগা খবর

তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অস্বস্তিকর পরিবেশ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের যে সকল জেলায় সেগুলি হল ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাওয়ার পাশাপাশি বেড়ে যাবে আর্দ্রতাজনিত অস্বস্তি। যদিও এরই মধ্যে আবার শুক্রবার কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কোন কোন জেলার ক্ষেত্রে উষ্ণ আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের যে সকল জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেগুলি হল নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রে শুক্রবার কোনরকম সতর্কতা নেই অর্থাৎ না আছে কোন বৃষ্টির পূর্বাভাস না আছে, খুব বেশি উষ্ণ আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস। এরপর আবার শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে উষ্ণ ও আর্দ্র অসহ্য আবহাওয়া থাকবে।

Advertisements